ভারতের গণমাধ্যমগুলো বিনোদন মাধ্যমে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমে দায়িত্বশীল কোনো সাংবাদিকতা নেই। বাংলাদেশে ফ্যাসিস্টের পতনে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। এ জন্য তারা আমাদের গণমাধ্যমের সম্প্রচার বন্ধ করেছে। জবাবে আমরা তা করতে চাই না।

শনিবার যশোরের কেশবপুরের পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রেস সচিব। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী ও নেতারা সব চুরি করে বিদেশে নিয়ে গেছে। এখন চলছে ভঙ্গুর অর্থনীতি মেরামতের কাজ।

শফিকুল আলম আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি মো.

আবদুল হামিদ ফ্যাসিস্ট ছিলেন। তার দেশত্যাগের ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাসসের বিশেষ প্রতিনিধি এস এম রাশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

পুনর্মিলনীতে দূর-দূরান্ত থেকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। পরিবার-পরিজন নিয়ে তাদের উপস্থিতিতে অনুষ্ঠান পরিণত হয় উৎসবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: যশ র ক শবপ র

এছাড়াও পড়ুন:

২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

১-০ গোলে জয় পেল বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ঢাকা স্টেডিয়ামে শেখ মোরছালিনের একমাত্র গোলে বাংলাদেশ দারুণ জয় পায় ভারতের বিপক্ষে।

এই জয়ে দীর্ঘ ২২ বছরের জয় খরা কাটাল বাংলাদেশ। ২০০৩ সালের ১৮ জানুয়ারি সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ২-১ গোলে জয় পায় বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে ৯৮ মিনিটে গোল করেন মতিউর রহমান মুন্না। তার সেই গোল্ডেন গোলেই বাংলাদেশ চলে যায় স্বপ্নের ফাইনালে।

আরো পড়ুন:

দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর

ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

২২ বছর পর আবার সেই একই মাঠে বাংলাদেশ বিজয়ের পতাকা উড়াল ভারতের বিপক্ষে। নিয়ম রক্ষার ম‌্যাচে ভারতকে দারুণ ফুটবল উপহার দিয়ে জিতল বাংলাদেশ। নেপালের বিপক্ষে চোটের কারণে একাদশে ছিলেন না শেখ মোরসালিন। আজ শুরুর একাদশে মাঠে নেমেই গোল করেন তরুণ তুর্কি।

ম্যাচের ১১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেন তিনি। বাঁ পাশ থেকে রাকিব উদ্দিনের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরছালিন।

মাঝের ২২ বছরে ভারত ও বাংলাদেশ ১০টি ম‌্যাচ খেলেছে। যার ছয়টি ড্র, চারটিতে ভারতের জয় ছিল। মোরছালিনের একমাত্র গোল বাংলাদেশকে শুধু জয়-ই নয়, এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ণ ৩ পয়েন্ট এনে দিল। 

ঢাকা/ইয়াসিন/এসবি

সম্পর্কিত নিবন্ধ