ভারতীয় গণমাধ্যমে দায়িত্বশীল কোনো সাংবাদিকতা নেই: প্রেস সচিব
Published: 10th, May 2025 GMT
ভারতের গণমাধ্যমগুলো বিনোদন মাধ্যমে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমে দায়িত্বশীল কোনো সাংবাদিকতা নেই। বাংলাদেশে ফ্যাসিস্টের পতনে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। এ জন্য তারা আমাদের গণমাধ্যমের সম্প্রচার বন্ধ করেছে। জবাবে আমরা তা করতে চাই না।
শনিবার যশোরের কেশবপুরের পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রেস সচিব। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী ও নেতারা সব চুরি করে বিদেশে নিয়ে গেছে। এখন চলছে ভঙ্গুর অর্থনীতি মেরামতের কাজ।
শফিকুল আলম আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি মো.
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাসসের বিশেষ প্রতিনিধি এস এম রাশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
পুনর্মিলনীতে দূর-দূরান্ত থেকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। পরিবার-পরিজন নিয়ে তাদের উপস্থিতিতে অনুষ্ঠান পরিণত হয় উৎসবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের কবর রচনা করতে চাই : জামায়াত প্রার্থী আনোয়ার
নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেছেন,এই দেশে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের কবর রচনা কর করতে চাই।
শুক্রবার(৫ ডিসেম্বর) বিকেলে জামাতের কাঞ্চন পৌর শাখার আয়োজনে নির্বাচনী গনমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনোয়ার হোসেন মোল্লা বলেন,মুচি থেকে শুরু করে ঠেলাগাড়ি, রিক্সা, ভ্যান চালক সহ সকল মানুষের যথাযথ অধিকার প্রতিষ্ঠা করতে চাই।যারা বেকার আছে সেই বেকারদের বেকারত্ব দূর করে দারিদ্র মোচন করতে চাই।
আর অবকাঠামোগত দিক দিয়ে একটি নতুন ব্যবস্থা চালু করতে চাই যেখানে স্কুল,কলেজ, মাদ্রাসা, মসজিদ ও রাস্তাঘাট পরিকল্পিতভাবে হবে। রূপগঞ্জের মানুষকে এমন একটা গ্যারান্টি দিতে চাই যে, আপনারা শুধু আল্লাহকে ভয় করবেন। আর কাউকে ভয় করতে হবে না।
তিনি বলেন,আমাদেরকে যদি আপনারা বিজয়ী করেন পার্লামেন্টের যদি আমরা ইসলামপন্থীরা সরকার গঠন করতে পারি। সেই সরকারের নমুনা হবে খোলাফায়ে রাশেদীনের মত। যেই খোলাফায়ে রাশিরিন প্রেসিডেন্টদের অনুভূতি ছিল ফোরাদ নদীর তীরেও যদি একটি কুকুর না খেয়ে মরে তাহলেও কাল কেয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। একই অনুভূতি নিয়ে আমরা রাষ্ট্রের পরিচালনা করতে চাই।
এ সময় আরো বক্তব্য রাখেন,জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খাঁন, জেলা আইন সম্পাদক-এডভোকেট ইসরাফিল হোসাইন, জেলা শিবির সভাপতি আকরাম হোসেন, রূপগঞ্জ উত্তর ও পশ্চিম উপজেলা আমীর, আবদুল মজিদ ও মাওলানা ফারুক আহমাদ, দক্ষিণ, উত্তর ও পশ্চিম উপজেলা সেক্রেটারি, আনিসুর রহমান, খাইরুল ইসলাম, মোহাম্মদ হানিফ ভূঁঞা প্রমুখ।