ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন রাখতে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে। সেই সঙ্গে ঈদের আগের ৩ দিন ও পরের ৭ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে।

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব তথ্য জানিয়েছেন। জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী যানবাহনগুলো রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ছুটছে। কয়েক দিন পর পশুবাহী গাড়ির সংখ্যা আরও বাড়বে। দৌলতদিয়া দিয়ে ফেরি পারাপারের সময় গরুর সঙ্গে থাকা রাখালদের কাছ থেকেও ভাড়া বাবদ ৪০ টাকা করে আদায় করা হয়। এ বিষয়ে বিআইডব্লিউটিসির নজরে এনে করণীয় নিয়ে জানানো হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ঘাট ইজারাদার কর্তৃপক্ষ শুধু খুচরা যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করতে পারবে। এ ছাড়া বাসযাত্রী, ট্রাকের যাত্রী বা গরুর রাখাল, ব্যাপারী কারও কাছ থেকে ভাড়া আদায়ের সুযোগ নেই। ঈদ প্রস্তুতি হিসেবে দৌলতদিয়ায় ৩, ৪ ও ৭ নম্বর—এই ৩টি ঘাট সচল থাকছে। বর্ষা মৌসুম শুরু হওয়ায় প্রয়োজনে আরও একটি ঘাট প্রস্তুত করা হবে। এ রুটে ছোট-বড় ১৭টি ফেরি সার্বক্ষণিক সচল থাকবে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘ঈদে ঘাট এলাকায় বাড়তি আলোর ব্যবস্থা, শৌচাগার, বিশ্রামাগার, মেডিকেল দলসহ অন্য বিষয়ে প্রশাসনের অতিরিক্ত নজরদারি থাকবে। মৌসুমি কাউন্টার খুলে যাত্রীদের থেকে বাড়তি টাকা আদায়, মাইক্রোবাস থেকে চাঁদাবাজি, ফেরিতে জুয়ার মতো অপরাধমূলক কার্যক্রম শক্ত হাতে দমন করা হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে সাজা নিশ্চিত করা হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ লতদ য়

এছাড়াও পড়ুন:

১৫ জুলাই ‘রাষ্ট্রীয় নিপীড়নবিরোধী দিবস’ পালন করবে ছাত্র ফ্রন্ট

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আগামী ১৫ জুলাই থেকে শুরু হয়ে কর্মসূচি চলবে ৩০ জুলাই পর্যন্ত। কর্মসূচির অংশ হিসেবে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘রাষ্ট্রীয় নিপীড়নবিরোধী দিবস’ পালন করবে ছাত্র সংগঠনটি। 

গত বছরের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এই ঘটনা স্মরণে সংগঠনের পক্ষ থেকে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়। সোমবার বিকেলে ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। 

অন্যান্য কর্মসূচিগুলো হলো- ১৬ জুলাই আবু সাঈদ, মুগ্ধসহ অভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন ও প্রদীপ প্রজ্বলন করা হবে। ১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে রাজধানীর শাহবাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৬ জুলাই সাংস্কৃতিক কর্মী ও বামপন্থীদের ‘কারফিউ ভঙ্গ দিবস’ পালন উপলক্ষে সারাদেশে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, মব সন্ত্রাস, নারী নির্যাতন, সাম্প্রদায়িক সহিংসতা রোধে সভা-সমাবেশ-মিছিল করা হবে। সর্বশেষ ৩০ জুলাই কেন্দ্রীয়ভাবে ‘জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি: ছাত্র জনতার আকাঙ্ক্ষার পথে হাঁটছে কি বাংলাদেশ?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বিবৃতিতে মাসব্যাপী সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী, ডকুমেন্টারি প্রদর্শনী, দেয়াল পত্রিকা, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করতে সংগঠনের সংশ্লিষ্ট শাখাকে অবহিত করা হয়। বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, ময়মনসিংহ, রংপুর, বগুড়া, কুষ্টিয়া, ঝিনাইদহ, বরিশাল, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ইত্যাদি জেলায় অবশ্যই বিভিন্ন শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ কর্মসূচি পালন করতে বলা হয়।

পাশাপাশি জুলাইয়ের গান, কবিতা, প্রবন্ধ, শর্ট ফিল্ম– এই চার ক্যাটাগরিতে সারাদেশে প্রতিযোগিতার আয়োজন করাসহ সংগৃহীত-নির্বাচিত গান, কবিতা, প্রবন্ধ নিয়ে জুলাই অভ্যুত্থান স্মারক গ্রন্থ প্রকাশ এবং শর্ট ফিল্ম প্রদর্শনীর উদ্যোগ নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • পদ্মার ভাঙনে হুমকির মুখে পাবনার নাজিরগঞ্জ ফেরিঘাট
  • পাবনায় তীব্র নদী ভাঙনে বিলীনের ‍মুখে ফেরি ঘাট
  • ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
  • ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৪৮ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন অনুষ্ঠিত
  • একুশ বছরে বাতিঘর, উৎসবে সাজবে কাল
  • ১৫ জুলাই ‘রাষ্ট্রীয় নিপীড়নবিরোধী দিবস’ পালন করবে ছাত্র ফ্রন্ট
  • বৈরী আবহাওয়ায় ৫ দিন ধরে ভোলার ৩০টি নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ
  • হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু