সরকারের দায় এড়ানো এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করায় মানুষের নিরাপত্তা নেই
Published: 12th, July 2025 GMT
পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা, খুলনায় গুলি করে ও পায়ের রগ কেটে যুবদলের সাবেক নেতাকে হত্যা, চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে মারাত্মক আহত করাসহ সারা দেশে হামলা ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
আজ শনিবার আলাদা আলাদা বিবৃতিতে জোট ও সংগঠনগুলো বলছে, রাজনৈতিক পরিচয়ে দোষীকে আড়াল করার চেষ্টা চলছে। রাজনৈতিক দলের ওপর দায় চাপিয়ে সরকারের দায় এড়িয়ে যাওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করার ফলে মানুষের নিরাপত্তা নেই। এসব হত্যা ও হামলার দায়িত্ব সরকারকে নিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে হত্যাকারী ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বাম গণতান্ত্রিক জোটের বিবৃতিতে বলা হয়, পুরান ঢাকা, খুলনা ও চাঁদপুর শুধু নয়; সারা দেশ আজ আতঙ্কের কবলে। সরকার কঠোর হাতে দমন করার কথা বলছে। আবার উপদেষ্টাদের অনেকে, প্রেস সচিব এসব ঘটনাকে হালকা করে দেখা, আড়াল করা ও কখনো দায় চাপানোর কৌশল নিচ্ছেন। কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসের ভয়াবহতা বাড়ছে। অন্তর্বর্তী সরকার এক বছর পরও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। ফলে গণ–অভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষা আজ ভূলুণ্ঠিত হওয়ার পথে।
বিবৃতিতে জোটের নেতারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সাফাই গাওয়া নয়; বরং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জানমাল রক্ষায় দৃশ্যমান ভূমিকা গ্রহণ করতে হবে। একই সঙ্গে সচেতন দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়–অবিচার রুখে দাঁড়াতে হবে এবং মব–সন্ত্রাস প্রতিরোধসহ জানমাল রক্ষায় এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বাম জোটের বিবৃতিতে স্বাক্ষর করেছেন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী।
সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, চাঁদা না দেওয়ায় ভাঙারি পণ্যের ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে মাথা থেঁতলিয়ে হত্যা করেছেন যুবদলের মঈন ও তাঁর সহযোগীরা। এটি আবার প্রমাণ করে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা কীভাবে বেপরোয়া হয়ে উঠেছে। খুলনায় যুবদল নেতাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যার ঘটনা সহিংসতার ভয়াবহ রূপকে তুলে ধরেছে। চাঁদপুরে মসজিদের ইমামকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে কুপিয়ে জখম করার ঘটনা ধর্মীয় উন্মাদনা ও উগ্র মনোবৃত্তির বিপজ্জনক রূপ।
বিবৃতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। এতে এসব ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত এবং জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, একের পর এক নৃশংস হত্যাকাণ্ড দেখে দেশবাসী আতঙ্কিত। সরকারের কথা ও কাজের মিল না থাকায় দুর্বৃত্তরা উৎসাহিত হচ্ছে। বিবৃতিতে সারা দেশে হত্যা, খুন, সন্ত্রাস, নৈরাজ্য ও মব–সন্ত্রাস বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চার্লি কার্ককে মরণোত্তর পদক দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ডানপন্থী রাজনৈতিককর্মী চার্লি কার্ককে মরণোত্তর প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পদকে ভূষিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার কার্কের পক্ষে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এই বেসামরিক সম্মাননা গ্রহণ করেন তাঁর স্ত্রী এরিকা কার্ক। এ সময় তাঁর চোখে ছিল অশ্রু।
পদক দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এখানে এসেছি একজন সাহসী যোদ্ধাকে সম্মান জানাতে এবং স্মরণ করতে। তিনি পরবর্তী প্রজন্মের মধ্যে এমনভাবে উদ্দীপনা জাগিয়েছেন, যা আমি আগে কখনো দেখিনি।’
কার্ক জীবিত থাকলে মঙ্গলবারই হতো তাঁর ৩২তম জন্মদিন। ট্রাম্পের বেশ ঘনিষ্ঠ ছিলেন কার্ক। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের হয়ে প্রচারে বড় ভূমিকা রেখেছিলেন। যুক্তরাষ্ট্রে রক্ষণশীল তরুণদের সবচেয়ে বড় সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’-এর সহপ্রতিষ্ঠাতা ছিলেন কার্ক।
গত ১০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাঁকে গুলি করে হত্যা করা হয়। টাইলার রবিনসন নামের ২২ বছর বয়সী এক তরুণকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।