ভারত-পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতি ও সামরিক মহড়া উপমহাদেশের ক্রিকেট সফরে প্রভাব ফেলেছে আগেই। গত পরশু রাতে পাকিস্তানের মাটিতে ভারতের বিমান ও মিসাইল হামলার মধ্য দিয়ে সামরিক লড়াইয়ে জড়িয়ে পড়েছে দেশ দুটি। পাল্টাপাল্টি হামলায় বাংলাদেশ দলের পাকিস্তান সফর ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করা হলেও এ ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত বিসিবি। তবে দুই দেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার নীতি গ্রহণ করেছে বোর্ড। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, ভারত-পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিসিবি গতকাল বেশি উদ্বিগ্ন ছিল পাকিস্তান সুপার লিগ খেলা (পিএসএল) জাতীয় দলের দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে। ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস ফোনে দুই ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হওয়ার পর স্বস্তি ফেরে। বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘আমাদের দুই ক্রিকেটার ভালো আছে। নিরাপত্তা নিয়ে তারা কেউ উদ্বিগ্ন না। নাহিদ রানা ও রিশাদ হোসেনের সঙ্গে যোগাযোগ রেখেছে বাংলাদেশ দূতাবাস। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকেও আমাদের আশ্বস্ত করা হয়েছে।’ 

পিএসএলের চলতি মৌসুমের প্রথম থেকেই লাহোর কালান্দার্সে খেলছেন লেগস্পিনার রিশাদ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শেষ করে পেশোয়ার জালমিতে যোগ দেন ফাস্ট বোলার নাহিদ রানা। এ দুই ক্রিকেটারের নিরাপত্তা ইস্যু নিয়ে বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘পিএসএলে খেলা দুই ক্রিকেটারের নিরাপত্তা বিসিবির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিসিবি সভাপতি ফারুক আহমেদ পিএসএল সিইও সালমান নাসিরের সঙ্গে ব্যক্তিগত পর্যায় থেকে যোগাযোগ করলে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।’ 

ভারতের সামরিক হামলার পরও দেশি-বিদেশি ক্রিকেটার নিয়ে পিএসএলের খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও কারও পিএসএল ছেড়ে দেশে ফেরার কথা জানা যায়নি। দেশটি বিমান পরিষেবা ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়ায় পাকিস্তান ছাড়ার সুযোগও নেই আন্তর্জাতিক ক্রিকেটারদের। তবে উদ্ভূত পরিস্থিতিতে ম্যাচ ভেন্যুতে পরিবর্তন আনা হয়েছে। ৭ থেকে ১০ মে রাওয়ালপিন্ডিতে হবে খেলা। 

পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে দুই ক্রিকেটারের নিরাপত্তা ছাড়াও জাতীয় দলের সফর নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে। ২৫ মে থেকে ৩ জুন ফয়সালাবাদ ও লাহোরে পাঁচ ম্যাচ টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ভারত-পাকিস্তানের সামরিক হামলার ঘটনায় বাংলাদেশ দলের সফর নিয়ে করণীয় সম্পর্কে জানতে চাওয়া হলে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন বলেন, ‘আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিতে থাকব। আমরা দেখব, পরিস্থিতি কোন দিকে গড়ায়। সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সবার সঙ্গে যে রকম যোগাযোগ হয়, পাকিস্তানের সঙ্গেও সে রকম হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এখনও কোনো কিছু বলেনি। ক্রিকেট সম্পর্কিত ইস্যুগুলো স্বাভাবিক আছে।’

বিসিবির একজন কর্মকর্তা জানান, পিএসএলে বিদেশি ক্রিকেটারদের থাকা-না থাকার ওপর নির্ভর করছে বাংলাদেশ দলের সফর। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘নিরাপত্তা নিয়ে যে দেশগুলো বেশি সতর্ক থাকে, সে রকম কয়েকটি দেশের ক্রিকেটার খেলছে পিএসএলে। সেই দেশগুলো কী ধরনের সিদ্ধান্ত নেয়, সেদিকে নজর রাখা হচ্ছে। বিদেশি ক্রিকেটাররা পাকিস্তান ছেড়ে গেলে বিসিবির সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।’ 

পাকিস্তান জিও টিভির ক্রীড়া সাংবাদিক সোহেল ইমরান লাহোর থেকে সমকালকে জানান, ভারতের হামলা নিয়ে উদ্বেগ থাকলেও ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ হচ্ছে না। তিনি বলেন, ‘সামরিক হামলার বিষয়টি উদ্বেগের। এখানে সবাই দুশ্চিন্তার ভেতরে আছে। আমরা কেউ জানি না, সামনে কী হবে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি শুরু হতে ১৭ দিন বাকি। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে।’ 

বাংলাদেশ দল পাকিস্তান সফরের আগে আরব আমিরাতের বিপক্ষে শারজাহতে দুই ম্যাচ টি২০ সিরিজ খেলবে ১৭ ও ১৯ মে। এ লক্ষ্যে ১৪ মে দুবাই যাওয়ার কথা লিটন কুমার দাসদের। সেখান থেকে ২০ মে লাহোর যাওয়ার পরিকল্পনা টাইগারদের।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসএল ল দ শ দল পর স থ ত প এসএল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (৭ মে ২০২৫)

সকালে বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ। রাতে আইপিএল, পিএসএল ও চ্যাম্পিয়নস লিগ।২য় বেসরকারি ওয়ানডে????

বাংলাদেশ ‘এ’–নিউজিল্যান্ড ‘এ’
সকাল ৯–৩০ মি. ???? টি স্পোর্টস

ত্রিদেশীয় নারী ওয়ানডে????

দক্ষিণ আফ্রিকা–ভারত
সকাল ১০–৩০ মি. ????শ্রীলঙ্কা ক্রিকেট ইউটিউব চ্যানেল

আইপিএল????

কলকাতা নাইট রাইডার্স–চেন্নাই সুপার কিংস
রাত ৮টা ????টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

পিএসএল????

ইসলামাবাদ ইউনাইটেড–কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
রাত ৯টা ????নাগরিক টিভি

উয়েফা চ্যাম্পিয়নস লিগ⚽

সেমিফাইনাল: ফিরতি লেগ
পিএসজি–আর্সেনাল
রাত ১টা ????সনি স্পোর্টস টেন ২

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ দলের পাকিস্তান সফর এখনই স্থগিত নয়
  • ভারত–পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি: পিএসএল ও আইপিএলের ভাগ্যে কী আছে
  • পাকিস্তানে নাহিদ ও রিশাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি
  • পাকিস্তানে যুদ্ধাবস্থা, বিসিবির পর্যবেক্ষণে নাহিদ-রিশাদের নিরাপত্তা
  • আজ টিভিতে যা দেখবেন (৭ মে ২০২৫)