সার–বীজের নিয়ন্ত্রণ কিছু কোম্পানির হাতে যাওয়ায় কৃষকের পরিস্থিতি নাজুক
Published: 5th, May 2025 GMT
গ্রামাঞ্চলে কৃষি ঘিরে ব্যবসা–বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটেছে। কিন্তু দেশের কিছু কোম্পানির হাতে বীজ ও সারের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় কৃষকের জন্য নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারের পরিকল্পনার ঘাটতি, কৃষকের কাছ থেকে কৃষিপণ্য কেনা ও কৃষককে সুরক্ষা দেওয়ার ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষক ও সারা দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কথাগুলো বলেছেন অধ্যাপক আনু মুহাম্মদ।
আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত কৃষি, খাদ্যনিরাপত্তা ও প্রাণ–প্রকৃতি সম্মেলন–২০২৫–এর দ্বিতীয় অধিবেশনে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এ কথা বলেছেন। তিনি বলেন, বীজ ও সারের ক্ষেত্রে কয়েকটি কোম্পানি বনাম কৃষক এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা পোল্ট্রি বলি, বীজের ক্ষেত্রে বলি, কিছু কোম্পানি এগুলোর নিয়ন্ত্রণ করছে।
এই অলিগোপলি (কয়েকটি কোম্পানির হাতে বাজারের নিয়ন্ত্রণ) থেকে কৃষককে কে রক্ষা করবে—এমন প্রশ্ন তুলে আনু মুহাম্মদ বলেন, ‘কৃষকদের একদিকে কৃষি উপকরণ ব্যবহার করতে হয়, সংগ্রহ করতে হয়। আবার সে যখন বিক্রি করতে যায় তখন দেখা যায় সংগ্রহশালা নেই, হিমাগার নেই। সরকারি ক্রয়ের যে ব্যবস্থা সেটাতে কৃষকের কোনো লাভ হয় না। এ প্রতিকূল পরিস্থিতিতে কোম্পানি তার প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে।’
কৃষি, খাদ্যনিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলন-২০২৫–এর দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেন অধ্যাপক আনু মুহাম্মদ। আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কে মাস্টার্স, ক্লাস শুক্র ও শনিবার
ভর্তির যোগ্যতা—
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৬তম ব্যাচে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে (পিএমআইআর) ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।
প্রোগ্রামের বিবরণ—
১. প্রোগ্রামের মেয়াদ ১৮ মাস, ৩ সেমিস্টার।
২. কোর্সের সংখ্যা ১২টি।
৩. ক্লাস হবে শুক্র ও শনিবার।
৪. আবেদন ফরম: ১৯০০ টাকা।
৫. অনলাইনে আবেদন করার ওয়েবসাইট:
১. যেকোনো বিভাগে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
২. সব পাবলিক পরীক্ষায় ২য় শ্রেণি বা ডিভিশন অথবা সিজিপিএ ২.৫ (8.০০–এর মধ্যে) থাকতে হবে।
৩. আন্তর্জাতিক সম্পর্কে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রিধারীদের বিশেষভাবে সুযোগ দেওয়া হবে।
১. লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের এবং প্রফেশনাল অভিজ্ঞতা ৫ নম্বরের।
২. পরীক্ষা হবে: অ্যানালিটিক্যাল স্কিল, আন্তর্জাতিক সম্পর্কে মৌলিক জ্ঞান, ইংরেজি দক্ষতা।
১. আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২৫।
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২০ জুন ২০২৫, শুক্রবার।
৩. ভর্তি পরীক্ষার ফলাফল: ৩০ জুন ২০২৫।
৪. ভর্তির তালিকা প্রকাশ: ১০ জুলাই ২০২৫।
৫. ক্লাস শুরুর তারিখ: ১৮ জুলাই ২০২৫।
* বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.duir.ac.bd