সালাহর হাতে আরেকটি স্বীকৃতি, আসছে আরও
Published: 24th, May 2025 GMT
কদিন আগেই জিতেছিলেন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এবার মোহাম্মদ সালাহ পেলেন প্রিমিয়ার লিগের বর্ষসেরার খেতাবও। আজ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ২০২৪-২৫ মৌসুমের জন্য সালাহকে সেরা খেলোয়াড় ঘোষণা করেছে।
প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার বর্ষসেরা হলেন সালাহ। এর আগে ২০১৭-১৮ মৌসুমে সেরার স্বীকৃতি পেয়েছিলেন তিনি। দ্বিতীয় বর্ষসেরা হয়ে ম্যানচেস্টার সিটির দাপটও ভেঙেছেন সালাহ। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা পাঁচ মৌসুম বর্ষসেরা ছিলেন সিটির খেলোয়াড়েরা।
প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে বলা হয়েছে, ভোটাভুটিতে বর্ষসেরা হয়েছেন সালাহ। সাধারণ ফুটবল ভক্তদের পাশাপাশি একটি বিশেষজ্ঞ প্যানেল সেরা খেলোয়াড়ের ভোট দিয়েছেন। সালাহর সঙ্গে বর্ষসেরা হওয়ার লড়াইয়ে ছিলেন ভার্জিল ফন ডাইক, রায়ান গ্রাভেনবার্চ, মরগান গিবস-হোয়াইট, আলেক্সান্দার ইসাক, ব্রায়ান এমবুয়েমো, ডেকলান রাইস ও ক্রিস উড।
কে কত ভোট পেয়েছেন জানানো না হলেও অন্যদের তুলনায় বড় ব্যবধানেই এগিয়ে থাকার কথা সালাহর। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড শেষ হতে চলা মৌসুমে লিভারপুলের হয়ে গোল করেছেন ২৮টি, করিয়েছেন আরও ১৮টি। ৩৮ ম্যাচের লিগে ৪৬টি গোলে অবদান এর আগে কেউ রাখেননি।
আগামীকাল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলবে লিভারপুল। এই ম্যাচে সালাহ দুটি গোলে অবদান রাখতে পারলে ভেঙে দেবেন প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোল-অবদানের রেকর্ড। প্রিমিয়ার লিগ ৪২ ম্যাচের থাকতে মৌসুমে ৪৭টি করে গোলে ভূমিকা রেখেছিলেন অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোল।
এবারের প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট আর বর্ষসেরা প্লেমেকার জেতার পথেও আছেন সালাহ। দ্বিতীয় সর্বোচ্চ গোল করা নিউক্যাসল স্ট্রাইকার আলেক্সান্দার ইসাকের চেয়ে ৫ গোলে এগিয়ে তিনি। আর দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট করা জন মারফির চেয়ে এগিয়ে ৬ ব্যবধানে।
মৌসুমের শেষ ম্যাচে ইসাক ও মারফি ৫ ও ৬ গোলের ব্যবধান কমাতে না পারলে সালাহ হবেন প্রিমিয়ার লিগ ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি একই মৌসুমে গোল্ডেন বুট, বর্ষসেরা প্লেমেকার এবং বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতবেন।
দুর্দান্ত এক মৌসুম কাটানো সালাহ এরই মধ্যে এরই মধ্যে একাধিক রেকর্ড গড়ে ফেলেছেন। ২৪৪ গোল নিয়ে তিনি এখন লিভারপুলের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। প্রিমিয়ার লিগের ১১তম সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শুরু করে এখন তিনি ১৮৫ গোলে পঞ্চম-সর্বোচ্চ গোলের মালিক। সামনে শুধু অ্যালান শিয়ারার (২৬০), হ্যারি কেইন (২১৩), ওয়েইন রুনি (২০৮) ও অ্যান্ড্রু কোল (১৮৭)।
ইংলিশ প্রিমিয়ার লিগে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি গোলের মালিকও এখন সালাহ। পেছনে ফেলেছেন ১৮৪ গোল করা আর্জেন্টাইন স্ট্রাইকার সের্হিও আগুয়েরোকে। আর প্রিমিয়ার লিগ ইতিহাসে থিয়েরি অঁরি, ক্রিস্টিয়ানো রোনালদো, নিমাঞ্জা ভিদিচ ও কেভিন ডি ব্রুইনার মতো তাঁরও বর্ষসেরা পুরস্কার এখন দুটি। এপ্রিলে লিভারপুলের সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন করায় সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগও থাকছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুবি উপাচার্যের মেয়ের পোষ্য কোটায় ভর্তি নিয়ে বিতর্ক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর মেয়ে পোষ্য কোটায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা সমালোচনা।
উপাচার্যের পোষ্য কোটা ব্যবহার আইন অনুযায়িই হয়েছে বলে মত প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান জানিয়েছেন, এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। তবে উপাচার্যের উচিত এসব বিষয় এড়িয়ে চলা।
খোঁজ নিয়ে জানা যায়, এ বছর মেধায় কুবিতে যারা ভর্তি হয়েছেন, তাদের প্রাপ্ত নম্বর ১০০ এর মধ্যে ৬০ এর উপরে। কিন্তু কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর মেয়ে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৪৬.২৫ নম্বর পেয়ে পোষ্য কোটায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তি হয়েছেন।
আরো পড়ুন:
গাজায় মানবিক সহায়তা পাঠালেন জবি শিক্ষার্থীরা
উপাচার্যরা দায়িত্ব চেয়ে নেননি, হাতে-পায়ে ধরে তাদের দায়িত্ব দিয়েছি: শিক্ষা উপদেষ্টা
বিগত সময়ে কুবিতে উপাচার্য হিসেবে আসা শিক্ষকরা পোষ্য কোটা ব্যবহার করেননি। এবার পোষ্য কোটা ব্যবহার করার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একেবারেই নতুন একটি ঘটনা। এই বিষয়টি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ঘটেছে কিনা এবং ঘটলে কেমন প্র্যাকটিস রয়েছে জানতে একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে কথা হয়। তারাও বিষয়টি নতুন শুনছেন বলে জানান।
এছাড়া, নিয়ম রয়েছে ভর্তি পরীক্ষায় যদি কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিকটাত্মীয় কেউ অংশগ্রহণ করেন, তাহলে তারা ভর্তি পরীক্ষার কোনো দায়িত্ব পালন করতে পারেন না। কিন্তু জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ডেপুটেশন অস্থায়ী একটি বিষয়। বাইরে থেকে কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এলে সে ক্ষেত্রে এটি (পোষ্য কোটা) প্রযোজ্য হবে না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এ বিষয় নিয়ে আমি কনফিউজড।”
পরীক্ষা কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, “কারো সন্তান বা নিকটাত্মীয় পরীক্ষায় অংশগ্রহণ করলে তিনি পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেন না। এটি সর্বত্রই আছে।”
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, “আমাদের এ রকম কোনো সমস্যা এখনো হয়নি। তাই বলতে পারছি না। তবে আমাদের এখানেও কোটার একটি কমিটি রয়েছে, এই কমিটি কোটার বিষয়ে সিদ্ধান্ত নেন। যেহেতু এ রকম কোনো ঘটনা এখনো ঘটেনি, তাই কোনো সিদ্ধান্তও হয়নি।”
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রার ড. মনজুরুল হক বলেন, “আমাদের এখানে পোষ্য কোটা বলতে আমরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীদেরই বুঝি। তবে, আপনি (প্রতিবেদক) যে বিষয়টি বলছেন, এমন পরিস্থিতি আমাদের এখানে কখনো হয়নি।”
নিকটাত্মীয় পরীক্ষা দেওয়ার বিষয়ে তিনি বলেন, “কারো নিকটাত্মীয় থাকলে তিনি আগে থেকেই অবগত করে দেন এবং তিনি পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “এখানে এ রকম কিছু লেখা নেই যে তিনি (উপাচার্য) এই কোটা পাবেন না। তিনি তো আমাদের বিশ্ববিদ্যালয়ের সবকিছু ব্যবহার করছেন। তিনি চ্যান্সেলর কর্তৃক নিয়োগপ্রাপ্ত এবং তিনিও আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিচ্ছেন।”
তিনি বলেন, “কোথাও কী লেখা রয়েছে, তিনি (উপাচার্য) এই সুবিধা পাবেন, এটি পাবেন না? ভর্তি পরীক্ষার বিষয়গুলো কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আলোচনা হয়। এরপর সেটি একাডেমিক কাউন্সিলে ওঠে এবং তারপর সিন্ডিকেটে যায়। তখন কোনো সদস্য না করেননি যে এটি এমন হবে না। কোটার বিষয়টি স্পেসিফিক না।”
পরীক্ষা কমিটিতে থাকার বিষয়ে তিনি বলেন, “উপাচার্য কেন্দ্রীয় ভর্তি কমিটির দায়িত্ব পালন করেছেন। ইউনিট অনুযায়ী ভাগ করে দিয়েছেন। তবে ‘এ’ ইউনিটের কোনো দায়িত্ব তিনি পালন করেননি। কেন্দ্রীয় ভর্তি কমিটিতে পদাধিকারী বলে তিনি সভাপতি ছিলেন। এখানে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। তিনি দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় কমিটির, কিন্তু তিনি যাননি। তিনি ‘এ’ ইউনিটের দায়িত্ব ‘এ’ ইউনিটের আহ্বায়ককে দিয়ে পালন করিয়েছেন।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “আসলে এই ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা নেই। তবে, নিয়মগুলো মেনেই করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করে কিছু হয়নি। আমরা বিবেচনা করেছি উনার (উপাচার্য) মেয়ে বাচ্চা। তিনি দূরে কোথাও দিতে চাচ্ছেন না। এটি বিবেচনা করা হয়েছে।”
সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, “এটি কেন্দ্রীয় পরীক্ষা কমিটিতে আলোচনা হয়েছিল।”
নিকটাত্মীয় কেউ পরীক্ষায় অংশগ্রহণ করলে পরীক্ষার কোনো দায়িত্বে থাকা যায় না, কিন্তু উপাচার্য থেকেছেন। এ নিয়ে ড. মাসুদা কামাল বলেন, “তিনি কেন্দ্রীয় কমিটির দায়িত্বে ছিলেন উপাচার্য হিসেবে। কিন্তু ‘এ’ ইউনিটে যেহেতু উনার মেয়ে পরীক্ষা দিয়েছেন। তাই ‘এ’ ইউনিটের কোনো কার্যক্রমে তিনি যাননি।”
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, “যেহেতু উপাচার্য কোনো স্থায়ী পদ নয়, সরকার চাইলে যেকোনো সময় সরিয়ে নিতে পারেন। সে ক্ষেত্রে এমন সুবিধাগুলো (পোষ্য কোটা) না নেওয়ায় ভালো। তিনি এখানে স্থায়ী কর্মকর্তা না, ডেপুটেশনে আসছেন। তাই এগুলো বড় বিতর্ক তৈরি করে। এখানে তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয় আছে। এছাড়া, কারো নিকটাত্মীয় যদি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন, তাহলে তার ভর্তি পরীক্ষা কার্যক্রমে থাকার সুযোগ নেই।”
তিনি আরো বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি ঘটেছে সেটি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। তবে একজন উপাচার্যের উচিত এমন বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলা। এসব বিতর্কিত বিষয়ে জড়িত হয়ে গেলে উপাচার্যের গ্রহণযোগ্যতা থাকে না।”
সার্বিক বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “আমি এখানে একা কিছু করিনি। একাডেমিক কাউন্সিল ও অন্যান্য জায়গা থেকে অনুমোদিত হয়েছে বিষয়টা। কোনো জায়গা থেকে আপত্তি জানানো হয়নি।”
ঢাকা/মেহেদী