‘ইন্ডাস্ট্রিতে সুনেরাহ্ ছাড়া আরও অভিনেত্রী আছে!’
Published: 25th, May 2025 GMT
ছবি: খালেদ সরকার
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ধর্মের ভিত্তিতে আমরা কাউকে বিবেচনা করি না: জামায়াতের আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “চা বাগানগুলোকে আধুনিক প্রযুক্তি দ্বারা সাজিয়ে শ্রমিক মালিকের মধ্যকার বৈষম্য দূর করতে হবে। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামে রয়েছে সর্বোচ্চ বিধান। শ্রমিকের জীবনমান উন্নয়নের জন্য তাদের শিক্ষিত করে কাজে লাগাতে হবে। জামায়াতের নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা নিয়ে আপনাদের পাশে দাঁড়াবে।”
তিনি আরো বলেন, “চা শ্রমিকদের শিক্ষিত করে আধুনিক বাগান ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করার চিন্তা আমাদের রয়েছে। ধর্মের ভিত্তিতে আমরা কাউকে বিবেচনা করি না। আমরা একটি বন্ধুপ্রতিম সমাজ গড়তে চাই।”
রবিবার (২৫ মে) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দখিনা দাওয়া পার্টি সেন্টারে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম সভায় সভাপতিত্ব করেন।
আরো পড়ুন:
সংস্কার-নির্বাচনের রোডম্যাপ চাইলেন জামায়াত আমির
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের সাক্ষাৎ শনিবার
ডা. শফিকুর রহমান বলেন, “চা শ্রমিকদের দায়িত্বও সরকারকে অন্যান্য নাগরিকদের মতো সমানভাবে নিতে হবে। তারা এখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা যদি জনগণের ভোটে দায়িত্ব পাই, তাহলে তাদের সম্মানের সঙ্গে বসবাস নিশ্চিত করব। তাদের সন্তানদের প্রতিভার বিকাশে পাশে থাকব।”
তিনি বলেন, “বন্দর ও করিডোর কাউকে দেওয়া হবে না। নির্বাচন উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হবে। আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে কল্যাণকর রাষ্ট্র গঠন করা হবে। যে সংসদে বসে সব ধর্ম-বর্ণ ও মতের মানুষের অধিকারের কথা চিন্তা করা হবে।”
এদিকে, উপজেলার কুলাউড়া মাল্টিপারপাস হল রুমে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তাবনা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, এমন একটি নির্বাচন হবে যেখানে ইতিহাস তৈরি হবে। প্রত্যেকটি মানুষ হাসিমুখে ভোট দিয়ে বের হবে। কেউ গিয়ে দেখবে না যে, একজনের ভোট আরেকজন দিয়ে এসেছে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরীর আমির মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির প্রকৌশলী এম. সায়েদ আলী, সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান ও প্রভাষক হামিদ খান, বর্তমান সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নিজাম উদ্দিন।
ঢাকা/আজিজ/মাসুদ