পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, সেনাবাহিনী গতরাতে ৪৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আজ শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে, গতরাতের হিসাবসহ পাকিস্তান কর্তৃক ভূপাতিত ভারতীয় ড্রোনের মোট সংখ্যা ৭৭-এ দাঁড়িয়েছে। খবর বিবিসি, আল জাজিরার

গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২৫টি হারপ ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। 

গত মঙ্গলবার রাত ১টার পর ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালায় ভারত। ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণে নিহত হন ৩১ জন। এতে আহত হয়েছেন আরও ৫৭ জন। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতেই নিয়ন্ত্রণ রেখার কাছে (এলওসি) পাকিস্তানি সেনারা গোলাবর্ষণ করেছে। এতে ১৬ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

আজ দুপুরে পাকিস্তানের নিরাপত্তা সূত্র টেলিভিশন চ্যানেলটিকে জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে।

এদিকে ভারতের হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে গতকাল পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-৩০ ও অন্যটি মিগ-২৯ যুদ্ধবিমান। সু-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি। তবে আজ শুক্রবার আরও দুটি বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। 

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন ভ প ত ত কর র দ ব

এছাড়াও পড়ুন:

আইপিএলের পর এবার পিএসএলও স্থগিত

ভারত-পাকিস্তান বিরোধের জেরে এবার স্থগিতই হয়ে গেল পিএসএল। এর আগে গতকাল পিএসএলের একটি ম্যাচ স্থগিত করার পর টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের বাকি থাকা ৮ ম্যাচ আর হচ্ছেই না। নির্দিষ্ট কোনো সময়ের জন্য নয়, পিএসএল স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। এর আগে পাকিস্তান-ভারত রাজনৈতিক উত্তেজনার জেরে এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয় ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল।

পিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতির অবনতি ঘটেছে। ভারতে থেকে ছোড়া ৭৮টি ড্রোন সীমান্ত অতিক্রম করেছে এবং ভূমি থেকে ভূমিতে আঘাত হানার ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে।’

পিসিবির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের এই বেপরোয়া আগ্রাসন এমন একপর্যায়ে পৌঁছেছে, যেখানে পুরো জাতির দৃষ্টি ও আবেগ এখন দেশের সাহসী সশস্ত্র বাহিনীর দিকে, যারা নির্ভীকভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় লড়ছেন। পিসিবি এবং খেলোয়াড়রা শহীদ পরিবারের সদস্যদের এবং জাতির সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে।’

বিবৃতিতে পিএসএলের সঙ্গে জড়িত সকল পার্টনার, ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়, ব্রডকাস্টার, স্পন্সর এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়েছে পিসিবি। খুব দ্রুতই খেলাধুলা আবার মানুষের মুখে হাসি ফোটাবে এমন আশ্বাসও দেয়া হয়েছে। বিদেশি খেলোয়াড়দের তাদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেয়ার ব্যাপারেও সংকল্পের কথা জানিয়েছে পিসিবি।
 
পিএসএলে বাংলাদেশ থেকে খেলতে গিয়েছিলেন নাহিদ রানা এবং রিশাদ হোসেন। এছাড়া নাহিদ-রিশাদদের খেলা কভার করতে সেখানে ছিলেন ২ জন বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকও। তাদের সবাইকে একসঙ্গে দেশে ফিরিয়ে আনা হচ্ছে আজ। পাকিস্তান থেকে দুবাই হয়ে দেশে ফিরছেন তারা।

সম্পর্কিত নিবন্ধ