বি-আর পাওয়ারজেন লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পুনঃনিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ।
পদের নাম ও পদসংখ্যা
*ব্যবস্থাপনা পরিচালক (এমডি)

আরও পড়ুনবেসরকারি সংস্থায় চাকরি, বেতন মাসে ২০৩,৭১২-২৫৪,৬৪০ টাকা১৮ মে ২০২৫

আবেদনের যোগ্যতা
পদটির জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমাসহ বিস্তারিত তথ্য জানা যাবে বিজ্ঞপ্তিতে।
চাকরি আবেদনের বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ৪-৬-২০২৫ তারিখে ৫০ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৪-৬-২০২৫ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন।

আরও পড়ুনজ্বালানি ও খনিজ সম্পদের অধীনে নিয়োগ, বেতন স্কেল ৮,৫০০ থেকে ৩৫,৫০০১৮ মে ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যবিপ্রবিতে মাল্টিপারপাস রোভার কর্মশালা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) যশোর জেলা মাল্টিপারপাস রোভার ওয়ার্কশপ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে বাংলাদেশ স্কাউটস যশোর জেলা রোভার শাখার উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন রোভার ইউনিটের সদস্য, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এ আয়োজনে রোভার প্রশিক্ষণ কার্যক্রম, সংগঠন ও সমাজ উন্নয়নমূলক বাস্তবায়িত ও অনাবাস্তবায়িত কাজের পর্যালোচনা, ২০২৫-২৬ সালের কর্মপরিকল্পনা প্রণয়ন, ইউনিট নবায়ন ও সদস্যপদ গ্রহণ প্রক্রিয়া নির্ধারণ এবং রোভার কার্যক্রমের চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা ও গ্রুপ ওয়ার্ক অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

সাম্য হত্যার প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ

জবি শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার দাবি

কর্মশালায় ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে নির্বাহী কমিটির সভা, প্রশিক্ষণ কার্যক্রম, দিবস উদযাপন, বন্যার্তদের সহায়তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় রোভারদের অংশগ্রহণসহ নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমের বিবরণ উপস্থাপন করা হয়।

কর্মশালায় যশোর জেলা রোভার কমিশনার সৈয়দ আজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মো. মফিজুর রহমান।

উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মজিদ বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্বদানে সক্ষম ও আত্ম-নির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে রোভার স্কাউট কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।”

তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য একটি তৃতীয় ভাষা শেখার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সফট স্কিল উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলা হবে।”

ঢাকা/ইমদাদুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট জয় শাকিলের
  • কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্ট জয় শাকিলের
  • বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ভার্চুয়াল রিয়ালিটি প্রদর্শনী
  • হজের সময় চলাচলের পথে ঘুমাবেন না: হজযাত্রীদের প্রতি সৌদি সরকারের পরামর্শ
  • সন্তান প্রতিপালনে ধর্মের দাবি
  • প্রাইম ফাইন্যান্সের প্রথম প্রান্তিকে লোকসান কমেছে ১৪.৭০ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (১৯ মে ২০২৫)
  • এআই ও ক্লাউড প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিল হুয়াওয়ে
  • যবিপ্রবিতে মাল্টিপারপাস রোভার কর্মশালা