গাজীপুরে বাসের ধাক্কায় ওমর ফারুক (১৫) নামের এক শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা।

আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী এলাকায় মহাসড়কে অবস্থান নেয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরে বিচারের আশ্বাস দিলে বেলা একটার দিকে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থী ওমর ফারুক গাজীপুর মহানগরের শাহ সুফি ফসিহ উদ্দিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আহত হওয়ার খবর পেয়ে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে পোড়াবাড়ী এলাকায় এসে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, ওমর ফারুক আজ সকাল নয়টার দিকে বিদ্যালয়ে আসার পথে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির আলম এশিয়া পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে পড়ে মারাত্মক আহত হয়। মহাসড়কের পোড়াবাড়ীতে পদচারী–সেতু নির্মাণ ও বাসটি চিহ্নিত করে চালকের বিচার দাবিতে তারা বিক্ষোভ করছে বলে জানায়।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা আরও জানায়, কয়েক দিন আগে স্থানীয় রোভারপল্লী ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীকে মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়। ওই ঘটনার সুষ্ঠু বিচার এখনো পরিবার পায়নি। কোনো আসামিকেই এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি পরিবহনচালক ও কর্মচারীরা স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে নানা সময়ে বাক্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসবের স্থায়ী সমাধান চায় তারা।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ আছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবস থ

এছাড়াও পড়ুন:

চোখে আলো ফেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে কৃষককে হত্যা

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় চোখে টর্চলাইটের আলো পড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এরশাদ আলী (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পশ্চিম সোহাগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পশ্চিম সোহাগীপাড়া গ্রামের বাসিন্দা। খবর পেয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম সোহাগীপাড়া গ্রামে মানিক মিয়ার মুদিদোকানে যান এরশাদ আলী। এ সময় এরশাদ আলীর চোখে টর্চলাইটের আলো ফেলে বিরক্ত করেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে সাকিব মিয়া। এ নিয়ে দুজন বাগ্‌বিতণ্ডায় জড়ালে স্থানীয় লোকজন মিটমাট করে দেন। পরে এরশাদ আলীসহ সবাই যে যার মতো বাড়িতে চলে যান।

স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার সকাল ছয়টার দিকে এরশাদ আলীকে ডেকে নিয়ে আবার কথা-কাটাকাটি ও মারামারিতে জড়ান সাকিব ও তাঁর সঙ্গে আসা কয়েকজন। একপর্যায়ে এরশাদ আলীকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন আহত এরশাদ আলীকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে অভিযুক্ত সাকিব মিয়াসহ তিনজনকে আটক করে পুলিশ।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, পুলিশ তিনজনকে আটক করেছে। নিহত এরশাদ আলীর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • দেশজুড়ে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
  • দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক
  • এনসিএল: তিন সেঞ্চুরি ও মিরপুরে উইকেটের মিছিল
  • রংপুরকে পেয়েই আবার নাঈমের সেঞ্চুরি, সেঞ্চুরি মাহফিজুল ও সাদিকুরেরও
  • মার্কস অলরাউন্ডার: ময়মনসিংহ ও দিনাজপুরসহ ৯ জেলায় কবে কোথায় প্রতিযোগিতা
  • চোখে আলো ফেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে কৃষককে হত্যা
  • রাতে বাড়িতে পুলিশের অভিযান, ভোরে ধানখেতে পাওয়া গেল রক্তাক্ত মরদেহ
  • সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • পূর্বধলায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২