তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ নিয়ে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হারে বাংলাদেশ। ফলে সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই টাইগারদের সামনে।

প্রথম ম্যাচের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন বোলিং কোচ মুশতাক আহমেদ। তার মতে, ইনিংস বড় করতে না পারার কারণেই ভুগছে বাংলাদেশ। তিনি বলেন, ‘যখন একজন ব্যাটার ফর্মে থাকে ৩০–৪০ রান করে, তখন তার লক্ষ্য হওয়া উচিত ৭০–৮০ পর্যন্ত খেলাটা টেনে নেওয়া।’

উদাহরণ হিসেবে তিনি টেনেছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিসকে, যিনি ধারাবাহিকভাবে ভালো খেলছেন। মুশতাক বলেন, ‘মেন্ডিস যেভাবে দায়িত্ব নিয়ে ইনিংস খেলছে, আমাদের দলেও সেই রকম ব্যাটিং প্রয়োজন। আমাদের বোলাররা তার কারণেই চাপে পড়ছে।’

ব্যাটারদের পরিকল্পনায় ঘাটতির কথাও বলেন এই পাকিস্তানি কোচ, ‘যখন পরিকল্পনা কাজে লাগানোর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন ব্যাটাররা তা করতে পারেনি। শামীম হোসেন ইতিবাচক মানসিকতা দেখিয়েছিল, কিন্তু সবাই সেটা দেখাতে পারেনি।’

এদিকে একাদশেও কিছু পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ঊরুর চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে না পারা জাকের আলি যদি ফিট হয়ে যান, তাহলে দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরতে পারেন তিনি। একইসঙ্গে দলে ফিরতে পারেন প্রথম ম্যাচে বাইরে থাকা অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানও।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রথম ম য চ

এছাড়াও পড়ুন:

আন্দোলনে রাজধানীতে ‘অনাকাঙ্ক্ষিত’ যানজট, ডিএমপির দুঃখপ্রকাশ

বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রাজধানী ঢাকার সড়কগুলো অবরোধ করে যে আন্দোলন হচ্ছে, তাতে যানজট বাড়ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

রবিবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় ডিএমপি।

আরো পড়ুন:

খেতুরে এবার ব্যাপক দর্শনার্থী সমাগম, দীর্ঘ যানজট

যানজটে আটকা পড়লেন সড়ক উপদেষ্টা 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এমপিও ভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিও ভুক্তকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে। এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ প্রদানের জন্য সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। যার ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।”

“শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাপি অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে দুঃখিত।”

ঢাকা/মাকসুদ/সাইফ 

সম্পর্কিত নিবন্ধ