ঘুষ গ্রহণের অভিযোগে চবির ডেপুটি রেজিস্ট্রার বরখাস্ত, ভিডিও ভাইরাল
Published: 20th, May 2025 GMT
ঘুষ গ্রহণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা প্রধান) মো. গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ লেনদেনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বরখাস্তের সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.
অফিস আদেশে বলা হয়েছে, চবির ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) গোলাম কিবরিয়াকে অবৈধভাবে অর্থ লেনদেনে সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তিনি সাময়িকভাবে বরখাস্ত থাকাকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী জীবিকা ভাতাদি পাবেন।
মঙ্গলবার দুপুরে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকে অভিযুক্ত গোলাম কিবরিয়া চাকরি দেওয়ার কথা বলে একজনের কাছ থেকে ১ লাখ টাকা নিচ্ছেন। তবে চাহিদা অনুযায়ী তিনি ২ লাখ টাকার দাবি করলেও চাকরিপ্রত্যাশী দেড় লাখ দিতে চেয়ে বলেন, “এখানে ১ লাখ রাখেন, বাকিটা আগামী পরশুদিন পাঠিয়ে দেব।”
তবে ঘুষ গ্রহণকারী গোলাম কিবরিয়া কিছুতেই ২ লাখের কম রাখতে রাজি নন। এ নিয়ে উভয়ের মাঝে দরকষাকষি করতে দেখা যায়।
ভিডিওটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসার ঘণ্টাখানেকের মধ্যেই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে বলেন, “ডেপুটি রেজিস্ট্রার গোলাম কিবরিয়ার বিরুদ্ধে একটি ভিডিওতে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ এসেছে। অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”
তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ সত্য প্রমাণিত হলে তাকে স্থায়ী বহিষ্কারসহ বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।”
তবে এ বিষয়ে অভিযুক্ত গোলাম কিবরিয়ার মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
ঢাকা/মিজান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ ল ম ক বর য়
এছাড়াও পড়ুন:
বরিশাল-ভোলা সড়ক অবরোধ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বুধবার সকাল থেকে বরিশাল-ভোলা সড়ক অবরোধ করে রেখেছেন। সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় ক্যাম্পাস সংলগ্ন সড়কের ওপর সকাল থেকে কয়েকশত শিক্ষার্থী অবস্থান নিয়েছেন। ফলে বরিশাল-ভোলা সড়কে যানবহন চলাচল বন্ধ হয়ে গেছে। দুইপাশে গাড়ির দীর্ঘ লাইন পড়েছে।
জানা যায়, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য সেখানে অবস্থান করছেন। সকাল থেকে কয়েক দফা শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাক্কাধাক্কি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী ই.এইচ ইরান সমকালকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল করে বিআইটি অদলে স্বতন্ত্রতা নিশ্চিতের একদফা দাবিতে তারা দীর্ঘদিন আন্দোলন করছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার তারা ক্যাম্পাস সংলগ্ন বরিশাল-ভোলা সড়ক অবরোধ করে যানবহন বন্ধ করে দিয়েছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত থাকবে।
দুপুর দেড়টায় ইরান আরও জানান, অবরোধ তুলে নেয়ার জন্য আইনশ্ঙ্খৃলা বাহিনী তাদের আল্টিমেটাম দিয়েছে। কলেজ অধ্যক্ষর উপস্থিতিতে আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আলোচনা চলছে। তবে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রাখার পক্ষে।