বগুড়ায় প্রত্নতত্ত্বস্থল মহাস্থানগড়ের ফটক খুলতে দেরি হওয়ায় নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় মহাস্থান প্রত্নতত্ত্ব জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা গত বুধবার রাতে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগে রাজিয়া জানান, রমজান মাসে মহাস্থান জাদুঘর ও প্রত্নস্থল জাহাজঘাটা খোলা রাখার সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে এনসিপি নেতাকর্মী পরিচয়ে ২৫ থেকে ৩০ জন জাহাজঘাটার মূল ফটকে যান। তাদের একজন রাজিয়াকে ফোন করে সেখানে প্রবেশের অনুমতি চান। পরে তিনি চাবি পাঠান। তবে জাদুঘর থেকে জাহাজঘাটা কিছুটা দূরে হওয়ায় চাবি নিয়ে যেতে ৫ মিনিট দেরি হয়। এই দেরির জন্য দলটি ভেতরে ঢোকার পর নিরাপত্তাকর্মী বাপ্পী মিয়াকে এলোপাতাড়ি মারধর করে। মোবাইল ফোনে কল করে তাকেসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকিও দেওয়া হয়।

এ বিষয়ে এনসিপির বগুড়া জেলা সংগঠক মৃদুল হোসাইন খন্দকার বলেন, ‘মঙ্গলবার ঢাকা থেকে এনসিপির কিছু নেতাকর্মী মহাস্থানগড়ে বেড়াতে এসেছিলেন বলে শুনেছি। সেখানে কাউকে মারধর করা হয়েছে বলে আমার জানা নেই।’

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান থানায় একটি জিডি করেছেন। তদন্ত করে দেখছি কারা ঘটনাটি ঘটিয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম রধর এনস প ন ত কর ম জ দ ঘর ম রধর এনস প

এছাড়াও পড়ুন:

আড়াল ভেঙে বিয়ের খবর দিলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান

‘বড় ছেলে’খ্যাত নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান। গত কয়েক বছর ধরে খানিকটা আড়ালে রয়েছেন জনপ্রিয় এই পরিচালক। আড়াল ভেঙে বিয়ের খবর জানিয়ে চমকে দিলেন তার ভক্ত-অনুরাগীদের।

মঙ্গলবার (২ ডিসেম্বর) মিজানুর রহমান আরিয়ান তার ফেসবুক পেজে তার বিয়ের কিছু ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, লাল টুকটুকে শাড়িতে বউ সেজেছেন তার স্ত্রী। অন্যদিকে, পাজামা-পাঞ্জাবির সঙ্গে কটি পরেছেন আরিয়ান।   

আরো পড়ুন:

মসজিদে বিয়ে, স্বামীর বয়স নিয়ে আলোচনা, মুখ খুললেন ফারিয়া

‘নয়ছয়’-এর নির্মাতা রাফায়েলকে বিয়ে করলেন অভিনেত্রী মম

এসব ছবির ক্যাপশনে মিজানুর রহমান আরিয়ান লেখেন, “যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সেই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।” এ ক্যাপশনে বিয়ে নিয়ে বিস্তারিত কিছু না জানানোর কারণে অনেক নেটিজেন দ্বন্দ্বেও পড়েছেন। পরে অবশ্য গণমাধ্যমে বিয়ের তথ্য নিশ্চিত করেছেন। 

আরিয়ানের স্ত্রীর নাম তাহসিন তামান্না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিয়ে করেন আরিয়ান-তামান্না। এ বিষয়ে মিজানুর রহমান আরিয়ান বলেন, “তাহসিনের সঙ্গে আমার ৭ বছরের পরিচয়। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান করব।” 

‘বড় ছেলে’ টেলিফিল্মের মাধ্যমে পরিচালক হিসেবে খ্যাতি কুড়ান মিজানুর রহমান আরিয়ান। তাছাড়াও ‘যুগল’, ‘উনিশ ২০’, ‘পুনর্মিলনে’ এর মতো অনেক জনপ্রিয় নাটকও নির্মাণ করেছেন তিনি। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘নেটওয়ার্কের বাইরে’। এটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ