ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের উপর হামলা চালিয়েছে নেতাকর্মীরা। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। মির্জা ফয়সাল আমিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। এ ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছে।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা নেতাকর্মীরা অভিযোগ করেন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলের ভোটগ্রহণ শেষে গণনা করে দীর্ঘ সময় ফলাফল ঘোষণা না করায় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। পরে ভোট কেন্দ্রের সামনে তারা অবস্থান নেয়।

উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, আজ শনিবার (১২ জুলাই) দুপুর ২টা থেকে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলের ভোটগ্রহণ শুরু হয়। যা বিকেল ৫টা পর্যন্ত চলে। ভোট গণনা চলাকালে বাইরে নেতাকর্মীরা পছন্দের প্রার্থীকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। সন্ধ্যা ৭টার পরও ফলাফল না ঘোষণা করায় নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল করেন।

তারা জানান, যারা ভোটের দায়িত্বে ছিলেন, তারা মৌখিকভাবে জানান, ভোটে উপজেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক পদে টিএম মাহবুবুর রহমান। তারপরও উদ্দ্যেশ্যমূলকভাবে ফলাফল ঘোষণা না দিয়ে টালবাহানা করছিল। ফলে এ পরিস্থিতি তৈরি হয়। এ সময় নেতাকর্মীরা জেলা বিএনপির নেতাদের উদ্দেশে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকে।

তারা আরো জানান, ৪৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সভাপতি সৈয়দ আলম (ছাতা) ২৪৪ ভোট পান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সভাপতি পদে আবু হায়াত নুরুন্নবী (চেয়ার) ২৪০ ভোট পান। এতেই জেলা বিএনপির নেতাকর্মীরা ফলাফল আটকে রাখেন। পরে ফলাফল ঘোষণা দিতে রাত ৮টায় কেন্দ্রে আসেন সম্মেলনের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। ভোট গণনা অনুযায়ী ফলাফল ঘোষণা দিয়ে নেতারা ফিরে যাওয়ার সময় উপজেলার নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হন। ফয়সাল আমিন দ্রুত গাড়িতে উঠতে চাইলে তাকে লক্ষ্য করে হামলা চালান। তার প্রাইভেটকার ভাঙচুর করা হয়। অন্য নেতারা তাকে রক্ষা করলেও কমপক্ষে চারজন আহত হয়।

দ্বি-বার্ষিক এ সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যরা হলেন, সাধারণ সম্পাদক পদে টিএম মাহবুবুর রহমান ও খোরশেদ আলম। সাংগঠনিক সম্পাদক পদে মুহিব অয়ন চৌধুরী, মোহাম্মদ আলী, সোলেমান আলী, আবুবকর সিদ্দিক, এরফান আলী , মামুন আক্তার সবুর এবং আব্দুল কাদের।

দীর্ঘ আট বছর পর এ উপজেলায় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনে সভপতি পদে সৈয়দ আলম, সাধারণ সম্পাদক পদে এটিএম মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে মুহিব অয়ন চৌধুরী ও মামুন আক্তার সবুর নির্বাচিত হয়।

ফয়সাল আমিনের গাড়ির বহরে থাকা একটি গাড়ির মালিক রাশেদ বলেন, ‘‘আমি ফয়সাল আমিনকে সেইফ করছি। এ সময় তার প্রাইভেটকার ভাঙচুর করা হয়। পরে তিনি দ্রুত অন্য গাড়িতে করে চলে যান।’’

এ ঘটনায় বিষয়ে বালিয়াডাঙ্গী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘‘নেতারা ফলাফল ঘোষণা দিয়ে বের হচ্ছিলেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের উপর হামলার চেষ্টা চালানো হয়। তার গাড়ি ভাঙচুর করা হয়। যারা হামলার সঙ্গে জড়িত তাদের চিহ্ন করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’’

আর বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, উপজেলা বিএনপির কাউন্সিল ঘিরে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় কয়েকজন আহত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের গাড়িবহরে হামলা চালানো হয়েছে।

ঢাকা/হিমেল/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন ত কর ম র দ আলম এ সময় উপজ ল

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩

দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ