ঘুষ গ্রহণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা প্রধান) মো. গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ লেনদেনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বরখাস্তের সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.

মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বরখাস্তের বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, চবির ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) গোলাম কিবরিয়াকে অবৈধভাবে অর্থ লেনদেনে সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তিনি সাময়িকভাবে বরখাস্ত থাকাকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী জীবিকা ভাতাদি পাবেন।

মঙ্গলবার দুপুরে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকে অভিযুক্ত গোলাম কিবরিয়া চাকরি দেওয়ার কথা বলে একজনের কাছ থেকে ১ লাখ টাকা নিচ্ছেন। তবে চাহিদা অনুযায়ী তিনি ২ লাখ টাকার দাবি করলেও চাকরিপ্রত্যাশী দেড় লাখ দিতে চেয়ে বলেন, “এখানে ১ লাখ রাখেন, বাকিটা আগামী পরশুদিন পাঠিয়ে দেব।”

তবে ঘুষ গ্রহণকারী গোলাম কিবরিয়া কিছুতেই ২ লাখের কম রাখতে রাজি নন। এ নিয়ে উভয়ের মাঝে দরকষাকষি করতে দেখা যায়।

ভিডিওটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসার ঘণ্টাখানেকের মধ্যেই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, “ডেপুটি রেজিস্ট্রার গোলাম কিবরিয়ার বিরুদ্ধে একটি ভিডিওতে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ এসেছে। অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”

তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ সত্য প্রমাণিত হলে তাকে স্থায়ী বহিষ্কারসহ বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।”

তবে এ বিষয়ে অভিযুক্ত গোলাম কিবরিয়ার মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

ঢাকা/মিজান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ ল ম ক বর য়

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ