মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “সরকার তামাকজাত পণ্য থেকে যে পরিমাণ রাজস্ব পায়, তার চেয়ে তামাকজনিত রোগের চিকিৎসাব্যয় বেশি।”

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক কর নীতি বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, “তামাক উৎপাদনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। নদীর পাড়ে, বিশেষ করে হালদা ও তিস্তার পাড়ে তামাক চাষ হয়ে থাকে। তামাক চাষে কীটনাশক ও সার ব্যবহারের ফলে সংশ্লিষ্ট এলাকায় মাছ নষ্ট হচ্ছে।” 

তিনি বলেন, “তামাক কোম্পানিগুলো জুজুর ভয় দেখিয়ে বলে থাকে, ১৫ লাখ তামাক বিক্রেতা এ পেশার সাথে জড়িত। কিন্তু, এদের বেশিরভাগই শিশু। প্রকৃতপক্ষে, তামাক বিক্রির সাথে এত সংখ্যক লোক আছে কি না, তা দেখা দরকার।”

বক্তারা দেশে তামাক কর কাঠামো বিশ্লেষণ, তামাক কোম্পানির কৌশল উদঘাটন এবং কর আরোপের সুযোগ ও চ্যালেঞ্জের ওপর গুরুত্ব আরোপ করেন। 

তারা বলেন, “তামাকজাত দ্রব্য থেকে যে রাজস্ব আহরিত হয়, তার চেয়ে বেশি টাকা তামাকজনিত রোগের চিকিৎসায় ব্যয় হয়ে থাকে। তাই, এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।”

বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসির (বিএনটিটিপি) টেকনিক্যাল কমিটির সদস্য মো.

শফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চ ও বিএনটিটিপির যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে আরো উপস্থিত ছিলেন—রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর আলমগীর হোসেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অপূর্ব কুমার মন্ডল, বিএনটিটিপির টেকনিক্যাল কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, বাংলাদেশ ক্যানসার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো. বদরুজ্জামান মুন্সী, টোব্যাকো ফ্রি কিডসের লিড পলিসি অ্যাডভাইজার মো. মুস্তাফিজুর রহমান, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মো. আখতারউজ-জামান প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনটিটিপির টেকনিক্যাল কমিটির সদস্য সাংবাদিক ও গবেষক সুশান্ত সিনহা। স্বাগত বক্তব্য দেন বিএনটিটিপির সচিবালয় ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল। 

ঢাকা/এএএম/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মসজিদে নামাজরত বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেওলভোগ দয়হাটা এলাকায় বায়তুল আমান জামে মসজিদে নামাজরত বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে, যার একটি সিসিটিভি ফুটেজ রাইজিংবিডি ডটকমের হাতে এসেছে।

ফুটেজে দেখা যাচ্ছে, শুক্রবার (২৮ নভেম্বর) মাগরিবের নামাজের সময় মসজিদের বাইরে থেকে এক ব্যক্তিকে মরধর করা শুরু হয়। ওই ব্যক্তি নিজেকে বাঁচাতে মসজিদের ভেতরে ঢুকে যান। তখন নামাজরত মুসল্লিদের ওপরও হামলা হয়। মারপিটের সময় নামাজরত মুসল্লিদের অনেকে নামাজ ছেড়ে সরে যান। 

আরো পড়ুন:

ফেনী বিএনপিতে অন্তঃকোন্দল: মিন্টুর গাড়িবহরে হামলা 

কাউখালীতে আঞ্চলিক দুই দলের গোলাগুলিতে নিহত ১,আহত ৪

এই হামলার সময় মসজিদের ভেতর নামাজ আদায় করছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার স্থানীয় একটি জানাজায় অংশ নিতে মীর সরাফত আলী সপু দয়হাটা এলাকায় আসেন। মসজিদে নামাজ আদায়ের সময় একদল দুর্বৃত্ত তার ও তার অনুসারীদের ওপর হামলা চালায়। এই ঘটনায় আটজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, আহতরা সপুর অনুসারী নেতাকর্মী।

মারপিটে গুরুত্ব আঘাত পেয়েছেন আব্দুর রহিম (৪৮), আক্তার হোসেন (৪৫) ও মমিনুল ইসলাম ফাহিম (২২) নামে সপুর তিন অনুসারী। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মীর সরাফত আলী সপু ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের বলেন, “মুসলমান হিসেবে কি জানাজার নামাজও পড়তে পারব না? সন্ত্রাসীরা আজ যা করেছে, ফ্যাসিবাদী শেখ হাসিনার লোকজনও তা করে নাই। চাপাতি দিয়ে আমার সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। আমরা আশা করি, প্রশাসন আজ রাতের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করবে।”

শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান বলেন, ঘটনায় জড়িত একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর বলেন, “মসজিদের ভেতর ও বাইরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।" 

বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এই হামলার ঘটনা ঘটেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই এ হামলার ঘটনা শ্রীপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঢাকা/রতন/রাসেল

সম্পর্কিত নিবন্ধ