ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে শান্তির কথা বলছেন এবং হুমকিও দিচ্ছেন।’ শনিবার তেহরানে এক নৌবাহিনীর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, ‘আমরা কোনটা বিশ্বাস করব? একদিকে তিনি শান্তির কথা বলছেন, অন্যদিকে সর্বাধুনিক গণবিধ্বংসী অস্ত্র দিয়ে হুমকি দিচ্ছেন।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান পারমাণবিক আলোচনা চালিয়ে যাবে জানিয়ে পেজেশকিয়ান বলেন, ‘হুমকিকে ভয় পায় না। আমরা যুদ্ধ চাই না।’

আগের দিন শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ইরানের কাছে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব দিয়েছে। ইরান জানে দীর্ঘদিনের এই বিরোধ নিষ্পত্তির জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।

সংযুক্ত আরব আমিরাত ত্যাগের পর মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ওই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের (ইরানের) যে দ্রুত কিছু করা দরকার, তা তারা জানে। না হলে খারাপ কিছু ঘটবে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকছি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, তেহরান যুক্তরাষ্ট্রের কোনো প্রস্তাব পায়নি। তিনি আরও বলেন, ‘কোনো পরিস্থিতিতেই ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কষ্টসাধ্য অধিকার ত্যাগ করবে না…’।

ইরান নিজের ‘বৈধ অধিকার থেকে পিছপা হবে না’ জানিয়ে পেজেশকিয়ান বলে, ‘আমরা দমন নীতির কাছে মাথা নত করিনি। তাই তারা (যুক্তরাষ্ট্র) বলে আমরা এই অঞ্চলে অস্থিতিশীলতার উৎস।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলছে। গত শনিবার (১০ মে) ওমানে চতুর্থ দফার আলোচনা হয়েছে। আরও আলোচনা হবে। তবে পঞ্চম দফার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যারা ছোট পর্দায় কাজ করি, সবারই লক্ষ্য থাকে বড় পর্দা: জোভান

ফারহান আহমেদ জোভান

সম্পর্কিত নিবন্ধ