মহাস্থান জাদুঘরের নিরাপত্তাকর্মীকে মারধর, অভিযোগ এনসিপি নেতাকর্মীর বিরুদ্ধে
Published: 27th, March 2025 GMT
বগুড়ায় প্রত্নতত্ত্বস্থল মহাস্থানগড়ের ফটক খুলতে দেরি হওয়ায় নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় মহাস্থান প্রত্নতত্ত্ব জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা গত বুধবার রাতে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগে রাজিয়া জানান, রমজান মাসে মহাস্থান জাদুঘর ও প্রত্নস্থল জাহাজঘাটা খোলা রাখার সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে এনসিপি নেতাকর্মী পরিচয়ে ২৫ থেকে ৩০ জন জাহাজঘাটার মূল ফটকে যান। তাদের একজন রাজিয়াকে ফোন করে সেখানে প্রবেশের অনুমতি চান। পরে তিনি চাবি পাঠান। তবে জাদুঘর থেকে জাহাজঘাটা কিছুটা দূরে হওয়ায় চাবি নিয়ে যেতে ৫ মিনিট দেরি হয়। এই দেরির জন্য দলটি ভেতরে ঢোকার পর নিরাপত্তাকর্মী বাপ্পী মিয়াকে এলোপাতাড়ি মারধর করে। মোবাইল ফোনে কল করে তাকেসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকিও দেওয়া হয়।
এ বিষয়ে এনসিপির বগুড়া জেলা সংগঠক মৃদুল হোসাইন খন্দকার বলেন, ‘মঙ্গলবার ঢাকা থেকে এনসিপির কিছু নেতাকর্মী মহাস্থানগড়ে বেড়াতে এসেছিলেন বলে শুনেছি। সেখানে কাউকে মারধর করা হয়েছে বলে আমার জানা নেই।’
শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান থানায় একটি জিডি করেছেন। তদন্ত করে দেখছি কারা ঘটনাটি ঘটিয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম রধর এনস প ন ত কর ম জ দ ঘর ম রধর এনস প
এছাড়াও পড়ুন:
‘ফ্যাসিবাদের দোসর’ জাতীয় পার্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে এবি পার্টির আহ্বান
জাতীয় পার্টি ও ১৪ দলকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তাদের প্রতি অন্তর্বর্তী সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা এই শহীদদের পুণ্যভূমি কীভাবে অপবিত্র করে, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না।’
আজ রোববার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফুয়াদ এ কথা বলেন।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল, তার প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের সঙ্গে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি ও তাদের ১৪ দলীয় দোসররা জড়িত ছিল। শুধু মাত্রার পার্থক্য থাকতে পারে, কিন্তু অপরাধের দায়ে তারা সবাই সমানভাবে দায়ী।
যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাহলে জাতীয় পার্টি ও ১৪ দলও পারবে না উল্লেখ করে ফুয়াদ বলেন, যদি আওয়ামী লীগের নেতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হতে হয়, তবে একইভাবে জাতীয় পার্টিকেও সেই বিচারের আওতায় আনতে হবে।
মানি লন্ডারিং, লুটপাট, গণহত্যা ও নির্বাচনব্যবস্থা ধ্বংসের দায়ে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি ও ১৪ দলও সমানভাবে দোষী উল্লেখ করে ফুয়াদ বলেন, তারা বাংলাদেশের গণতন্ত্রের শত্রু ও ফ্যাসিবাদের দোসর।
আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাতীয় পার্টি ও ১৪ দলের ক্ষেত্রেও দ্রুত একই সিদ্ধান্ত নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আসাদুজ্জামান ফুয়াদ।