রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আগামী ১৬ জুলাই পালিত হতে যাচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদতবার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’। দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আসবেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। দিনটি ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, অনুষ্ঠানে আবু সাঈদের বাবা থাকবেন প্রধান অতিথি। যে চার উপদেষ্টা অতিথি থাকবেন তারা হলেন- আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড.

আসিফ নজরুল, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার, পানিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দীন খান।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১৬ জুলাই সকাল সাড়ে ৬টায় পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামের উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে যাত্রা, সকাল সাড়ে ৭টায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, সকাল সোয়া ৯টায় কালোব্যাজ ধারণ ও শোক র‌্যালি, ১০টায় বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন, সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আবু সাঈদ চত্বরে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন, সাড়ে ১০টায় আলোচনা সভা, বিকেল সাড়ে ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন।

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে থাকবেন চার উপদেষ্টা। এছাড়া আরও ২১ জন শহীদ পরিবারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারা সবাই স্টেজের ওপরে থাকবেন। উপদেষ্টাসহ অন্যান্য অতিথিরা থাকবেন নিচে।

উৎস: Samakal

কীওয়ার্ড: স ঈদ র

এছাড়াও পড়ুন:

এক ইনিংসের লড়াই হয়ে গেল লর্ডস টেস্ট

প্রথম এমন ঘটনা টেস্ট ক্রিকেট দেখেছিল ১৯১০ সালে। ডারবানে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের সমান ১৯৯ রান করেছিল ইংল্যান্ড। এরপর এমন ঘটনা আজকের আগে আরও সাতবার দেখেছে ক্রিকেটবিশ্ব। সর্বশেষ দেখা গেছে ইংল্যান্ডের মাটিতে ১০ বছর আগে। লিডসে ২০১৫ সালে নিউজিল্যান্ডের সমান ৩৫০ রান প্রথম ইনিংসে করেছিল ইংল্যান্ড।

১০ বছর পর একই ঘটনা দেখল লর্ডস। প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ৩৮৭ রানে। চড়াই-উতরাইয়ের এক ইনিংস শেষে ভারতও অলআউট হয়েছে ৩৮৭ রান তুলে। সেদিক থেকে বলতে গেলে লর্ডসে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টটি এখন এক ইনিংসেরই হয়ে গেছে। দ্বিতীয় ইনিংসে যে দল বেশি রান করবে, জিতবে তারাই। আজ তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ ওভার ব্যাট করে বিনা উইকেটে ২ রান তুলেছে ইংল্যান্ড।

এর আগে ভারত তৃতীয় দিনের খেলা শুরু করে ৩ উইকেটে ১৪৫ রান নিয়ে। ৫৩ রান নিয়ে লোকেশ রাহুল আর ১৯ রান নিয়ে ব্যাট করতে নামা ঋষভ পন্ত দেখেশুনে ঠান্ডা মাথাতেই খেলছিলেন। ছন্দপতন হয় লাঞ্চ বিরতির ঠিক আগের বলে। বেন স্টোকসের সরাসরি থ্রোতে রানআউট হয়ে ফেরেন পন্ত। আউট হওয়ার আগে তিনি ১১২ বলে ৮ চার ও ২ ছয়ে করেছেন ৭৪ রান। চতুর্থ উইকেটে রাহুলের সঙ্গে গড়েছেন ১৪১ রানের জুটি।

টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পেয়েছেন লোকেশ রাহুল

সম্পর্কিত নিবন্ধ