জাতীয় মানবাধিকার কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদে উপপরিচালক সুস্মিতা পাইক এবং মহাসচিব পদে উপপরিচালক মোহাম্মদ তৌহিদ খান নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার কমিশনের প্রধান কার্যালয় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কর্মকর্তাদের উপস্থিতিতে অ্যাসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

এছাড়া সহ-সভাপতি ফারজানা নাজনীন তুলতুল, যুগ্ম মহাসচিব মো.

মোজাফ্ফর হোসেন, সাংগঠনিক সম্পাদক নাঈম চৌধুরী, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক তানবিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশরাত জাহান রিক্তা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে দুই জন হলেন রবিউল ইসলাম ও ইমরান হোসেন। ২০২৩ সালের ১৮ জুন এ সংগঠনের যাত্রা শুরু হয়।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাজধানীতে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিপরীত পাশের সড়কে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদশা প্রথম আলোকে বলেন, আজ ভোর সাড়ে তিনটার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিপরীত পাশের সড়কে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুই তরুণকে উদ্ধার করা হয়। তাঁদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এসআই বাদশা আরও বলেন, ধারণা করা হচ্ছে নিহত দুজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

পুলিশের এই উপপরিদর্শক বলেন, দুর্ঘটনার স্থানটি কাফরুল থানা এলাকায় হওয়ায় ওই থানার পুলিশ ঘটনাটি দেখছে। মাইক্রোবাস ও মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় মানবাধিকার কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • আহমেদ আকবর সোবহানকে দুদকে তলব
  • রাজধানীতে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২