উন্নতমানের মোটা বালু ও পাথরে সমৃদ্ধ উত্তরের জেলা পঞ্চগড়। এক সময় এ জেলা থেকে বিভিন্ন স্থানে বালু পরিবহনের জন্য একমাত্র বাহন ছিল ছোট-বড় ট্রাক। এ বাহনে পঞ্চগড় থেকে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বালু পাঠাতে ভাড়া বাবদ অতিরিক্ত টাকা গুনতে হতো। এতে বালুর দাম বেড়ে
যেত কয়েক গুণ। জুন মাস থেকে বালু পরিবহনে ব্যবহার হচ্ছে রেলপথ। এতে পরিবহন খরচ কমে গেছে এবং জেলার বালু ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। পাশাপাশি উত্তরাঞ্চলের অর্থনীতিতে উন্মোচিত হয়েছে নতুন দ্বার।
পঞ্চগড়ে মাটি খুঁড়লেই পাওয়া যায় পাথর আর ২ দশমিক ৫ গ্রেডের মোটা বালু। জেলার ৩৪টি নদনদী থেকেও কয়েক হাজার টন উন্নতমানের বালু এবং নুড়িপাথর উত্তোলন করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ ট্রাকে করে কোটি টাকার বালু দেশের বিভিন্ন জেলায় পরিবহন করা হয়। এতে সরকার রাজস্ব বাড়ার পাশাপাশি লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। কর্মসংস্থান হয়েছে শ্রমিকদের। তেলের দাম বেড়ে যাওয়া , দক্ষ চালক সংকট, সড়কে দুর্ঘটনা, পথে পথে চাঁদাবাজিসহ নানা কারণে ট্রাকে বালু পরিবহনে অতিরিক্ত খরচ গুনতে হয় সংশ্লিষ্টদের।
গত মাসের ৩ জুন থেকে রেলপথে শুরু হয়েছে বালু পরিবহন। পঞ্চগড়ের কমলাপুর এলাকা থেকে ট্রেনে বালু পরিবহন করা হচ্ছে। সরেজমিন দেখা গেছে, পঞ্চগড় রেলস্টেশনের পাশেই বগিতে বালু লোড করা হচ্ছে। দুই-চারটি করে বগি স্টেশনের মূল লাইনে সংযোগ করা হয়। এভাবে একযোগে ৩০টি বগি নিয়ে বালুভর্তি একটি ট্রেন পঞ্চগড় ছেড়ে যাচ্ছে প্রতিদিন।
উপজেলা সদরের সাতমেড়া এলাকায় বালু ব্যবসায়ী তরিকুল ইসলাম বলেন, ১০ থেকে ১৫ হাজার টাকার বালু ১০ চাকার ট্রাকে ঢাকা, গাজীপুর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, নাটোর, নওগাঁ, বগুড়ায় পরিবহন করতে গুনতে হয় ৪০ থেকে ৪৫ হাজার টাকা। অনেক সময় ট্রাক পাওয়া যায় না। তখন ভোগান্তিতে পড়তে হয়। তবে রেলপথে একই পরিমাণ বালু পরিবহনে খরচ হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। যমুনা সেতু দিয়ে সরাসরি রেলপথে পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত বালু পাঠানো গেলে পরিবহন খরচ ২০ থেকে ২৫ শতাংশ কমে যাবে বলে জানিয়েছেন এ ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা।
পঞ্চগড় রেলস্টেশনের স্টেশনমাস্টার মাসুদ পারভেজ বলেন, পণ্য পরিবহনে মালবাহী ট্রেনের ওপরও রেলওয়ে কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে। এরই মধ্যে বালু পরিবহনের জন্য একটি মালবাহী ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এতে স্থানীয় ব্যবসায়ীরা নির্দিষ্ট সময় গন্তব্যে বালু পাঠাতে পারছেন। প্রয়োজনে ট্রেনে আরও নতুন বগি সংযোগ করা হবে।
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, পঞ্চগড় থেকে উন্নতমানের বালু দেশের বিভিন্ন স্থানে যায়। স্থানীয় অর্থনীতির বড় একটি অংশের জোগান আসে বালু ও পাথর থেকে। এ পণ্য রেলপথে পরিবহন হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবস য় পর বহন র লপথ
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২ জুলাই ২০২৫)
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু আজ। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও শুরু হচ্ছে আজ।
১ম ওয়ানডেবাংলাদেশ-শ্রীলঙ্কা
বেলা ৩টা, টি স্পোর্টস
ডর্টমুন্ড-মন্তেরেই
সকাল ৭টা, ডিএজেডএন ওয়েবসাইট ও অ্যাপ
ইংল্যান্ড-ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫
২য় রাউন্ড
বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২