বগুড়ায় প্রত্নতত্ত্বস্থল মহাস্থানগড়ের ফটক খুলতে দেরি হওয়ায় নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় মহাস্থান প্রত্নতত্ত্ব জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা গত বুধবার রাতে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগে রাজিয়া জানান, রমজান মাসে মহাস্থান জাদুঘর ও প্রত্নস্থল জাহাজঘাটা খোলা রাখার সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে এনসিপি নেতাকর্মী পরিচয়ে ২৫ থেকে ৩০ জন জাহাজঘাটার মূল ফটকে যান। তাদের একজন রাজিয়াকে ফোন করে সেখানে প্রবেশের অনুমতি চান। পরে তিনি চাবি পাঠান। তবে জাদুঘর থেকে জাহাজঘাটা কিছুটা দূরে হওয়ায় চাবি নিয়ে যেতে ৫ মিনিট দেরি হয়। এই দেরির জন্য দলটি ভেতরে ঢোকার পর নিরাপত্তাকর্মী বাপ্পী মিয়াকে এলোপাতাড়ি মারধর করে। মোবাইল ফোনে কল করে তাকেসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকিও দেওয়া হয়।

এ বিষয়ে এনসিপির বগুড়া জেলা সংগঠক মৃদুল হোসাইন খন্দকার বলেন, ‘মঙ্গলবার ঢাকা থেকে এনসিপির কিছু নেতাকর্মী মহাস্থানগড়ে বেড়াতে এসেছিলেন বলে শুনেছি। সেখানে কাউকে মারধর করা হয়েছে বলে আমার জানা নেই।’

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান থানায় একটি জিডি করেছেন। তদন্ত করে দেখছি কারা ঘটনাটি ঘটিয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম রধর এনস প ন ত কর ম জ দ ঘর ম রধর এনস প

এছাড়াও পড়ুন:

বিয়েবাড়িতে তারকাদের নাচ: পুরোনো ভিডিও ভাইরাল, কথা রাখেননি রণবীর

বিশ্বের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের মতো বলিউডের অভিনয়শিল্পীরাও সিনেমার পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টে পারফর্ম করে থাকেন। বলিউড বাদশা শাহরুখ খানও অর্থের প্রয়োজনে নিয়মিত বিয়েবাড়িতে নাচতেন। গত বছর ভারতীয় ধনকুবের শিল্পপতি রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিয়েতে নেচেছেন বলিউডের তাবড় তাবড় তারকারা। এ তালিকায় ছিলেন রণবীর কাপুর ও তার স্ত্রী আলিয়া ভাটও।

গত ২১-২২ নভেম্বর উদয়পুরে ভারতীয় শিল্পপতি রামা রাজু মান্টেনার কন্যা নেত্র মান্টেনার বিয়েতে নাচেন বলিউডের রণবীর সিং, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, শহিদ কাপুর, কৃতি স্যাননের মতো তারকারা। তবে এতে ছিলেন না আলিয়া কিংবা রণবীর কাপুর। বিয়েবাড়িতে তারকাদের নাচের নানা মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফলে বিয়েবাড়িতে তারকাদের নাচের ব্যাপারটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। 

আরো পড়ুন:

গুরুতর অভিযোগ তুলে স্বামীর বিরুদ্ধে সেলিনা জেটলির মামলা

২৩ বছর লিভ-ইনের পর বিয়ে করলেন তারকা জুটি

২০১১ সালে টাইমস নাউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর কাপুর জানিয়েছিলেন—টাকার বিনিময়ে বিয়েবাড়িতে নাচবেন তিনি। পুরোনো সেই সাক্ষাৎকারের ভিডিও এখন নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

এ ভিডিওতে কারণ ব্যাখ্যা করে রণবীর কাপুর বলেন, “আমি এটা করব না। কারণ আমি যে পরিবার থেকে এসেছি…। তবে এটাও বলছি, যারা এটা করেন আমি তাদের বিপক্ষে নই। কিন্তু আমি যে মূল্যবোধ নিয়ে বড় হয়েছি, তার সঙ্গে এটা যায় না।”

প্রয়াত অভিনেতা ঋষি কাপুর ও নীতু কাপুর দম্পতির পুত্র রণবীর কাপুর। তার দাদা রাজ কাপুর আর পৃথ্বীরাজ কাপুরের প্রপৌত্র রণবীর।

টাকার বিনিময়ে বিয়েবাড়িতে নাচ করা আদৌ কী ভুল? শাহরুখ খানসহ অনেক অভিনেতা এটা করেছেন। এ বিষয়ে রণবীর কাপুর বলেন, “এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু টাকা আমার চালিকাশক্তি নয়। আমি বিলিয়ন-ট্রিলিয়ন টাকা কামাতে চাই না। আমি একজন অভিনেতা। আমার প্রেরণা আলাদা, আমার আবেগ আলাদা। বিয়েতে নেচে আমি নিজের চোখে নিজের মর্যাদা হারাতে চাই না; যেখানে লোকজন হাতে মদের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে আর খারাপ মন্তব্যও করতে পারে। আমি চাই না আমার পরিবারের কেউ এটা করুক। এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি এটা করব না।”

টাকার জন্য যদি বিয়েতে না নাচেন, তবে কি তারকাখ্যাতির সঙ্গে আপস করবেন? এমন প্রশ্নের জবাবে রণবীর কাপুর বলেন, “আমি তারকাখ্যাতি হারাব না। কিন্তু আমি ভাবতে চাই না যে, ‘আমি তারকা বলে যা খুশি তা করতে পারি এবং পার পেয়ে যাব।”

তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ