বগুড়ায় প্রত্নতত্ত্বস্থল মহাস্থানগড়ের ফটক খুলতে দেরি হওয়ায় নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় মহাস্থান প্রত্নতত্ত্ব জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা গত বুধবার রাতে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগে রাজিয়া জানান, রমজান মাসে মহাস্থান জাদুঘর ও প্রত্নস্থল জাহাজঘাটা খোলা রাখার সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে এনসিপি নেতাকর্মী পরিচয়ে ২৫ থেকে ৩০ জন জাহাজঘাটার মূল ফটকে যান। তাদের একজন রাজিয়াকে ফোন করে সেখানে প্রবেশের অনুমতি চান। পরে তিনি চাবি পাঠান। তবে জাদুঘর থেকে জাহাজঘাটা কিছুটা দূরে হওয়ায় চাবি নিয়ে যেতে ৫ মিনিট দেরি হয়। এই দেরির জন্য দলটি ভেতরে ঢোকার পর নিরাপত্তাকর্মী বাপ্পী মিয়াকে এলোপাতাড়ি মারধর করে। মোবাইল ফোনে কল করে তাকেসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকিও দেওয়া হয়।

এ বিষয়ে এনসিপির বগুড়া জেলা সংগঠক মৃদুল হোসাইন খন্দকার বলেন, ‘মঙ্গলবার ঢাকা থেকে এনসিপির কিছু নেতাকর্মী মহাস্থানগড়ে বেড়াতে এসেছিলেন বলে শুনেছি। সেখানে কাউকে মারধর করা হয়েছে বলে আমার জানা নেই।’

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান থানায় একটি জিডি করেছেন। তদন্ত করে দেখছি কারা ঘটনাটি ঘটিয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম রধর এনস প ন ত কর ম জ দ ঘর ম রধর এনস প

এছাড়াও পড়ুন:

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান তোলারাম, রানার্স আপ আলমচান

নারায়ণগঞ্জ জেলা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে বন্দরের সরকারি আলমচান স্কুল এন্ড কলেজকে ২-১ গোলে পরাজিত করে জয় পেয়েছে সরকারি তোলারাম কলেজ।

সোমবার বিকেলে শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়লাভ করে তোলারাম কলেজ।

খেলায় বিজয়ী দলকে ৩৫ হাজার টাকা প্রাইজমানি ও রানার্স আপ দলকে ২৫ হাজার টাকা প্রাইজমানি পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দুই দলই ভালো খেলেছে। টুর্নামেন্টে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এর জন্য উভয় দল ধন্যবাদ প্রাপ্য। শৃঙ্খলার সাথে খেলাধুলা চালিয়ে গেলে আমরা অনেকদূর এগিয়ে যেতে পারবো। নারায়ণগঞ্জ থেকেই আগামীতে নতুন করে মোনেম মুন্না জন্ম নিবে। যারা জাতীয় দলে মাঠ দাপিয়ে বেড়াবে।

নারায়ণগঞ্জের স্টেডিয়ামের চিত্র আমাকে হতাশ করেছে। তবে বর্তমান জেলা প্রশাসকের আন্তরিকতায় দ্রুতই এই স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু হবে।’

অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক শরীফ মো. আরিফ মিহিরের সঞ্চালনায় অন্যান্যদের ভেতর আরও বক্তব্য রাখেন, সরকারি তোলারাম কলেজের অধ্যাপক বিমল চন্দ্র দাস, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী, অ্যাডহক কমিটির সদস্য সাবিত আল হাসান, নূর জামাল হাসান, ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাছির প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ