ভারতীয় ক্রিকেটে হয়তো জাতীয় দলের হয়ে তার যাত্রা খুব বড় নয়, কিন্তু আইপিএলে হার্শাল প্যাটেল নামটাই যেন ধারাবাহিকতা ও নিষ্ঠার প্রতিচ্ছবি। বয়স ৩৪ হলেও গতকাল তিনি এমন এক রেকর্ড গড়লেন, যা তাকে জায়গা করে দিল আইপিএলের ইতিহাসের অন্যতম সফল পেসারদের কাতারে।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এই ডানহাতি পেসার সোমবার (১৯ মে) লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৬তম ওভারে এইডেন মার্করামকে ফিরিয়ে পূর্ণ করলেন ১৫০ উইকেট। তবে বিশেষত্ব এখানে অন্য জায়গায়। তিনি এই মাইলফলক ছুঁয়েছেন মাত্র ‘২ হাজার ৩৮১ বল’ করেই। যা আইপিএল ইতিহাসে সর্বনিম্ন বলের ব্যবধানে ১৫০ উইকেটের রেকর্ড।

এর আগে এই রেকর্ড ছিল লাসিথ মালিঙ্গার দখলে। যিনি ১৫০ উইকেট নিয়েছিলেন ‘২ হাজার ৪৪৪ বল’ করে। আর যুজবেন্দ্র চাহালের লেগস্পিনে এই কৃতিত্ব আসে ‘২ হাজার ৫৪৩ বল’ পরে।

আরো পড়ুন:

পাকিস্তান-বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ, সব ম্যাচ লাহোরে

হায়দরাবাদের তাণ্ডবে লক্ষ্ণৌর স্বপ্নভঙ্গ

যদিও ইনিংসের হিসাবে এখনও সবার ওপরে রয়েছেন মালিঙ্গা। মাত্র ১০৫ ইনিংসেই ১৫০ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। হার্শাল সেই সংখ্যায় পৌঁছেছেন ১১৪ ইনিংসে। আর চাহালের লেগেছে ১১৭ ইনিংস।

হার্শাল প্যাটেলের আইপিএল যাত্রা এক কথায় উজ্জ্বল। ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিনি ৩২ উইকেট নিয়ে জিতেছিলেন পার্পল ক্যাপ। আর ২০২৪ সালে পাঞ্জাব কিংসের হয়ে পেয়েছেন আরও ২৪ উইকেট, যা তাকে দ্বিতীয়বারের মতো দিয়েছে সর্বোচ্চ উইকেটশিকারির মর্যাদা।

সোমবারের ম্যাচে যদিও বল হাতে খুব বেশি উজ্জ্বল ছিলেন না। ৪ ওভারে ৪৯ রান দিয়ে মাত্র ১ উইকেট নেন। তবুও এই পারফরম্যান্স তাকে আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ১৫০ উইক ট

এছাড়াও পড়ুন:

বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলার একটি বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মশিপুর ইউনিয়নের ছোট ইতালি গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আতাউর রহমান (৩৫) নামের একজন গুরুতর আহত হন। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আতাউর কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।।

গতকালের ওই ঘটনার পরপরই ছোট ইতালি গ্রামের বিস্ফোরণস্থল ঘিরে ফেলেন সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও ডিবি সদস্যরা। উদ্ধার করা হয় বেশ কয়েকটি তাজা হাতবোমা। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে উদ্ধার হওয়া হাতবোমাগুলো নিষ্ক্রিয় করেন। পরে বাড়িটি সিলগালা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে আতাউর রহমানসহ কুমিল্লা থেকে আসা চার ব্যক্তি ছোট ইতালি গ্রামের মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনের বাড়িতে ওঠেন। মুক্তারের স্ত্রী নাছিমা আক্তার (৪৫) মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। গতকাল দুপুর ১২টার দিকে মুক্তারের বাড়ির ভেতরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হন। পরে বাড়ির ভেতর প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় আতাউর রহমানকে উদ্ধার করা হয়। পুলিশকে খবর দেওয়ার পর মুক্তার হোসেনের তিন সহযোগী দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত আতাউরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত হাতবোমা ও কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বাগবাড়ি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আবদুল্লাহ আল সাদিক বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। মামলায় একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত আছে। এ ঘটনার সঙ্গে আগামী নির্বাচনে নাশকতার পরিকল্পনার যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ