প্রথমবার পাকিস্তান সুপার লিগে খেলার অপেক্ষায় মেহেদী হাসান মিরাজ। লাহোর কালান্দার্সের জার্সিতে পিএসএল খেলার সুযোগ হতে যাচ্ছে তার। বিসিবি তাকে দিয়েছে অনাপত্তিপত্র। ২২ থেকে ২৫ মে পর্যন্ত মিরাজ পিএসএলে থাকার অনুমতি পেয়েছেন। এজন্য আগামীকালই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবেন জাতীয় দলের স্পিন বোলিং অলরাউন্ডার।

সিকান্দার রাজার রিপ্লেসমেন্ট হিসেবে মিরাজকে নিয়েছে লাহোর। গতকাল রোববার (১৮ মে), পেশাওয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করে তারা উঠেছে প্লে-অফে। ২২ মে এলিমিনেটর ম্যাচে খেলবে লাহোর।

এই ম্যাচে জিতলে লাহোর সেকেন্ড কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে। এরপর পেতে পারে ফাইনালের টিকিট। আপাতত, মিরাজ কেবল এক ম্যাচের জন্য যাচ্ছেন। তবে দল জিতলে ধাপে ধাপে ম্যাচ সংখ্যা বাড়তে পারে। ২৫ মে লাহোরেই পিএসএলের পর্দা নামবে।

আরো পড়ুন:

বাবর আজমের অন্যরকম সেঞ্চুরি

নারী ও পুরুষ উভয় এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহার

মিরাজ লাহোর কালান্দার্সে সতীর্থ হিসেবে পাচ্ছেন সাকিব আল হাসানকে। লম্বা সময় পর ক্রিকেটে ফিরে গতকাল সাকিব লাহোরের জার্সিতে প্রথম ম্যাচ খেলেন। ব্যাট-বলে ভালো দিন কাটাননি তিনি। ব্যাটিংয়ে গোল্ডেন ডাক পেয়েছেন। বোলিংয়ে ১৮ রানে ছিলেন উইকেটশূন্য।

রিশাদ হোসেন, সাকিবের পর মিরাজের ঠিকানা হলো লাহোর। প্রথমবার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তার। রাইজিংবিডিকে মিরাজ বলেছেন, ‘‘নকআউটের জন্য তারা আমাকে নিচ্ছে। বিসিবিতে এনওসির আবেদন করেছি। আজই পেয়ে যাওয়ার কথা। হলে আগামীকাল চলে যাবো।’’

মিরাজ এখন পর্যন্ত সব মিলিয়ে ১৫৩ টি-টোয়েন্টি খেলে ৭.

৫৫ ইকোনমিতে নিয়েছেন ১০৭ উইকেট। ব্যাট হাতে আছে ৭টি ফিফটিসহ ২০৯৯ রান। শেষ বিপিএলে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মিরাজ। তবুও জাতীয় দলে তার জায়গা হয়নি। এবার নতুন এক অভিজ্ঞতা পেতে যাচ্ছেন তিনি।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।

অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।

এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।

দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।

২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ দাবিই পূরণ চান অনশনরত জবি শিক্ষার্থীরা
  • জকসুর রোডম্যাপ ঘোষণা, নির্বাচন ২৭ নভেম্বর
  • অস্ট্রেলীয় সাংবাদিকের প্রশ্নে কেন চটে গেলেন ট্রাম্প, আলবানিজের কাছে নালিশেরও হুমকি দিলেন
  • সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় পাকিস্তানি তারকা হানিয়া আমির
  • গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল: প্রথমবারের মতো বলল জাতিসংঘ
  • ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া