আড়াই মাস ধরে গাজায় কোনো সহায়তা ঢুকতে দেয়নি ইসরায়েল। পানীয় জল, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি ভয়াবহ আকার নিয়েছে। জ্বালানির অভাবে ধুঁকছে হাসপাতালগুলোও। এর মধ্যেও ফিলিস্তিনের উপত্যকায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার দেশটি। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ইসরায়েলের বিমান হামলায় শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ অবস্থায় গাজায় বহু মানুষ না খেয়ে আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় সফরের শেষ দিন শুক্রবার আবুধাবিতে তিনি এ মন্তব্য করেন। 

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ট্রাম্পের গাজা সম্পর্কে সংক্ষিপ্ত মন্তব্য এমন একসময় এলো, যখন তিনি তাঁর দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফর শেষ করছিলেন। সফরে তিনি বেশ কয়েকটি উপসাগরীয় দেশ ভ্রমণ করলেও গুরুত্বপূর্ণ মিত্র ইসরায়েলকে বাদ দিয়েছেন। যদিও ব্যাপকভাবে আশা করা হয়েছিল, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের ফলে গাজা নিয়ে নতুন ঘোষণা আসতে পারে। পুনরায় সেখানে খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা প্রবেশ শুরু হবে। 

তবে এখনও তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টো গত ৭২ ঘণ্টা ধরে গাজায় ব্যাপক বোমাবর্ষণের ফলে সহিংসতার মাত্রা গত কয়েক সপ্তাহের তুলনায় বেড়েছে। এমন পরিস্থিতিতে উপসাগরীয় সফরের শেষ দিন শুক্রবার ট্রাম্প আবুধাবিতে সাংবাদিকদের বলেন, ‘আমরা গাজার দিকে নজর রাখছি। আমরা অঞ্চলটির যত্ন নেব। সেখানে বহু মানুষ না খেয়ে আছে।’ 

গত ২ মার্চ থেকে গাজায় কোনো সহায়তা ঢুকতে দেয়নি ইসরায়েল। মানবাধিকার সংস্থাগুলো বলেছে, সেখানে গুরুতর খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। এর আগে বৃহস্পতিবার কাতারে মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিনের ভূখণ্ড গাজা দখলে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র গাজা নিয়ে নিলে, এটিকে মুক্ত অঞ্চল (ফ্রিডম জোন) বানালে, আমি মনে করি, আমি গর্বিতই হবো। ভালো কিছু হতে দিন। মানুষজনকে ঘরে রাখুন, যেখানে তারা নিরাপদে থাকবে। হামাসকেও মোকাবিলা করা হবে। চলুন, গাজাকে একটি ‘ফ্রিডম জোন’ হিসেবে তৈরি করি। এখানে যুক্তরাষ্ট্রকে জড়িত হতে দিন।’ 

ট্রাম্পের মন্তব্যের পর বৃহস্পতিবার হামাস জোর দিয়ে বলেছে, বিধ্বস্ত অঞ্চলে পুনরায় মানবিক সহায়তা চালু করা সবচেয়ে বেশি প্রয়োজন। এখানে অন্য কোনো আলোচনা একেবারেই অবান্তর। ট্রাম্প আবারও এই অঞ্চলটি দখল করে ‘একটি মুক্ত অঞ্চল’ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি সতর্ক করে দিয়েছে, গাজা বিক্রয়ের জন্য নয়। 

আলজাজিরা জানায়, ইসরায়েলের সর্বশেষ হামলা উত্তর গাজায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মোহাম্মদ আল-মুগাইর শুক্রবার বলেন, মধ্যরাত থেকে ৫৬ জন নিহত হয়েছেন। বিকেল নাগাদ মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়। এর আগে বুধ ও বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছিল আড়াই শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে ৫৩ হাজার ১১৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১ লাখ ২০ হাজারের কাছাকাছি। 

উত্তর গাজার বাসিন্দা ৫৭ বছর বয়সী উম্মে মোহাম্মদ আল-তাতারি এএফপিকে বলেন, আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমাদের চারপাশের সবকিছু বিস্ফোরিত হয়ে গেল। সবাই এদিক-সেদিক দৌড়াতে শুরু করে। আমরা নিজের চোখে ধ্বংসস্তূপ দেখেছি। সর্বত্র রক্ত, শরীরের বিচ্ছিন্ন অংশ ও মৃতদেহ। আমরা জানতাম না কে মারা গেছে, আর কে এখনও বেঁচে আছে। ৩৩ বছর বয়সী আহমেদ নাসর বলেন, রাতভর বোমাবর্ষণ অব্যাহত ছিল। আমরা ঘুমাতে পারিনি। কোনো নিরাপত্তা নেই। আমরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। 

২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা করে নিয়ে যাওয়া ২৫১ জন জিম্মির মধ্যে ৫৭ জন গাজাতেই রয়ে গেছেন। তাদের মধ্যে ৩৪ জন মারা গেছেন বলে জানিয়েছে সামরিক বাহিনী। 

গাজায় এখনও বন্দি জিম্মিদের পরিবারের প্রতিনিধিত্বকারী ইসরায়েলের প্রধান গ্রুপটি জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের প্রিয়জনদের বের করে আনার একটি ‘ঐতিহাসিক সুযোগ’ হারিয়ে ফেলছেন। 

হোস্টেজস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম এক বিবৃতিতে বলেছে, গাজায় ক্রমবর্ধমান হামলা ও ট্রাম্পের এই অঞ্চলে সফর শেষের খবরে জিম্মিদের পরিবারগুলো সকালে গভীর উদ্বেগ নিয়ে ঘুম থেকে উঠেছিল। এই ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করা হবে একটি বিরাট ব্যর্থতা, যা চিরকাল কুখ্যাতভাবে স্মরণ করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল শ ক রব র ইসর য় ল ইসর য

এছাড়াও পড়ুন:

মুনমুনের উপস্থাপনা এখনও মিস করেন অনেকেই

উপস্থাপনা একটি শিল্প। বর্তমানে এর মান কতটুকু ধরে রাখা যাচ্ছে সেটা একটা বড় প্রশ্ন। দেখা যাচ্ছে যে, বিনোদন জগতের তারকাদেরকে বিভিন্ন উপস্থাপক যেসব প্রশ্ন করেন- তা অনেক সময় নেটিজেনদের কাছে হাস্য-রসের কারণ হয়ে দাঁড়ায়। যদিও এ দায় কেবল উপস্থাপককে দেওয়া চলে না, দর্শক কি গ্রহণ করছেন, কেন গ্রহণ করছেন-তা নিয়েও বিস্তর বলার আছে। যাইহোক, সাবলীল এবং পরিমিতিবোধ সম্পন্ন উপস্থাপনার জন্য রুমানা মালিক মুনমুনকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আলোচনা করছেন।

বাংলা চলচ্চিত্র নামের একটি গ্রুপ পেইজে রহমান মতি নামের একজন রুমানা মালিক মুনমুনকে নিয়ে একটি পোস্ট করার পরেই শুরু হয় তুমুল আলোচনা। রহমান মতি লিখেছেন, ‘‘আজকাল উপস্থাপনাটা সস্তা হয়ে গেছে। লাউ প্রিয় না টমেটো প্রিয় এ সমস্ত প্রশ্ন পর্যন্ত ইন্টারভিউতে উপস্থাপকরা করেন, ব্যক্তিগত জীবনের বিব্রতকর প্রশ্ন তো আছেই। মুনমুনকে কখনো এগুলো বলতে দেখিনি। জনপ্রিয় ‘আমার আমি’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক ছিলেন মুনমুন। হুমায়ুন ফরীদি-র পর্বে তাকে ভদ্রভাবে আগে থেকে জিজ্ঞেস করে বলেছিল-‘আমি কি সুবর্ণা মুস্তাফাকে নিয়ে কোনো প্রশ্ন করতে পারব?’- ফরীদি বলেছিলেন ‘না’। মুনমুন আর কোনো প্রশ্ন করেননি। এই যে অনুমতি নেওয়ার বিষয়টি এত সুন্দর কার্টেসি আজকাল উপস্থাপনায় দেখা যায় না। মুনমুনের ভয়েস আর হাসিও তার উপস্থাপনার সৌন্দর্য ছিল।’

ওই পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘‘এখনকার উপস্থাপনা দেখলে আমার মুনমুন ম্যাম এর কথাই মনে পড়ে, কি সুন্দর ভদ্রতা, বাচনভঙ্গি, কাউকে বিন্দুমাত্র ছোট না করে উপস্থাপনা করা, এছাড়াও তখনকার যারা ছিলো সবাই ভালোভাবে প্রশ্ন করতো, এখনকার সবতো কত নোংরা প্রশ্ন করা যায় সে প্রতিযোগিতায় লিপ্ত।’’

আরো পড়ুন:

মৃত সন্তানকে নিয়ে গুলতেকিন খানের আবেগঘন পোস্ট

নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

মো, জেহাদ নামের একজন লিখেছেন, ‘‘উনি যাদের ইন্টারভিউ নিয়েছেন বর্তমান সময়ের উপস্থাপক/উপস্থাপিকাদের যোগ্যতা নেই তাদের সামনে বসার। এখনকার উপস্থাপকরা তো লিজেন্ডদের সামনেও পা তুলে বসে আর প্রশ্ন করে আপনার মাসিক ইনকাম কতো।’’

তবে মুনমুন কিংবা অপি করিম যেসব তারকাদের সাক্ষাৎকার নিতেন তারা ছিলেন উঁচুমানের শিল্পী, সে কথাও বলছেন নেটিজেনরা। 

একজন লিখেছেন, ‘‘এখানে আরেকটা বিষয় আছে। ওই সময়ের সেলিব্রেটিরাও এখনকার সেলিব্রেটি দের মতো ছিলেন না। এখন তো টিকটকাররাও সেলিব্রিটি তাই প্রশ্ন ও তেমন ই আসে।’’

নেটিজেনদের অনেকেই মুনমুন এবং অপি করিমকে উপস্থাপনায় আবারও দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • মুনমুনের উপস্থাপনা এখনও মিস করেন অনেকেই
  • গুজব, অপপ্রচার, আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে
  • নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে অপপ্রচার চালালে ব্যবস্থা নেওয়ার আহ্বান
  • অন্তর্বর্তী সরকার জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে টালবাহানা করছে: ফরহাদ মজহার
  • নির্মাতা প্রভাত রায় ফের হাসপাতালে
  • ৬ কোটির চুক্তি, মুস্তাফিজ পাবেন কত?
  • ৬ কোটির চুক্তি, কিন্তু মুস্তাফিজ পাবেন কত?
  • প্রস্তুত জেলেনস্কি, পুতিনের উপস্থিতি অনিশ্চিত
  • আইপিএলের জন্য এখনও ছাড়পত্র চাননি মুস্তাফিজ