সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলার অনুমতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১৬ মে) এক বিবৃতিতে তার এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএলে রাউন্ড রবিন পর্বে বাকি আছে মাত্র ৩টি ম্যাচ। এই তিন ম্যাচেই খেলার জন্য এনওসি চেয়েছিলেন মুস্তাফিজ। বিসিবি অনুমতি দিয়েছে ১৮ থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলার জন্য।

তবে শর্ত সাপেক্ষে এনওসি মিলেছে এই বাঁহাতি পেসারের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে খেলতে হবে তাকে। ১৭ মে সেই ম্যাচ খেলেই পরদিন ভারতে পাড়ি দিতে হবে মুস্তাফিজকে। যদিও ১৭ তারিখের ম্যাচ খেলে ১৮ তারিখেই দিল্লির হয়ে মাঠে নামা সম্ভব হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। ওই ম্যাচ খেলতে না পারলেও ২১ ও ২৪ মে দিল্লির দুই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন তিনি। দলটি বর্তমানে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে। প্লে-অফে জায়গা করে নিতে হলে শেষ তিন ম্যাচের অন্তত দুটি জিততেই হবে তাদের।

এবারের আইপিএলের মেগা নিলামে কোনো দল পাননি মুস্তাফিজ। গত বছরের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসও তাকে রিটেইন করেনি। তবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর কিছুটা খেলোয়াড় সংকটে পড়েছে আইপিএল। দিল্লির অনেক খেলোয়াড়ই নাকি এখনও ক্যাম্পে যোগ দেয়নি। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাক গার্কের বদলি হিসেবে দিল্লিতে জায়গা পেয়েছেন মুস্তাফিজ।
 
এবারের আইপিএলে রেকর্ড ৬ কোটি রুপিতে সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। তবে এর পুরো অর্থটা তিনি পাবেন না। ম্যাচ অনুপাতে টাকা পাবেন। দিল্লি ক্যাপিটালসে এর আগেও খেলার অভিজ্ঞতা আছে মুস্তাফিজের।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম স ত ফ জ র রহম ন

এছাড়াও পড়ুন:

মন্টেরেইকে হারিয়ে শেষ আটে বরুশিয়া

ক্লাব বিশ্বকাপে জমে উঠেছে শেষ আটের লড়াই। আর সেই উত্তাপে নতুন মাত্রা যোগ করল বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটি ২-১ গোলে হারিয়েছে মেক্সিকান ক্লাব মন্টেরেইকে। ফলে কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের।

মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই ডর্টমুন্ডের খেলার ধরন ছিল চেনা আগ্রাসী। বল দখল থেকে শুরু করে আক্রমণের গতি, সব ক্ষেত্রেই তারা প্রাধান্য বিস্তার করে। সেই আক্রমণের ফল আসে ১৪ মিনিটেই। কারিম আদেয়েমীর পাস থেকে নিখুঁত ফিনিশে গোল করেন সেরহো গিরাসি।

দশ মিনিট না পেরোতেই আবারও একই জুটি। আদেয়েমীর দারুণ আরেকটি অ্যাসিস্ট থেকে দ্বিতীয়বারের মতো জাল খুঁজে নেন গিনির এই স্ট্রাইকার। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকা ডর্টমুন্ড যেন নিশ্চিত করে নেয় ম্যাচের নিয়ন্ত্রণ।

আরো পড়ুন:

শেষ নৃত্যের অপেক্ষায় থাকা নেইমার ২০২৬ বিশ্বকাপ নিয়ে যা জানালেন

ম্যানসিটিকে থামিয়ে বিশ্বমঞ্চে সৌদি বিস্ময়, গার্দিওলার কণ্ঠে হতাশা

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মন্টেরেই। মাত্র তিন মিনিটের মাথায়, (৪৮ মি.) জার্মান বার্টেরেম এক গোল শোধ করে ব্যবধান কমিয়ে আনেন। এরপর আরও একবার বল জালে পাঠিয়েছিল মেক্সিকান ক্লাবটি। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

শেষ সময়ে রোমাঞ্চ ছড়ান অভিজ্ঞ সার্জিও রামোস। তার হেড পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। আর একটু বাঁক খেলেই হয়তো ম্যাচে সমতা ফিরত। কিন্তু শেষ বাঁশির আগ পর্যন্ত আর গোলের দেখা পায়নি মন্টেরেই। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ডর্টমুন্ড।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ