চলতি শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ২০টি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ এ তথ্য নিশ্চিত করে জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এ বছর গুচ্ছ পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষ জানিয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখনও গুচ্ছ পরীক্ষায় থাকা বা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।

মোট অন্তত ৭টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর গুচ্ছ পদ্ধতি অব্যাহত রাখার দাবিতে ভর্তি প্রার্থীরা বিক্ষোভ করেন।

আজ দুপুরেও শিক্ষার্থীরা ইউজিসি কার্যালয়ে জড়ো হয়ে দুটি গেট অবরোধ করে। গুচ্ছ পদ্ধতি অব্যাহত রাখার পক্ষে তারা স্লোগান দেন। তবে, বৈঠকের পর সিদ্ধান্ত জেনে তারা গেট খুলে দেয়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফাজ উদ্দীন প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের চিয়ারীগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফাজ উদ্দীন প্রামাণিক ওই গ্রামের মৃত অজের আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পাড়ছিলেন আফাজ উদ্দীন। এ সময় গাছের ডালের সঙ্গে লাগানো বিদ্যুতের তারে অসাবধানতাবশত তিনি স্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নিহতের ভাতিজা ফজলে এলাহী বলেন, আমার চাচা বাড়ির পাশে গাছে কাঁঠাল পাড়তে উঠেন। এসময় পাশের বাড়ির ছাদের উপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে ঘটনাস্থলেই মারা যান।

ওসি মমিনুল ইসলাম বলেন, এটি একটি দুর্ঘটনা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ