Prothomalo:
2025-05-05@16:20:14 GMT

বুলবুলের নাকে ব্যান্ডেজ কেন

Published: 26th, April 2025 GMT

আগের পর্বআরও পড়ুনতাই তো বলি, কিছু দেখতে পাচ্ছি না কেন২৪ এপ্রিল ২০২৫

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নতুন পোপ নির্বাচনে ভ্যাটিকানে পৌঁছেছেন ১৩৩ কার্ডিনাল

রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু হিসেবে নতুন পোপ বেছে নিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন ১৩৩ জন কার্ডিনাল। আজ সোমবার ভ্যাটিকানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আগামী বুধবার শুরু হবে পোপ নির্বাচনের প্রক্রিয়া, যা ‘কনক্লেভ’ নামে পরিচিত।

গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যু হয় পোপ ফ্রান্সিসের। তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে এসেছে। ৭০টি দেশ থেকে ভ্যাটিকানে যাওয়া ১৩৩ জন কার্ডিনালের সবার বয়স ৮০ বছরের নিচে। তবে শারীরিক অসুস্থতার কারণে দুজন কার্ডিনাল সেখানে যেতে পারেননি।

আরও পড়ুনপ্রেমিকাকে না পেয়ে যেভাবে পোপ হয়েছিলেন ফ্রান্সিস ২১ এপ্রিল ২০২৫

বুধবার এই ১৩৩ জন কার্ডিনাল ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেলে একত্র হবেন। পোপ নির্বাচনের জন্য এদিন একবার এবং পরবর্তী প্রতিদিন চারবার করে ভোট দেওয়া হবে। পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। ভ্যাটিকানের সান্তা মার্তা অতিথিশালায় অবস্থান করবেন কার্ডিনালরা। পোপ নির্বাচিত হওয়ার আগপর্যন্ত তাঁরা বহির্বিশ্বের কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।

আরও পড়ুননতুন পোপ কীভাবে নির্বাচিত হন২১ এপ্রিল ২০২৫

পোপ নির্বাচনের জন্য ভোটাভুটির পর একবার সকালে ও একবার বিকেলে ব্যালটগুলো পোড়ানো হয়। পোপ নির্বাচিত না হলে ব্যালটগুলোয় রাসায়নিক মিশিয়ে পোড়ানো হয়। এতে ভ্যাটিকানের ছাদ দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আর যদি ধোঁয়ার রং সাদা হয়, তবে ধরে নিতে হবে যে রোমান ক্যাথলিকরা নতুন পোপ পেয়ে গেছেন।

আরও পড়ুনকে হতে পারেন নতুন পোপ২১ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ