ক্যারিয়ারের সবচেয়ে বড় ঝুঁকি নিচ্ছেন আমির
Published: 13th, May 2025 GMT
বলিউড সুপারস্টার আমির খান আবারও চমকে দিলেন সিনেমা বাণিজ্যের নতুন এক কৌশল দিয়ে। তাঁর প্রযোজিত ও অভিনীত আসন্ন সিনেমা ‘সিতারে জমিন পার’ ওটিটি প্ল্যাটফর্মে সরাসরি মুক্তি পাচ্ছে না, বরং ‘পে-পার-ভিউ’ মডেলে ইউটিউবে মুক্তি পাবে বলে খবর প্রকাশ করেছে হলিউড রিপোর্টার ইন্ডিয়া। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২০ জুন, এর আট সপ্তাহ পর এই পদ্ধতিতে মুক্তি পাবে ইউটিউবে। এই সিদ্ধান্ত শুধু প্রচলিত মুক্তি পদ্ধতির বাইরে যাওয়াই নয়, বরং এটি ভারতীয় সিনেমা বাণিজ্যে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ওটিটি প্ল্যাটফর্ম এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। করোনাকালে যেখানে সিনেমা হল বন্ধ, সেখান থেকে মুক্তির প্রধান মাধ্যম হয়ে উঠে ডিজিটাল স্ট্রিমিং। তবে সময়ের সঙ্গে সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মের সংখ্যা বাড়তে থাকায় সাবস্ক্রিপশন নিয়ে দর্শকদের অনেকেই ক্লান্ত—এই ‘সাবস্ক্রিপশন ক্লান্তি’ থেকেই নতুন এই মডেলের জন্ম। তাই ‘পে-পার-ভিউ’ মডেল এমন দর্শকদের জন্য, যাঁরা নির্দিষ্ট একটি ছবি দেখতে চান, কিন্তু মাসিক সাবস্ক্রিপশনের ধাক্কা নিতে চান না। এই মডেলে দর্শক শুধু একটি নির্দিষ্ট ছবির জন্য টাকা দিয়ে সেটা নির্ধারিত সময়ের মধ্যে একবার বা কয়েকবার দেখতে পারবেন। ভারতীয় চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞদের মত, ভারতীয় বাজারে এখনো এই মডেলের বিস্তার কম। কিন্তু যদি আমিরের ছবি সফল হয়, তবে এটি হতে পারে ভবিষ্যতের রূপরেখা।
তবে ভারতের বাণিজ্য বিশেষজ্ঞদের অনেকেই আবার মনে করছেন, ভারতে এই পদ্ধতি প্রয়োগে বেশ কিছু সমস্যা রয়েছে। পাইরেসি, নির্ভরযোগ্য পেমেন্ট সিস্টেমের ঘাটতি এবং দর্শকের মানসিক প্রস্তুতির অভাব। এসব মোকাবিলা করে এই মডেল সফলতা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।
‘সিতারে জমিন পার’ সিনেমার পোস্টার.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন