বগুড়ায় প্রত্নতত্ত্বস্থল মহাস্থানগড়ের ফটক খুলতে দেরি হওয়ায় নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় মহাস্থান প্রত্নতত্ত্ব জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা গত বুধবার রাতে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগে রাজিয়া জানান, রমজান মাসে মহাস্থান জাদুঘর ও প্রত্নস্থল জাহাজঘাটা খোলা রাখার সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে এনসিপি নেতাকর্মী পরিচয়ে ২৫ থেকে ৩০ জন জাহাজঘাটার মূল ফটকে যান। তাদের একজন রাজিয়াকে ফোন করে সেখানে প্রবেশের অনুমতি চান। পরে তিনি চাবি পাঠান। তবে জাদুঘর থেকে জাহাজঘাটা কিছুটা দূরে হওয়ায় চাবি নিয়ে যেতে ৫ মিনিট দেরি হয়। এই দেরির জন্য দলটি ভেতরে ঢোকার পর নিরাপত্তাকর্মী বাপ্পী মিয়াকে এলোপাতাড়ি মারধর করে। মোবাইল ফোনে কল করে তাকেসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকিও দেওয়া হয়।

এ বিষয়ে এনসিপির বগুড়া জেলা সংগঠক মৃদুল হোসাইন খন্দকার বলেন, ‘মঙ্গলবার ঢাকা থেকে এনসিপির কিছু নেতাকর্মী মহাস্থানগড়ে বেড়াতে এসেছিলেন বলে শুনেছি। সেখানে কাউকে মারধর করা হয়েছে বলে আমার জানা নেই।’

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান থানায় একটি জিডি করেছেন। তদন্ত করে দেখছি কারা ঘটনাটি ঘটিয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম রধর এনস প ন ত কর ম জ দ ঘর ম রধর এনস প

এছাড়াও পড়ুন:

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে প্রকার ভেদে খুচরা বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৩০ টাকা। চাহিদা তুলনায় বাজারে আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। তারা জানান, ভারত থেকে পেঁয়াজ আসতে শুরু করলে এই পণ্যটির দাম কমতে শুরু করবে। 

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাজারে পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত তিনদিন আগে খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হচ্ছিল প্রকার ভেদে ৮০ থেকে ৯০ টাকা, বর্তমান দাম বৃদ্ধি পেয়ে তা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। নতুন মুড়ি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ ক্রেতা-বিক্রেতারা। 

আরো পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

শেয়ারহোল্ডারদের বোনাস লভ্যাংশ দিল এপেক্স ফুটওয়্যার

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আব্দুল খালেক বলেন, “তিন দিন আগে ৯০ টাকা কেজি হিসেবে পেঁয়াজ কিনছিলাম, আজ তা ১২০ টাকা কেজিতে কিনলাম। এভাবে দাম বাড়লে আমরা সাধারণ মানুষ চলব কি করে?”

হিলি বাজারে সবজি ব্যবসায়ী রুবেল শেখ বলেন, “কয়েকদিন আগেও পেঁয়াজের দাম অনেক কম ছিল, বর্তমান বাজারে এই পণ্যটির দাম বেশি। আমরা পাইকারি কিনে তা ১২০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করছি।” 

হিলি বাজারে পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, “দেশে যে সব মোকাম থেকে আমরা পেঁয়াজ পাইকারি কিনে আনি, ওইসব মোকামে পেঁয়াজের আমদানি কমে গেছে। তাই দামও বৃদ্ধি পেতে শুরু করেছে। সামনে রমজান মাস, সরকার যদি পেঁয়াজের আমদানির অনুমতি দেয় তাহলে পেঁয়াজের দাম একেবারে কমে যাবে।” 

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ