খুবিতে নবীনদের বরণে ব্যতিক্রমধর্মী আয়োজন
Published: 1st, July 2025 GMT
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের একাডেমিক যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনে একযোগে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ, নিয়মনীতি, প্রশাসনিক কাঠামো এবং বিশ্ববিদ্যালয়ের মৌলিক দিকগুলোর সঙ্গে পরিচিত করা হয়। অধিকাংশ ডিসিপ্লিনেই ল্যাবরেটরি, লাইব্রেরি, একাডেমিক ও প্রশাসনিক ভবন ঘুরিয়ে দেখানো হয়। এতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভৌত ও একাডেমিক অবকাঠামো সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে।
আরো পড়ুন:
হাবিপ্রবিসাসের অফিসে ছাত্রদলের হামলা, বিচার দাবি চবিসাসের
ইবিতে ফের শিক্ষকের বিরূদ্ধে ছাত্রী হেনস্তাসহ নানা অভিযোগ
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নাট্যমঞ্চে অনুষ্ঠিত হয়। এতে নবাগত শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অংশ নেন।
ডিসিপ্লিন প্রধান সহযোগী অধ্যাপক সারা মনামী হোসেন শিক্ষার্থীদের একাডেমিক ও শৃঙ্খলা সংক্রান্ত দিকনির্দেশনা দেন এবং জানান, র্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।
তিনি বলেন, “শুধু পড়ালেখা নয়, নিয়ম-শৃঙ্খলা, নৈতিকতা ও শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ককে আমরা সমানভাবে গুরুত্ব দিই। শিক্ষার্থীরা যেকোনো সমস্যায় শিক্ষকদের পাশে পাবে।”
অনুষ্ঠানে ডিসিপ্লিনের আউটকাম-বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় এবং পরিচয় পর্বের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সাফায়াত হোসেন।
এছাড়া বিভিন্ন ডিসিপ্লিনে আলাদা সময়সূচিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ওরিয়েন্টেশন হয়। এতে সংক্ষিপ্ত পরিসরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং অন্যান্য কর্মকর্তারা নবাগতদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও নৈতিক কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল হয়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এছাড়াও, খুলনা বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা গ্রহণ করেছে, যেখানে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ে। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মাধ্যমে মেধাবীদের ভর্তি নিশ্চিত করে, বিশ্ববিদ্যালয় তার স্বতন্ত্রতা ধরে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নবাগতদের একাডেমিক কার্যক্রমও নির্ধারিত সময়েই শুরু হয়েছে।
ঢাকা/হাসিবুল/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ র এক ড ম ক অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
খুবিতে নবীনদের বরণে ব্যতিক্রমধর্মী আয়োজন
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের একাডেমিক যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনে একযোগে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ, নিয়মনীতি, প্রশাসনিক কাঠামো এবং বিশ্ববিদ্যালয়ের মৌলিক দিকগুলোর সঙ্গে পরিচিত করা হয়। অধিকাংশ ডিসিপ্লিনেই ল্যাবরেটরি, লাইব্রেরি, একাডেমিক ও প্রশাসনিক ভবন ঘুরিয়ে দেখানো হয়। এতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভৌত ও একাডেমিক অবকাঠামো সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে।
আরো পড়ুন:
হাবিপ্রবিসাসের অফিসে ছাত্রদলের হামলা, বিচার দাবি চবিসাসের
ইবিতে ফের শিক্ষকের বিরূদ্ধে ছাত্রী হেনস্তাসহ নানা অভিযোগ
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নাট্যমঞ্চে অনুষ্ঠিত হয়। এতে নবাগত শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অংশ নেন।
ডিসিপ্লিন প্রধান সহযোগী অধ্যাপক সারা মনামী হোসেন শিক্ষার্থীদের একাডেমিক ও শৃঙ্খলা সংক্রান্ত দিকনির্দেশনা দেন এবং জানান, র্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।
তিনি বলেন, “শুধু পড়ালেখা নয়, নিয়ম-শৃঙ্খলা, নৈতিকতা ও শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ককে আমরা সমানভাবে গুরুত্ব দিই। শিক্ষার্থীরা যেকোনো সমস্যায় শিক্ষকদের পাশে পাবে।”
অনুষ্ঠানে ডিসিপ্লিনের আউটকাম-বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় এবং পরিচয় পর্বের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সাফায়াত হোসেন।
এছাড়া বিভিন্ন ডিসিপ্লিনে আলাদা সময়সূচিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ওরিয়েন্টেশন হয়। এতে সংক্ষিপ্ত পরিসরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং অন্যান্য কর্মকর্তারা নবাগতদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষার্থীদের শুধু পাঠ্য জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না, নেতৃত্ব, প্রযুক্তি, সহনশীলতা ও মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। পাশাপাশি মাদক, যৌন নিপীড়ন ও র্যাগিং থেকে দূরে থাকতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও নৈতিক কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল হয়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এছাড়াও, খুলনা বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা গ্রহণ করেছে, যেখানে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ে। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মাধ্যমে মেধাবীদের ভর্তি নিশ্চিত করে, বিশ্ববিদ্যালয় তার স্বতন্ত্রতা ধরে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নবাগতদের একাডেমিক কার্যক্রমও নির্ধারিত সময়েই শুরু হয়েছে।
ঢাকা/হাসিবুল/মেহেদী