গিলকে অধিনায়ক করে টেস্ট দল ঘোষণা ভারতের
Published: 24th, May 2025 GMT
টেস্ট ক্রিকেটে নতুন যাত্রা শুরু করছে ভারত। বিরাট কোহলি ও রোহিত শর্মা অবসর নিয়েছেন। এবার শুরু হচ্ছে শুভমন গিল অধ্যায়। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। দলের অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন ঋষভ পান্ত।
ভারতের পঞ্চম তরুণ ক্রিকেটার হিসেবে টেস্ট নেতৃত্ব পেলেন গিল। ২৫ বছর ২৫৮ দিনে তাকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে। ভারতের সর্বকণিষ্ঠ টেস্ট অধিনায়ক মনসুর আলী খান পতৌদি। তিনি ২১ বছর ৭৭ দিন বয়সে অধিনায়ক হয়েছিলেন। এরপর শচীনকে ২৩ বছর ১৬৯ দিন বয়সে অধিনায়ক করা হয়েছিল। কপিল দেব ২৪ বছর ৪৮ দিন ও রবি শাস্ত্রী ২৫ বছর ২২৯ দিনে টেস্ট নেতৃত্ব পেয়েছিলেন।
এর আগে রোহিত শর্মার ইনজুরিতে ভারতকে লাল বলের ক্রিকেটে জাসপ্রিত বুমরাহ নেতৃত্ব দিয়েছেন। তাকে পূর্ণকালীন অধিনায়ক না করার ব্যাখ্যায় বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন, বুমরাহকে ওয়ার্কলোড ম্যানেজ করে খেলানো হতে পারে। ইংল্যান্ড সিরিজেও তাকে কিছু ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে। যে কারণে টেস্টের অধিনায়ক হিসেবে তাকে বিবেচনা করা হয়নি।
ভারতের টেস্ট দলে প্রথমবার সাই সুদর্শন ডাক পেয়েছেন। বাঁ-হাতি পেসার অর্শদ্বীপ সিংকে লাল বলের সিরিজে নেওয়া হয়েছে। করুণ নায়ার ও শার্দুল ঠাকুরের বড় চমকের নাম। তবে সরফরাজ খানের বাদও পড়াও বিস্ময়ের। তার সঙ্গে মোহাম্মদ শামি, দেবদূত পাডিক্কাল ও হার্শিত রানা টেস্ট দলে জায়গা পাননি।
গিলকে নেতৃত্বভার দিয়ে আগারকার বলেছেন, ‘আমরা সম্ভাব্য সব অপশন নিয়ে আলোচনা করেছি। গত বছর থেকে আমরা গিলকে পর্যবেক্ষণ করছিলাম, ড্রেসিংরুম থেকেও আমরা প্রতিক্রিয়া নিয়েছি। সে খুবই তরুণ, তবে তার উন্নতি চোখে পড়ার মতো। গুজরাটের হয়ে তার নেতৃত্বও আমরা দেখেছি। আশা করছি, আমরা সঠিক ব্যক্তিকেই বেছে নিয়েছি।’
ভারতের টেস্ট দল: শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (সহঅধিনায়ক ও উইকেটরক্ষক), জশস্বী জয়সোয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরাম, করুণ নায়ার, নিতিশ রেড্ডি, রবিন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দ্বীপ, অর্শদ্বীপ সিং, কুলদীপ যাদব।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কারিগরি বোর্ডে পাসের হার ৭৩.৬৩
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) বা দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গড় পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ। এ বোর্ডে সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলে দেখা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। সে হিসাবে পাসের হার অনেক কমেছে।
আরো পড়ুন:
এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫
দুই মাসের কম সময়ে এসএসসি ও সমমানের ফল প্রকাশ: শিক্ষা উপদেষ্টা
ঢাকা/হাসান/রফিক