নিক ক্যালির সেঞ্চুরির ওপর ভর করে প্রথম চার দিনের ম্যাচের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছে নিউজিল্যান্ড ‘এ’ দল। অন্যদিকে, প্রায় সারাদিন বল করেও মাত্র ৫ উইকেট নিতে পারা বাংলাদেশ ‘এ’ দল রয়েছে চাপে।

সিলেটে শুক্রবার তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২১৬ রান। ক্যালি ১১৭ ও মিচেল হেই ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। দলটির লিড দাঁড়িয়েছে ২০৪ রান।

১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে কিউইরা। ১০ রানে প্রথম উইকেট হারানোর পর শতরানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন জো কার্টার ও ক্যালি। কার্টার ৫৮ রানে আউট হলেও ক্যালি ১৬৮ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন।

আরো পড়ুন:

রাকিবুলের ব্যাটে-বলে বাংলাদেশের সিরিজ জয়

মিলল ছাড়পত্র, গ্রুপ পর্বের সব ম্যাচেই মোস্তাফিজকে পাবে দিল্লি

কার্টারের আউটের পর মাঝের তিন ব্যাটারকে দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই সাজঘরে পাঠান টাইগার বোলাররা। এরপর ক্যালি-মিচেল দিন শেষ করে আসেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হাসান মাহমুদ।

এর আগে ৮ উইকেটে ২৪৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। মাত্র ৭ রান যোগ করেই অলআউট হয়ে যায় দলটি। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২৬৮, আর বাংলাদেশ থেমেছে ২৫৬ রানে। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন জোশ কার্কসন। ৩ উইকেট নেন ক্রিস্টিয়ান ক্লার্ক।

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট ন

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা (শুধু এমসিকিউ) আজ শনিবার (১৭ মে) অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা। এ জন্য প্রবেশপত্র ডাউনলোড করার নোটিশ দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল শিক্ষার্থী ১৭/০৫/২০২৫ তারিখের ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ‘পুনঃ পরীক্ষার প্রবেশপত্র’ ডাউনলোড করেননি তাদের প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে। নতুন ডাউনলোডকৃত প্রবেশপত্র ছাড়া কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।

আগামী ১৭ মে (শনিবার) বেলা ৩টা হতে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের বাণিজ্য শাখার পুনঃপরীক্ষা (শুধু এমসিকিউ অংশ) অনুষ্ঠিত হবে। শুধু গত ৮ ফেব্রুয়ারির পরীক্ষায় উপস্থিত বাণিজ্য শাখার শিক্ষার্থীরা লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা পূর্ব নির্ধারিত অঞ্চলে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনকানাডায় বিদেশি শিক্ষার্থীদের আশ্রয় আবেদনে রেকর্ড, আরও বৃদ্ধির সম্ভাবনা২২ ঘণ্টা আগে

গত ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা অনুষদে (ব্যবসায় শিক্ষা ইউনিট, যা ‘গ’ ইউনিট নামে পরিচিত) চলতি শিক্ষাবর্ষে (২০২৪-২৫) প্রথম বর্ষে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হয়। ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তিতে এমসিকিউ পরীক্ষা হয় ৬০ নম্বরের আর লিখিত পরীক্ষা হয় ৪০ নম্বরে। তবে এমসিকিউ প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগ তুলে সুষ্ঠু ফলাফল প্রকাশে পুনরায় পরীক্ষার নেওয়ার জন্য গত ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবরে আবেদন দেন ভর্তি-ইচ্ছুক এক শিক্ষার্থী। এতে ফল না পেয়ে তিনি রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৯ মার্চ হাইকোর্ট কয়েকটি বিষয়ে রুল দেন। রুলে এমসিকিউ পরীক্ষা পুনরায় নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুলে জানতে চাওয়া হয়। একই সঙ্গে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করেন।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভা গত ২৩ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় পুনরায় ব্যবসায় শিক্ষা ইউনিটে শুধু এমসিকিউ পরীক্ষা নেওয়ার বিষয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত হয়। এরপর পুনরায় পরীক্ষার জন্য পদক্ষেপ নিতে অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে আদালতে আবেদন করা হয়।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা: মডেল টেস্ট১৫ মে ২০২৫

সম্পর্কিত নিবন্ধ