প্রখ্যাত কাহিনীকার, গীতিকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজী একসময় চলচ্চিত্র প্রযোজক ছিলেন। উপস্থাপনাও করেছেন। গাজী মাজহারুল আনোয়ার ইন্তেকালের পর জোহরা তাকে নিয়ে প্রকাশ করেছিলেন বই ‘আগুনের সাথে বসবাস’। এবার মাজহারুল আনোয়ারের সঙ্গে তার দীর্ঘ দাম্পত্য জীবন ও কর্ম নিয়ে প্রকাশ করেছেন ওই বইয়ের দ্বিতীয় খণ্ড।

গত ২০ রাতে রাজধানীর তেজগাঁওতে একটি কফিশপে ‘আগুনের সাথে বসবাস ২’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে চিত্রনায়ক নাঈম, বাপ্পারাজ, সম্রাট, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, হুমায়রা বশীর, সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

‘জার্নিম্যান’ প্রকাশনা থেকে প্রকাশিত  বইটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজী, সন্তান সরফরাজ আনোয়ার উপল, দিঠি আনোয়ার।

বইটি প্রসঙ্গে জোহরা গাজী বলেন, ‘আগুেনর সাথে বইটি গাজী মাজহারুল আনোয়ারের ব্যক্তি জীবন ও কর্ম জীবন নিয়ে লেখা। পাঠক এতে অজানা কিছু জানতে পারবেন। বইটি পাঠকের মনে দাগ কাটবে বলে আশা করছি।’

দিঠি আনোয়ার বলেন, ‘আব্বু এবং আম্মুর দাম্পত্য জীবন নিয়ে আম্মুর লেখা আগুনের সাথে বসবাস বইটি অনেকের পাঠকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকেই বারবার জিজ্ঞেস করেছিলেন যে দ্বিতীয় খ-টি কবে আসবে। তাদের জন্যই দ্বিতীয় খণ্ড প্রকাশ করা হলো। বইটি মূলত পারিবারিক উদ্যোগ নিয়ে প্রকাশ করেছি। এ কাজে সহযোগিতা করেছেন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস। আশা করছি, প্রথম খণ্ডের মতো দ্বিতীয় খণ্ডেটিও সাড়া ফেলবে।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মধ্যরাতে হাতিরঝিলে ঋতুপর্ণাদের সংবর্ধনা দেবে বাফুফে

এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার পর দেশে ফিরছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। এই ঐতিহাসিক অর্জনের জন্য তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে সময়টি কিছুটা ব্যতিক্রম। আজ (রোববার) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান।

নারী দল আজ সন্ধ্যায় মিয়ানমার ছাড়বে। থাইল্যান্ড হয়ে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রাত দেড়টার দিকে। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে তারা রাত আড়াইটায় পৌঁছাবে সংবর্ধনার মঞ্চে।

মধ্যরাতে এমন আয়োজনের পেছনে রয়েছে সময়ের সীমাবদ্ধতা। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানে পাড়ি জমাবেন। আরও তিনজন ফুটবলারও যাবেন দুদিন পর। তাই পুরো দল একসঙ্গে থাকতেই রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে।

তবে এমন সময় সংবর্ধনার আয়োজন করায় সমালোচনার মুখে পড়েছে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। প্রশ্ন উঠেছে, দীর্ঘ ভ্রমণ শেষে ক্লান্ত মেয়েদের বিশ্রামের সুযোগ না দিয়ে মধ্যরাতে অনুষ্ঠানের আয়োজন কতটা যুক্তিসঙ্গত? নিরাপত্তা ও শারীরিক চাপের বিষয়টিও সামনে আনছেন সমর্থকরা।

এর আগে, নারী দলের সাফ জয়ের পর ছাদখোলা বাসে সংবর্ধনার সময়ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। সেবার রাস্তায় থাকা বিলবোর্ডে মাথা লেগে চোট পান ঋতুপর্ণা চাকমা। নেওয়া হয়েছিল হাসপাতালে, মাথায় লেগেছিল তিনটি সেলাই। এমন অভিজ্ঞতার পরেও এবারও সময় ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন থাকছেই।

সম্পর্কিত নিবন্ধ