ক্যালির সেঞ্চুরিতে সিলেটে চাপে সোহানরা
Published: 16th, May 2025 GMT
নিক ক্যালির সেঞ্চুরির ওপর ভর করে প্রথম চার দিনের ম্যাচের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছে নিউজিল্যান্ড ‘এ’ দল। অন্যদিকে, প্রায় সারাদিন বল করেও মাত্র ৫ উইকেট নিতে পারা বাংলাদেশ ‘এ’ দল রয়েছে চাপে।
সিলেটে শুক্রবার তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২১৬ রান। ক্যালি ১১৭ ও মিচেল হেই ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। দলটির লিড দাঁড়িয়েছে ২০৪ রান।
১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে কিউইরা। ১০ রানে প্রথম উইকেট হারানোর পর শতরানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন জো কার্টার ও ক্যালি। কার্টার ৫৮ রানে আউট হলেও ক্যালি ১৬৮ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন।
আরো পড়ুন:
রাকিবুলের ব্যাটে-বলে বাংলাদেশের সিরিজ জয়
মিলল ছাড়পত্র, গ্রুপ পর্বের সব ম্যাচেই মোস্তাফিজকে পাবে দিল্লি
কার্টারের আউটের পর মাঝের তিন ব্যাটারকে দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই সাজঘরে পাঠান টাইগার বোলাররা। এরপর ক্যালি-মিচেল দিন শেষ করে আসেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হাসান মাহমুদ।
এর আগে ৮ উইকেটে ২৪৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। মাত্র ৭ রান যোগ করেই অলআউট হয়ে যায় দলটি। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২৬৮, আর বাংলাদেশ থেমেছে ২৫৬ রানে। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন জোশ কার্কসন। ৩ উইকেট নেন ক্রিস্টিয়ান ক্লার্ক।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ