প্রথম শ্রেণীর ক্রিকেটার সালমান হোসেন তিন মাসে আগে অনুশীলন করার সময় হাঁটুতে চোট পান। চোটের কারণে পারটেক্সের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলা হয়নি তার। কনজারভেটিভ চিকিৎসা নিয়ে খেলায় ফেরার চেষ্টা করছিলেন। রিহ্যাবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিসিবির ফিজিশিয়ান দেবাশীষ চৌধুরীর সরণাপন্ন হলে ডান হাঁটুর লিগামেন্ট ছেড়ার বিষয়টি জানতে পান সাতক্ষীরার এই পেসার। 

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, ২৭ বছর বয়সী সালমানের হাঁটুর চিকিৎসা বোর্ড করাবে। ভারত বা থাইল্যান্ডে হতে পারে সালমানের হাঁটুর অস্ত্রোপচার।

বিসিবির প্রধান ফিজিশিয়ান দেবাশীষ চৌধুরী বলেন, ‘ছেলেটিকে আমি প্রথম দেখি দেড় মাস আগে। গতকাল (বৃহস্পতিবার) আবার এসেছিল। পুনরায় পর্যবেক্ষণ করার পর অস্ত্রোপচার করাতে বলেছি। পেস বোলার হওয়ায় অস্ত্রোপচার লাগবে। ব্যাটার হলে হয়তো অস্ত্রোপচার না করে খেলতে পারত। এখন কোথায় চিকিৎসা হবে তা জানি না। কাল অফিসে গেলে জানতে পারব– বিদেশে অস্ত্রোপচার হলে কোন দেশে করাব।’

সালমান হোসেন পাঁচটি প্রথম শ্রেণীর ও তিনটি লিস্ট–এ ম্যাচ খেলেছেন। তিনি চান ভারতে দিন শ পাদিওয়ালের কাছে হাঁটুর অস্ত্রোপচার করাতে। সালমান বলেন, ‘ভারতে দিন শ’র কাছে খালেদ আহমেদ ভাই অপারেশন করিয়েছেন। মো.

মিঠুন ভাইও বলেছেন দিন শ’র কাছে যেতে। তিনি বিসিসিআই’র সঙ্গে সম্পৃক্ত।’

সালমানের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কিভাবে বিসিবি সভাপতিকে রাজি করিয়েছেন। জবাবে ডান হাতি এই পেসার বলেন, ‘সভাপতি স্যার (ফারুক আহমেদ) খুব ভালো মানুষ। দেবাশীষ স্যারের কাছ থেকে অস্ত্রোপচারের প্রেসক্রিপশন নিয়ে সভাপতি স্যারের কাছে গেলে তিনি মাথায় হাত বুলিয়ে বলেছেন, ‘তোমার চিকিৎসা হবে। চিন্তা করো না।’

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ র ক আহম দ

এছাড়াও পড়ুন:

পুঁজিবাজারের উন্নয়নে যৌথ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিএসইসি

দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান উৎস হিসেবে পুঁজিবাজারকে উৎসাহিত করতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতিনিধিদের নিয়ে যৌথ কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার (১ জুলাই) পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে গঠিত যৌথ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় যৌথ কমিটির কার্যক্রম, উদ্যোগ ও পদক্ষেপ আগামীতে দেশের পুঁজিবাজার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে বিএসইসি।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল সদস্য মনোনয়নে বিএসইসির কমিটি

মামুন এগ্রোর ইজিএম: নাম বদলসহ মূল বোর্ডে তালিকাভুক্তির সিদ্ধান্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে গঠিত যৌথ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। কমিটির জ্যেষ্ঠতম সদস্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. এজাজুল ইসলামের সভাপতিত্বে সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংকের মূল ভবনে সভাটি অনুষ্ঠিত হয়।

প্রথম সভায় পুঁজিবাজারের উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও দিক নিয়ে আলোচনা হয়। সেখানে পুঁজিবাজারের উন্নয়নের বিষয়ে প্রধান উপদেষ্টার ‘দেশের বৃহৎ কোম্পানিসমূহ দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে ব্যাংক ঋণের পরিবর্তে পুঁজিবাজারে বন্ড বা শেয়ার ছেড়ে পুঁজি সংগ্রহ করে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ’ শীর্ষক নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 

এছাড়া কার্যপরিধি নির্ধারণ করে পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে গঠিত যৌথ কমিটির কাজের পদ্ধতি প্রণয়ন এবং পরবর্তী করণীয় সংক্রান্ত বিষয়ে সভায় আলোচনা হয়েছে। বিশেষত অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সমন্বিত ও যৌথ উদ্যোগের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান উৎস হিসেবে পুঁজিবাজারকে উৎসাহিতকরণের বিষয়ে সভায় গঠনমূলক আলোচনা হয়েছে। সভায় সরকার ও দেশের অর্থনীতির নিয়ন্ত্রক সংস্থাদ্বয়ের সমন্বয়ের গঠিত উক্ত কমিটির কার্যক্রম, উদ্যোগ ও পদক্ষেপ আগামীতে দেশের পুঁজিবাজার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিএসইসি আশা প্রকাশ করেছে।

সভায় কমিটির সদস্যরা হলেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিএমডি) ইস্তেকমাল হোসেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (গবেষণা) আব্দুল ওয়াহাব, বিএসইসির পরিচালক আবুল কালাম, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ফরিদ আহমেদ, বিএসইসির অতিরিক্ত পরিচালক ইকবাল হোসেইন এবং কমিটির সদস্য সচিব বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক রেজাউল হাসান উপস্থিত ছিলেন।

গত ১৯ জুন প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে বিএসইসি চেয়ারম্যানের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধির সমন্বয়ে যৌথ কমিটি গঠিত হয়েছে। 

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত নিবন্ধ