রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মব সৃষ্টিকারীদের গ্রেপ্তার না করায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “তবে কি আমরা ধরে নেব এতে সরকারের প্রশ্রয় আছে?”

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত শহীদ ১৪২ পরিবারের সঙ্গে শনিবার (১২ জুলাই) বিকেলে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গত বুধবার নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সোহাগ। দুই দিন পর বিভিন্ন মাধ্যমে ওই হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিচারের দাবিতে সোচ্চার হয় সব মহল।

আরো পড়ুন:

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, গাছে বাঁধলেন গ্রামবাসী

ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারে তাদের সমর্থন পাওয়া যায়নি: নাহিদ ইসলাম

এ ঘটানয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন,“অন্যায়ের সমর্থন করে না বিএনপি। সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। গতকাল যে ঘটনাটি ঘটেছে, আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি, স্ক্রিনে যাকে হত্যা করতে দেখা গেছে তাকে কেনো সরকার এখনো গ্রেপ্তর করেনি? আমরা কি তাহলে ধরে নেব যে, যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে, সেখানে সরকার এবং প্রশাসনের প্রশ্রয় আছে?”

জুলাই অভ্যুত্থানের পর থেকে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, “আমি আজকে থেকে নয় মাস আগে বলেছিলাম যে, অদৃশ্য শত্রু আছে। আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন, ধীরে ধীরে তারা দৃশ্যমান হচ্ছে। যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব, মানুষের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল, যারা ভিন্ন অবস্থান গ্রহণ করেছিল।”

জুলাই সনদ নিয়ে তারেক রহমান বলেন, “তিন মাস আগেই বিএনপি তার সকল মতামত দিয়ে দিয়েছে।” 

এখন সরকারই তা দেখবে জানিয়ে তিনি বলেন, “গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে এলেই তা লুকানোর চেষ্টা হচ্ছে, এমনকি নন ইস্যুকে ইস্যু বানিয়ে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে।”

ঢাকা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ত র ক রহম ন ত র ক রহম ন সরক র ব এনপ

এছাড়াও পড়ুন:

পিআর না, ফেয়ার নির্বাচন চায় জনগণ: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পিআর না, ফেয়ার নির্বাচন চায়  জনগণ। বিএনপির ভাবমূর্তি ও সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি এখন ক্ষমতায় না যেতেই চক্রান্তের শিকার হচ্ছে। চক্রান্তের বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (১১ জুলাই) দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটেরিয়ামে আয়োজিত শ্রমিকদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। 

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘‘গত ১৮ বছর বিএনপিকে ধ্বংস করতে নেতাকর্মীদের ওপর নিপীড়ন ও নির্যাতন করা হয়েছে যেন বিএনপি দেশ থেকে চিরতরে নিঃশেষ হয়ে যায়। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হামলা করে পুঙ্গ করা হয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ এমন কোনো নেতাকর্মী নেই, যারা নির্যাতনের স্বীকার হননি। বর্তমানে বিএনপির ভাবমূর্তি ও সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে।’’

‘‘গত ৫ আগস্টের পর সবাই বিএনপি হয়ে গেছে। আগে মিছিল করতে লোক পেতাম না, এখন মঞ্চে জায়গা পাই না। যারা আগে অন্যায় অপরাধ করেছে, তাদের দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। যারা অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত তাদের বিএনপিতে কোনো জায়গা নেই। শহীদ জিয়াউর রহমান বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনিদের দলে স্থান দেননি। তারেক রহমানও বিএনপিতে কোনো অপরাধী, সন্ত্রাসী, খুনিদের জায়গা দেবেন না।’’

তিনি আরও বলেন, ‘‘জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি শ্রমিকরা ভূমিকা পালন করেছেন। ছাত্ররা যখন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে আছে, তখন একজন ভ্যানচালক সিএনজি, অটোতে করে তাকে হাসপাতালে নিয়ে গেছেন। একজন রিকশাচালক তার গাড়িতে করে জীবনের ঝুঁকি নিয়ে ক্লিনিকে ভর্তি করেছেন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও শ্রমিক, কুলিদের রক্তে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি।’’

নাটোর জেলা যুবদলের সভাপতি আবু রায়হান ভুলুর সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্যে রাখেন- কেন্দ্রীয় বিএনপির শ্রকিকদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

ঢাকা/আরিফুল// 

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপির বিরুদ্ধে সকল মিথ্যাচার ও ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে : সাখাওয়াত 
  • পিআর না, ফেয়ার নির্বাচন চায় জনগণ: দুলু
  • প্রতিটি খুন, হামলার পেছনে রাজনৈতিক ইন্ধন জড়িত: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  • হত্যার ষড়যন্ত্র করছেন মামা, সংবাদ সম্মেলনে বললেন ভাগনে
  • ‘সংস্কার, বিচার ও নতুন সংবিধানের জন্য আবারও মাঠে নামতে হবে’
  • বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র চলছে : টিপু