রূপগঞ্জে মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে সোমবার বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

একই দাবিতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক নির্মাণ প্রকল্পের পরিচালক ও ঢাকাস্থ সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করেছেন। 

মানববন্ধনে অংশ নেয়া গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া বলেন, দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক নির্মাণ কাজ করা হচ্ছে। সড়কটি দুই লেন থেকে উন্নীত করে ৬ লেন করা হচ্ছে। ব্যস্ততম এ সড়ক নির্মাণ করা হলে গোলাকান্দাইল-বালিয়াপাড়া সড়কটি বন্ধ হয়ে যাবে।

তাছাড়া এ সড়ক পথে দৈনিক শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে থাকে। বাইপাস সড়কের উভয়পাশে বসবাসরত কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক পারাপার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে।

গুরুত্বপূর্ণ এ সড়কে রূপগঞ্জের গোলাকান্দাইল ভুমি অফিস সংলগ্ন স্থানে একটি আন্ডারপাস নির্মাণ খুবই জরুরি। তিনি আরো বলেন, চলতি বছর ২৪ এপ্রিল তেজগাঁও সড়ক ভবনের প্রকল্প পরিচালক এবং ২০২৪ সালে ৬ মার্চ সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করা হয়েছে।

তারপরও কোনো গুরুত্ব না দেয়ায় সোমবার এলাকার কয়েক হাজার শিক্ষার্থী ও এলাকাবাসী আন্ডারপাস নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ঢাকা বাইপাস সড়কের উভয়পাশে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয়, ৪টি কিন্ডারগার্টেন, ৩টি মাদ্রাসা ও এতিমখানা, হাজার বছরের গোলাকান্দাইল হাট-বাজার, ৬টি মসজিদ রয়েছে।

এ সড়ক পারাপার হতে গিয়ে যানবাহনের নিচে চাপা পড়ে গত ৪ বছরে ৩জন নিহত হয়েছেন। এ জনদুর্ভোগ নিরসনে একটি আন্ডারপাস নির্মাণ খুবই জরুরি বলে এলাকাবাসী দাবি করেন।   

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীনা আক্তার, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো.

হানিফ মোল্লা, গোলাকান্দাইল ইউপি সদস্য তপন ঘোষ, জামাল হোসেন, নুরজাহান বেগম, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি রজব আলী ফকির, শাহিন মিয়া, রমজান মিয়া, গোলাকান্দাইল উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক মোল্লা, সমাজকর্মী জামান মিয়া সহ আরো অনেকে। পরে বিক্ষোভকারীরা ঢাকা বাইপাস সড়কে বিক্ষোভ মিছিল করে গোলচত্বর গিয়ে শেষ করেন।  

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এলাকাবাসীর দাবি যৌত্তিক। ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকায় একটি আন্ডারপাস নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগে লিখিত আকারে দাবি জানানো হবে। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ এল ক ব স র পগঞ জ এ সড়ক

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে মান্নানের মনোনয়ন বাতিলের কর্মসূচিতে জাসাসের অংশগ্রহণ

সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছে সিদ্ধিরগঞ্জ থানা জাসাস নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব মোহাম্মদ আকাশ প্রধান এর নেতৃত্বে শতাধিক নেতা কর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন। 

সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের শত শত নেতাকর্মী উক্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে তাদের প্রতিক্রিয়া জানান এবং অভিলম্বে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি কর্তৃক ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে শিক্ষিত ও পরীক্ষিত ত্যাগী নেতাকে মনোনয়ন দেয়ার আহ্বান জানান তারা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নেত্রকোনায় জাতীয় দলের ফুটবলারকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ
  • মানববন্ধনে অংশগ্রহকারীরা স্বেচ্ছাসেবক দলের নয়, গিয়াসের লোক : রিপন
  • সিদ্ধিরগঞ্জে মান্নানের মনোনয়ন বাতিলের কর্মসূচিতে জাসাসের অংশগ্রহণ
  • বন্দরে সড়ক দূর্ঘটনায় অটো চালক নিহত 
  • ট্রাভেল এজেন্সি নিবন্ধন খসড়া আইন সংশোধনের দাবি
  • চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী ওয়াসার কর্মচারীদের বিক্ষোভ
  • হাসপাতালের কর্মচারীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন, কর্মবিরতির ডাক
  • পদোন্নতি-নিয়োগ নিয়ে অসন্তোষ, আজ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন
  • সিরাজগঞ্জে ‘যমুনা’ নামে নতুন উপজেলার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
  • পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবিতে মানববন্ধন