গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে স্ত্রী জোহরার বই
Published: 21st, May 2025 GMT
প্রখ্যাত কাহিনীকার, গীতিকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজী একসময় চলচ্চিত্র প্রযোজক ছিলেন। উপস্থাপনাও করেছেন। গাজী মাজহারুল আনোয়ার ইন্তেকালের পর জোহরা তাকে নিয়ে প্রকাশ করেছিলেন বই ‘আগুনের সাথে বসবাস’। এবার মাজহারুল আনোয়ারের সঙ্গে তার দীর্ঘ দাম্পত্য জীবন ও কর্ম নিয়ে প্রকাশ করেছেন ওই বইয়ের দ্বিতীয় খণ্ড।
গত ২০ রাতে রাজধানীর তেজগাঁওতে একটি কফিশপে ‘আগুনের সাথে বসবাস ২’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে চিত্রনায়ক নাঈম, বাপ্পারাজ, সম্রাট, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, হুমায়রা বশীর, সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
‘জার্নিম্যান’ প্রকাশনা থেকে প্রকাশিত বইটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজী, সন্তান সরফরাজ আনোয়ার উপল, দিঠি আনোয়ার।
বইটি প্রসঙ্গে জোহরা গাজী বলেন, ‘আগুেনর সাথে বইটি গাজী মাজহারুল আনোয়ারের ব্যক্তি জীবন ও কর্ম জীবন নিয়ে লেখা। পাঠক এতে অজানা কিছু জানতে পারবেন। বইটি পাঠকের মনে দাগ কাটবে বলে আশা করছি।’
দিঠি আনোয়ার বলেন, ‘আব্বু এবং আম্মুর দাম্পত্য জীবন নিয়ে আম্মুর লেখা আগুনের সাথে বসবাস বইটি অনেকের পাঠকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকেই বারবার জিজ্ঞেস করেছিলেন যে দ্বিতীয় খ-টি কবে আসবে। তাদের জন্যই দ্বিতীয় খণ্ড প্রকাশ করা হলো। বইটি মূলত পারিবারিক উদ্যোগ নিয়ে প্রকাশ করেছি। এ কাজে সহযোগিতা করেছেন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস। আশা করছি, প্রথম খণ্ডের মতো দ্বিতীয় খণ্ডেটিও সাড়া ফেলবে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডিআরইউয়ে সন্ত্রাসী জাকির গংয়ের হামলা, সভাপতিসহ আহত অনেক সাংবাদিক
দেশে রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) রাতের আঁধারে হামলা চালিয়েছে দখলবাজ ও আওয়ামী লীগের দোসর সন্ত্রাসী জাকির হোসেন ও তার অনুসারীরা।
হামলায় অনেকের মধ্যে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ অনেক সাংবাদিক আহত হন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২১ মে) রাতে হঠাৎ করে এই হামলা চালানো হয়। ডিআরইউ কার্যালয়ের সামনে থেকে চেয়ারম্যান টি-স্টল নামে একটি দোকানের মালামাল লুট করে নিয়ে যায় হামলকারীরা। ৫০ হাজার টাকার মালামালসহ দোকানটি গায়েব করে দেয় জাকির হোসেন গং।
আরো পড়ুন:
অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলাচেষ্টা
সাভারে চিত্র সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
দোকান লুটের বিষয়ে ডিআরইউ-এর সিনিয়র সদস্য মশিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর আক্রমণ চালানো হয়েছে।
ডিআরইউ-এর সভাপতি হামলার খবর শুনে ছুটে যান। সদস্যদের গায়ে কেন হাত তোলা হয়েছে, এই প্রশ্ন রেখে জবাব চাইলে ডিআরইউ-এর সভাপতির গায়েও হাত তোলা হয়।
শুধু সভাপতি নন, জাকির গংয়ের হামলায় বেশ কয়েকজন সাংবাদিক নেতা ও সদস্য আহত হয়েছেন। জাকির ও জাকিরের স্ত্রী, কন্যা, ভাগ্নেসহ শতাধিক লোকজন সাংবাদিকদের ওপর হামলা চালায়।
হামলা প্রসঙ্গে ডিআরইউ সভাপতি বলেন, “জাকিরের অনুসারীরা হঠাৎ করেই আমাদের ওপর হামলা করেছে। এর আগে একটা দোকান লুট করা হয়েছে। গরিব মানুষের একটা দোকান যেটা লুট করা ঠিক হয়নি। বিষয়টি জানতে চাইলে আমাদের সদস্যদের ওপর হামলা চালানো হয়। সদস্যদের ওপরে হামলা চালিয়ে তারা ক্ষান্ত হয়নি। পরে ডিআরইউ-এর সদস্যদের ওপরে রাতের আঁধারে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।”
“রাতের আধারে কাপুরুষোচিত এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে সুষ্ঠু তদন্ত করে এর সঠিক বিচারের দাবি জানাই। ডিআরইউ-এর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) আমরা মামলা করব। জাকির গংরা গত ১৬ বছর সাংবাদিক ও এলাকার নিরীহ মানুষের ওপরে নির্যাতন চালিয়ে রামরাজত্ব কায়েম করেছে,” যোগ করেন আবু সালেহ আকন।
ঢাভুক্তভোগী আজিমের স্ত্রী জানান, “জাকিরের লোকজন আমাদের দোকানের ৫০ হাজার টাকার মালামাল লুট করেছে এবং দোকান ভাঙচুর করে তুলে নিয়ে গেছে। পিস্তল ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, অনেকজনকে আহত করেছে। জাকির আমার জায়গা জোর করে দখল করে রেখেছে। সেখানে তারা মাদক ব্যবসা করে। আমি এর বিচার চাই।”
ঢাকা/এএএম/রাসেল