নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি
Published: 20th, May 2025 GMT
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনকে দায়িত্ব হস্তান্তরের দাবিতে নগর ভবনের সামনে হাজারো নেতাকর্মী ৭ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন।
মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার আগে থেকেই নেতাকর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথে অবস্থান নেন। আজকে অবস্থান কর্মসূচি চলবে বিকাল ৫টা পর্যন্ত।
‘ঢাকাবাসী’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলররাও এতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
বিক্ষোভকারীরা নগর ভবনের সামনের মূল সড়কে বসে ‘ইশরাককে মেয়র করো’, ‘ইশরাক তোমার ভয় নাই, নগরবাসী তোমার সাথে’, ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না’, ‘ঢাকাবাসীর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন। তারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগও দাবি করছেন।
২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে পরাজিত বিএনপিপ্রার্থী ইশরাক হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করলে চলতি বছরের ২৭ মার্চ আদালত তাকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে আনুষ্ঠানিক মেয়র ঘোষণা করে। কিন্তু দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও তার শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়নি। আন্দোলনকারীদের দাবি, আদালতের নির্দেশনা অনুসারে অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব প্রদান করতে হবে।
রাজধানীর ৫২ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বলেন, ‘‘ইশরাক ভাই হলো আমাদের জনতার মেয়র। তাকে মেয়র ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। শুরুর দিন থেকেই আমাদের ওয়ার্ডের সভাপতি রবিউল ইসলাম দিপু ভাইয়ের নেতৃত্বে প্রায় শখানেক নেতাকর্মী নিয়ে আন্দোলনে আছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা প্রতিদিনের মতো মাঠে থাকবেন এবং প্রয়োজনে আন্দোলন আরও কঠোর রূপ নেবে।’’
করিম হোসেন নামে এক আন্দোলনকারী বলেন, ‘‘ইশরাক হোসেনকে ঘিরে তৈরি হওয়া এই অচলাবস্থা শুধু একটি দায়িত্ব হস্তান্তরের বিষয় নয়, এটি এখন বৃহত্তর রাজনৈতিক ও সাংবিধানিক প্রশ্নে রূপ নিচ্ছে।’’
‘ঢাকাবাসী’ ব্যানারের প্রধান মুখপাত্র মশিউর রহমান বলেন, “আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, তবে সরকার যদি আজকের মধ্যে কোনো উদ্যোগ না নেয়, তাহলে পরিণতির জন্য তারাই দায়ী থাকবে। আদালতের রায়, নির্বাচন কমিশনের গেজেট সব কিছুর পরও দায়িত্ব হস্তান্তর না হওয়া রাষ্ট্রীয় অবহেলার প্রমাণ।”
এদিকে আন্দোলন শুরুর দিন থেকেই নগর ভবনের মূল ফটকে আন্দোলনকারীরা তালা ঝুলিয়ে দিয়েছেন। বন্ধ রাখা হয়েছে ডিএসসিসির প্রতিটি রুম, লিফট এবং জনসেবামূলক সকল কার্যক্রম। ফলে বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রত্যাশীরা ফিরে যাচ্ছেন।
আন্দোলনের কারণে গুলিস্তান, ফুলবাড়িয়া ও বঙ্গবাজার এলাকার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষ, সিএনজি ও রিকশাচালক এবং পথচারীদের ভোগান্তি চরমে উঠেছে। নগর ভবনের সামনের রাজপথ কার্যত অচল হয়ে পড়েছে।
নগর ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। তবে এখনো আন্দোলন প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা/এএএম//
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইশর ক হ স ন অবস থ ন ত কর ম ব এনপ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পাশে থাকবে নরওয়ে
নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে হাইহেইমের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৈঠক করেছেন।
মঙ্গলবার (২০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয়।
বৈঠকের বিষয়ে ঢাকার নরওয়ের দূতাবাস জানায়, বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য নরওয়ের জোরালো সমর্থন, যেখানে যুব ও মহিলাদের ভূমিকা বৃদ্ধি পাবে।
আরো পড়ুন:
পাকিস্তান-বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ, সব ম্যাচ লাহোরে
শ্রীলঙ্কায় ওয়ালটন ব্র্যান্ডের যাত্রা শুরু
বৈঠকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন যুদ্ধ ও ফিলিস্তিনের মানবিক পরিস্থিতি নিয়েও তারা আলোচনা করেন।
মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকা এসেছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে হাইহেইম।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী দুই দিনের বাংলাদেশ সফরকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।
ঢাকা সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি–সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমান ও পরিবেশ বন ও জলবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ঢাকা/হাসান/সাইফ