জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা বজায় রাখতে সক্ষম হয়েছে। তবে তহবিলের ঘাটতির কারণে রেশন কিছুটা কমানো হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সংশোধিত ব্যবস্থার অধীনে, দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী জেলা কক্সবাজারে অবস্থিত বিশ্বের বৃহত্তম শরণার্থী বসতিতে প্রত্যেক শরণার্থী প্রতি মাসে ১২ ডলার পাবেন। আগে তাদের বরাদ্দ ছিল ১২ দশমিক ৫০ ডলার। 

চলতি মাসের শুরুতে ডব্লিউএফপি সতর্ক করে দিয়ে জানিয়েছিল, জরুরি আর্থিক সহায়তার ঘাটতির কারণে এপ্রিল মাসে খাদ্য রেশন অর্ধেক করে জনপ্রতি মাত্র ৬ ডলার করতে তারা বাধ্য হতে পারে। ২০২৩ সালেও একই রকম হ্রাস করা হয়েছিল। ওই সময় খাদ্য রেশন জনপ্রতি ৮ ডলারে নামিয়ে আনা হয়েছিল। অপুষ্টির তীব্র বৃদ্ধি ঘটায় পরে তা আবার বাড়িয়ে ১২ দশমিক ৫০ ডলারে ফিরিয়ে আনা হয়।

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী জয়নুল মোস্তফা রয়টার্সকে বলেন, “আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা এখন অন্তত বেঁচে থাকতে পারব। অন্যথায়, আমরা কেবল অনাহারে থাকতাম।”

ডব্লিউএফপির একজন মুখপাত্র জানিয়েছেন, তারা ‘দাতাদের কাছ থেকে সময়োপযোগী অনুদানের মাধ্যমে’ তহবিলের ঘাটতি পূরণ করেছে। তবে তিনি এর বিশদ জানাননি।

পৃথকভাবে, বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে,  তারা ডব্লিউএফপির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন ডলারের নতুন আর্থিক সহায়তা প্রদান করবে।

বাংলাদেশ প্রতিবেশী মিয়ানমারের সামরিক অভিযানের মুখে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে কক্সবাজার জেলার শিবিরে আশ্রয় দিচ্ছে। গত বছর মিয়ানমার থেকে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছিল।

শরণার্থী শিবিরগুলোর তত্ত্বাবধানকারী বাংলাদেশের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় জানিয়েছে, খাদ্য রেশন শরণার্থীদের মধ্যে খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি বজায় রাখতে সহায়তা করবে।

এক বিবৃতিতে কার্যলয় বলেছে, “আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রয়োজনীয় তহবিল সরবরাহের জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি যাতে এই জীবন রক্ষাকারী কর্মসূচিগুলো দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা যায়।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শরণ র থ সহ য ত

এছাড়াও পড়ুন:

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৩ নভেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন আগামী রবিবার (২৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে।

এদিন সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া চলবে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর শুরু হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরো পড়ুন:

ব্রাকসুর তফসিল প্রত্যাখান শিক্ষার্থীদের

নেত্রকোণায় প্রভাষকদের পদোন্নতির দাবিতে কর্মবিরতি

বুধবার (১৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার মোট সাতটি ইউনিটে (এ, বি, সি, সি–১, ডি, ই এবং আইবিএ–জেইউ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে শুক্রবার ও শনিবার পরীক্ষা বন্ধ থাকবে। পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি ইউনিটের প্রতিটির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। এছাড়া ‘ই’ ইউনিটের জন্য ৭০০ টাকা এবং সি–১ ও আইবিএ–জেইউ ইউনিটের ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনের ফি’র সঙ্গে ১.২ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে। রকেট, বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা অথবা ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে ফি জমা দেওয়া যাবে।

৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় থাকবে ৫৫ মিনিট। তবে ওএমআর শিট পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় পাসের জন্য নূন্যতম ৩৩ শতাংশ নম্বর পেতে হবে।

এবারো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। ২০২২ সাল ও তার পরবর্তী সময়ে মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ভর্তির ন্যূনতম যোগ্যতা হিসেবে ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং আইআইটি) এবং ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৪.০০ থাকতে হবে। তবে ‘এ’ ইউনিটে মোট জিপিএ ৮.৫০ এবং ‘ডি’ ইউনিটে ৯.০০ থাকা আবশ্যক।

অন্যান্য ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ভিন্ন ভিন্ন জিপিএ শর্ত রাখা হয়েছে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (ju-admission.org) থেকে জানা যাবে।

ঢাকা/আহসান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ