ক্ষতিপূরণের দাবি, চার দিন ধরে ১০টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা
Published: 12th, July 2025 GMT
রাজধানীতে বাসের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর বাবা নিহত হওয়ার ঘটনায় ভুক্তভোগীর পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ক্ষতিপূরণের দাবিতে তাঁরা চার দিন ধরে মৌমিতা পরিবহনের ১০টি বাস আটকে রেখেছেন।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী রিফাত বিন জুহুরের বাবা জহুরুল হক গত মঙ্গলবার রাতে বকশীবাজারে বাসচাপায় নিহত হন। পরদিন বুধবার বিকেলে ক্ষতিপূরণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী মৌমিতা পরিবহনের ১০টি বাস বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এনে আটকে রাখেন শিক্ষার্থীরা। এ ঘটনায় বাস কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে এক দফা আলোচনা হয়। এ সময় শিক্ষার্থীরা মোট ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেন।
রিফাতের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, রিফাতের বাবাকে বাসচাপা দেওয়ায় ১০ লাখ টাকা, রিফাতের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাঁর বাবা মারা যাওয়ায় পরিবারের ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ এবং ব্লাড ক্যানসারে আক্রান্ত রিফাতের ছোট ভাইয়ের চিকিৎসার জন্য ৩০ লাখসহ মোট ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দাবি করেন তাঁরা। আগামীকাল রোববার আবার শিক্ষার্থীদের সঙ্গে বাস কর্তৃপক্ষের আলোচনায় বসার কথা রয়েছে।
এ বিষয়ে রিফাতের সহপাঠী হাসিবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘আসলে টাকা দিয়ে ক্ষতি পূরণ করা সম্ভব নয়। কিন্তু রিফাতের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তাঁর বাবা। বেপরোয়াভাবে বাসটি চাপা দিয়ে তাঁকে মেরে ফেলেছে। এখন এই পরিবারের দায়িত্ব কে নেবে? রিফাতের একটি ১১ বছর বয়সী ছোট ভাই ব্লাড ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য রিফাতের বাবা ঢাকায় অবস্থান করছিলেন। এখন তার চিকিৎসার খরচ কীভাবে চালাবে পরিবার? সব মিলিয়ে আমরা ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছি।’
মৌমিতা পরিবহনের ব্যবস্থাপক আবদুর রহমান বলেন, ‘গতকাল আমাদের ঢাকার প্রতিনিধিরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে গিয়েছিলেন। সেখানে শিক্ষার্থীরা ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করেছেন। এ ঘটনায় একটি মামলাও হয়েছে। একটি ব্যানারের আওতায় অন্তত ১০০ মালিকের বাস থাকেন। যে বাসটি এ ঘটনা ঘটিয়েছে, ওই বাসের মালিকের পক্ষে এত টাকা দেওয়া মনে হয় সম্ভব হবে না। এখন মালিকপক্ষ যদি এই পরিমাণ টাকা দিতে পারে, তাহলে আমাদের সমস্যা নেই।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘বাস আটকে রাখার ঘটনায় গতকাল বাস কর্তৃপক্ষ ক্যাম্পাসে এসেছিলেন। দুই পক্ষ আলোচনা করেছে। আলোচনায় শিক্ষার্থীরা ক্ষতিপূরণ দাবি করেছেন। বাস কর্তৃপক্ষ আগামীকাল রোববার পর্যন্ত সময় নিয়েছে। আশা করি, রোববার আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে পারব।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৫০ ল খ ট ক পর ব র র ঘটন য়
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫