প্রথমবার পাকিস্তান সুপার লিগে খেলার অপেক্ষায় মেহেদী হাসান মিরাজ। লাহোর কালান্দার্সের জার্সিতে পিএসএল খেলার সুযোগ হতে যাচ্ছে তার। বিসিবি তাকে দিয়েছে অনাপত্তিপত্র। ২২ থেকে ২৫ মে পর্যন্ত মিরাজ পিএসএলে থাকার অনুমতি পেয়েছেন। এজন্য আগামীকালই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবেন জাতীয় দলের স্পিন বোলিং অলরাউন্ডার।

সিকান্দার রাজার রিপ্লেসমেন্ট হিসেবে মিরাজকে নিয়েছে লাহোর। গতকাল রোববার (১৮ মে), পেশাওয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করে তারা উঠেছে প্লে-অফে। ২২ মে এলিমিনেটর ম্যাচে খেলবে লাহোর।

এই ম্যাচে জিতলে লাহোর সেকেন্ড কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে। এরপর পেতে পারে ফাইনালের টিকিট। আপাতত, মিরাজ কেবল এক ম্যাচের জন্য যাচ্ছেন। তবে দল জিতলে ধাপে ধাপে ম্যাচ সংখ্যা বাড়তে পারে। ২৫ মে লাহোরেই পিএসএলের পর্দা নামবে।

আরো পড়ুন:

বাবর আজমের অন্যরকম সেঞ্চুরি

নারী ও পুরুষ উভয় এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহার

মিরাজ লাহোর কালান্দার্সে সতীর্থ হিসেবে পাচ্ছেন সাকিব আল হাসানকে। লম্বা সময় পর ক্রিকেটে ফিরে গতকাল সাকিব লাহোরের জার্সিতে প্রথম ম্যাচ খেলেন। ব্যাট-বলে ভালো দিন কাটাননি তিনি। ব্যাটিংয়ে গোল্ডেন ডাক পেয়েছেন। বোলিংয়ে ১৮ রানে ছিলেন উইকেটশূন্য।

রিশাদ হোসেন, সাকিবের পর মিরাজের ঠিকানা হলো লাহোর। প্রথমবার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তার। রাইজিংবিডিকে মিরাজ বলেছেন, ‘‘নকআউটের জন্য তারা আমাকে নিচ্ছে। বিসিবিতে এনওসির আবেদন করেছি। আজই পেয়ে যাওয়ার কথা। হলে আগামীকাল চলে যাবো।’’

মিরাজ এখন পর্যন্ত সব মিলিয়ে ১৫৩ টি-টোয়েন্টি খেলে ৭.

৫৫ ইকোনমিতে নিয়েছেন ১০৭ উইকেট। ব্যাট হাতে আছে ৭টি ফিফটিসহ ২০৯৯ রান। শেষ বিপিএলে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মিরাজ। তবুও জাতীয় দলে তার জায়গা হয়নি। এবার নতুন এক অভিজ্ঞতা পেতে যাচ্ছেন তিনি।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলে প্রথমবারের মতো চালু হলো অক্সফোর্ড একিউএ প্রি-স্কুল প্রোগ্রাম

দেশে উইটন ইন্টারন্যাশনাল স্কুল ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু করল আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও গবেষণাভিত্তিক অক্সফোর্ড অ্যাসেসমেন্ট অ্যান্ড কোয়ালিফিকেশনস অ্যালায়েন্স (একিউএ) আর্লি ইয়ার্স প্রোগ্রাম।

গত বৃহস্পতিবার ঢাকার লালমাটিয়ায় অবস্থিত উইটন ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্যোগের উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন অক্সফোর্ড একিউএর ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু কম্বি। সভাপতিত্ব করেন উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের হেড অব স্কুলস আবদুল্লাহ জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অক্সফোর্ড একিউএর ট্রেনিং অ্যান্ড সাপোর্ট বিভাগের টিম লিডার ম্যাট ম্যাকগ্রেগর, বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা, উইটন ইন্টারন্যাশনাল স্কুলের জুনিয়র শাখার ভাইস প্রিন্সিপাল সৈয়দা মিরা তাবাসসুম, সিনিয়র শাখার ভাইস প্রিন্সিপাল পারভীন কাদের এবং গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল কর্নেল আলাউল কবিরসহ স্কুলের শিক্ষকেরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উইটন ইন্টারন্যাশনাল স্কুলের আর্লি ইয়ার্স অ্যান্ড জুনিয়র স্কুলের ভাইস প্রিন্সিপাল মহসিনা শারমিন নিশাত।

শিশুশিক্ষায় বিশ্বমানের সূচনা

যুক্তরাজ্যে চারটি শিক্ষা বোর্ড ব্রিটিশ কারিকুলামে পাঠদান করে। সেগুলো হলো ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই), পিয়ারসন এডেক্সেল, অক্সফোর্ড একিউএ এবং ওসিআর। এর আগে বাংলাদেশে প্রথম দুটি কারিকুলাম বিদ্যমান থাকলেও তৃতীয়টি শুরু হলো উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলে বাস্তবায়নের মাধ্যমে।

অক্সফোর্ড একিউএ আর্লি ইয়ার্স প্রোগ্রাম কী

এ প্রোগ্রামটি মূলত দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য তৈরি একটি কাঠামোবদ্ধ ও গবেষণাভিত্তিক পাঠ্যক্রম, যা যুক্তরাজ্যের আর্লি ইয়ার্স ফাউন্ডেশন স্টেজ (ইওয়াইএফএস) কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখন থেকে এ প্রোগ্রামটি বাংলাদেশের শিশুদের জন্যও সহজলভ্য হলো।

প্রোগ্রামটির সাতটি মূল ক্ষেত্র—ব্যক্তিগত, সামাজিক ও মানসিক বিকাশ, ভাষা ও যোগাযোগ, শারীরিক দক্ষতা, সাহিত্য ও পঠন অভ্যাস, প্রাথমিক গণিত, পরিবেশ ও বৈশ্বিক জ্ঞান এবং শিল্প ও সৃজনশীলতা।

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের হেড অব স্কুলস আবদুল্লাহ জামান

সম্পর্কিত নিবন্ধ

  • পিএসএল খেলতে বিসিবির অনুমতি পেলেন মিরাজ
  • প্রথমবারের মতো নজরুল কনসার্ট, গাইবে দশ ব্যান্ড
  • প্রথমবারের মতো শাবিপ্রবিতে হতে যাচ্ছে আন্তর্জাতিক চা প্রদর্শনী
  • চবিতে প্রথমবারের মতো হাল্ট প্রাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • শিরোপার স্বাদে মিষ্টিমুখ মোহামেডানে
  • ১০৬ বছর পর যুক্তরাষ্ট্রের ঋণমান কমাল মুডিস, কারণ কী
  • শীর্ষ তিন বিজয়ীর অভিজ্ঞতা, আবেগ ও অর্জনের গল্প
  • উইটন ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলে প্রথমবারের মতো চালু হলো অক্সফোর্ড একিউএ প্রি-স্কুল প্রোগ্রাম
  • ভারত যেভাবে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিলো