বগুড়ায় প্রত্নতত্ত্বস্থল মহাস্থানগড়ের ফটক খুলতে দেরি হওয়ায় নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় মহাস্থান প্রত্নতত্ত্ব জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা গত বুধবার রাতে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগে রাজিয়া জানান, রমজান মাসে মহাস্থান জাদুঘর ও প্রত্নস্থল জাহাজঘাটা খোলা রাখার সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে এনসিপি নেতাকর্মী পরিচয়ে ২৫ থেকে ৩০ জন জাহাজঘাটার মূল ফটকে যান। তাদের একজন রাজিয়াকে ফোন করে সেখানে প্রবেশের অনুমতি চান। পরে তিনি চাবি পাঠান। তবে জাদুঘর থেকে জাহাজঘাটা কিছুটা দূরে হওয়ায় চাবি নিয়ে যেতে ৫ মিনিট দেরি হয়। এই দেরির জন্য দলটি ভেতরে ঢোকার পর নিরাপত্তাকর্মী বাপ্পী মিয়াকে এলোপাতাড়ি মারধর করে। মোবাইল ফোনে কল করে তাকেসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকিও দেওয়া হয়।

এ বিষয়ে এনসিপির বগুড়া জেলা সংগঠক মৃদুল হোসাইন খন্দকার বলেন, ‘মঙ্গলবার ঢাকা থেকে এনসিপির কিছু নেতাকর্মী মহাস্থানগড়ে বেড়াতে এসেছিলেন বলে শুনেছি। সেখানে কাউকে মারধর করা হয়েছে বলে আমার জানা নেই।’

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান থানায় একটি জিডি করেছেন। তদন্ত করে দেখছি কারা ঘটনাটি ঘটিয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম রধর এনস প ন ত কর ম জ দ ঘর ম রধর এনস প

এছাড়াও পড়ুন:

২৪৪ তাড়া করে ১৪.২ ওভারে জয়, ইতিহাস গড়ল বুলগেরিয়া

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ল বুলগেরিয়া। ২০ ওভারে ২৪৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় তো পেলই, সেটাও মাত্র ১৪.২ ওভারে! জিব্রাল্টারের বিপক্ষে ৩৪ বল হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় বুলগেরিয়া। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম সময়ে ২০০ বা তার বেশি রান তাড়ার রেকর্ড।

এদিন বুলগেরিয়ার রানরেট ছিল ১৭.০২। ম্যাচটিতে দুদলের সম্মিলিত রান দাঁড়ায় ৪৮৭। ৩৪.২ ওভারে হওয়া ম্যাচটির সামগ্রিক রানরেট ছিল ১৪.১৮, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ। এতদিন এই রেকর্ড ছিল ২০০৯ সালের নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচের দখলে, যেখানে রানরেট ছিল ১৩.৭৬।

এই তালিকায় বুলগেরিয়া-জিব্রাল্টার ম্যাচের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে ২০২৫ সালের রোমানিয়া-বেলজিয়াম ম্যাচ (রানরেট ১৩.৬৮)। এরপর রয়েছে ২০২৩ সালের দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ (১৩.৩১) ও ২০১৯ সালের নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ (১৩.২৭)।

শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হিসেবেও পিছিয়ে পড়েছে আইপিএলের রেকর্ড। এতদিন অবিচ্ছিন্ন ম্যাচে সর্বোচ্চ রানরেটের রেকর্ড ছিল ২০২৪ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের (১৩.৭২)। এবার সেটিও ছাড়িয়ে গেছে বুলগেরিয়া-জিব্রাল্টার লড়াই।

একইসঙ্গে আইসিসির অ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রানের ম্যাচগুলোর তালিকাতেও দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই ম্যাচটি (৪৮৭ রান)। শীর্ষে রয়েছে ২০২২ সালের বুলগেরিয়া-সার্বিয়া ম্যাচ, যেখানে উঠেছিল ৪৮৮ রান। তৃতীয় স্থানেও রয়েছে বুলগেরিয়া-সার্বিয়ার আরেক ম্যাচ (৪৫৪ রান)।

সম্পর্কিত নিবন্ধ