সামিটের দুই বিদ্যুৎ কোম্পানির এমডি হলেন রিয়াজ উদ্দীন
Published: 1st, July 2025 GMT
বেসরকারি খাতে শীর্ষ বিদ্যুৎ উৎপাদনকারী গোষ্ঠী সামিটের দুই বিদ্যুৎ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেলেন মো. রিয়াজ উদ্দীন। কোম্পানি দুটি হচ্ছে সামিট মেঘনাঘাট-১ পাওয়ার কোম্পানি লিমিটেড (৩৩৭ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র) ও সামিট মেঘনাঘাট-২ পাওয়ার কোম্পানি লিমিটেড (৫৮৩ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার সামিট এ কথা জানিয়েছে। এতে বলা হয়, সামিট মেঘনাঘাট-১ পাওয়ার কোম্পানিতে সামিটের সঙ্গে যৌথভাবে অংশীদারত্বে আছে জাপানের জেরা ও তাইয়ো লাইফ ইনস্যুরেন্স। সামিট মেঘনাঘাট-২ পাওয়ার কোম্পানিতে আছে যুক্তরাষ্ট্রের জিই ও জাপানের জেরা।
২০১১ সাল থেকে সামিট গ্রুপের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন রিয়াজ উদ্দীন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে তিনি সামিট মেঘনাঘাট-২ পাওয়ার কোম্পানি লিমিটেডের সিইও এবং সামিট মেঘনাঘাট-১ পাওয়ার কোম্পানি লিমিটেড ও সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানি লিমিটেডের (৩৫২ মেগাওয়াট) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রিয়াজ উদ্দীন ১৯৯২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন, অংশীদারদের সঙ্গে উচ্চপর্যায়ে পর্যালোচনা এবং বিদ্যুৎকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে নেতৃত্বদানে রিয়াজ উদ্দীনের প্রায় ৩২ বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ম ট ম ঘন ঘ ট
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন