মহাস্থান জাদুঘরের নিরাপত্তাকর্মীকে মারধর, অভিযোগ এনসিপি নেতাকর্মীর বিরুদ্ধে
Published: 27th, March 2025 GMT
বগুড়ায় প্রত্নতত্ত্বস্থল মহাস্থানগড়ের ফটক খুলতে দেরি হওয়ায় নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় মহাস্থান প্রত্নতত্ত্ব জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা গত বুধবার রাতে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগে রাজিয়া জানান, রমজান মাসে মহাস্থান জাদুঘর ও প্রত্নস্থল জাহাজঘাটা খোলা রাখার সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে এনসিপি নেতাকর্মী পরিচয়ে ২৫ থেকে ৩০ জন জাহাজঘাটার মূল ফটকে যান। তাদের একজন রাজিয়াকে ফোন করে সেখানে প্রবেশের অনুমতি চান। পরে তিনি চাবি পাঠান। তবে জাদুঘর থেকে জাহাজঘাটা কিছুটা দূরে হওয়ায় চাবি নিয়ে যেতে ৫ মিনিট দেরি হয়। এই দেরির জন্য দলটি ভেতরে ঢোকার পর নিরাপত্তাকর্মী বাপ্পী মিয়াকে এলোপাতাড়ি মারধর করে। মোবাইল ফোনে কল করে তাকেসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকিও দেওয়া হয়।
এ বিষয়ে এনসিপির বগুড়া জেলা সংগঠক মৃদুল হোসাইন খন্দকার বলেন, ‘মঙ্গলবার ঢাকা থেকে এনসিপির কিছু নেতাকর্মী মহাস্থানগড়ে বেড়াতে এসেছিলেন বলে শুনেছি। সেখানে কাউকে মারধর করা হয়েছে বলে আমার জানা নেই।’
শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান থানায় একটি জিডি করেছেন। তদন্ত করে দেখছি কারা ঘটনাটি ঘটিয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম রধর এনস প ন ত কর ম জ দ ঘর ম রধর এনস প
এছাড়াও পড়ুন:
ভোট দিতে নিবন্ধন করেছেন ৭০ হাজার ৬৬০ প্রবাসী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
নিবন্ধনকারীদের মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ এবং ১১ হাজার ১৫০ জন নারী।
আরো পড়ুন:
অপতথ্য প্রতিরোধে সাইবার নিরাপত্তা সেল গঠন করবে ইসি
ভোট দিতে নিবন্ধন করেছেন ১৭ হাজার ৯০৭ প্রবাসী
দেশভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ১৪,২৩৬ জন। এরপর দক্ষিণ কোরিয়া ৯,০৭৫, কানাডা ৭,০৮৭, জাপান ৬,৪৫২, অস্ট্রেলিয়া ৬,০২৭ এবং দক্ষিণ আফ্রিকা ৪,৪৮০ জন।
ঠিকানা ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার কারণে সৌদি আরবসহ সাতটি দেশে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। ইসি আশাবাদ ব্যক্ত করেছে, আজ পুনরায় এ দেশগুলোতে নিবন্ধন কার্যক্রম চালু হতে পারে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, সাত দেশে আজকের মধ্যেই নিবন্ধন চালু করতে প্রচেষ্টা চলছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ওসিভি ও এসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান জানান, বুধবার রাত আড়াইটায় দেখা যায়, সৌদি আরবসহ কয়েকটি দেশের প্রবাসীরা সঠিকভাবে ঠিকানা ইনপুট দিতে পারছেন না। ব্যালট পেপার পৌঁছাতে হলে ঠিকানা অবশ্যই ইংরেজিতে ও সঠিক পোস্ট কোডসহ দিতে হয়। অনেকেই ম্যান্ডেটরি ফিল্ডে ভুল তথ্য দিচ্ছিলেন। তাই সাময়িকভাবে নিবন্ধন বন্ধ রাখা হয়। দূতাবাস ও অন্যান্য চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের সঠিক তথ্য দেওয়ার নির্দেশনা জানানো হবে।
ইসি জানিয়েছে, অ্যাপের মাধ্যমে এখন বিশ্বের সব দেশের প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করা হয়েছে।
ঢাকা/এএএম/মাসুদ