জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশে আর কেউ একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে পারবে না। জনগণের চেয়ে রাষ্ট্রব্যবস্থায় আর কেউ বেশি ক্ষমতা রাখতে পারবে না। তাই এ বাংলাদেশে বিনির্মাণে আমরা চট্টলাবাসীর সহযোগিতা চাই।

রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারার চাতুরী চৌমুহনী বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘ লড়াইয়ের পর জুলাই-আগস্টে শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। এ বাংলাদেশে যেমন কথা বলতে, প্রশ্ন করতে ভয় লাগে না তেমনি পরবর্তী বাংলাদেশকে অবশ্যই জবাবদিহিতামূলক করে গড়ে তুলতে হবে। যে বাংলাদেশে আর ইউএনও, ওসি দিয়ে রাতের নির্বাচন হবে না। যে বাংলাদেশ হবে- ইসলাম নিয়ে যারা চর্চা করে তাদের আর নির্যাতন করা হবে না, যে বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা.

তাসনিম জারা বলেন, এনসিপি চায় সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে। আমরা চাই এমন বাংলাদেশ, যে দেশে জনসাধারণের জন্য রাষ্ট্র কাজ করবে। দুর্নীতি দমন কমিশন, পুলিশ, প্রত্যেকটি মন্ত্রণালয়, সচিবালয় জনগণের জন্য কাজ করবে। তাই সকলের সহযোগিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। এনসিপির পথচলা অনেক লম্বা, অনেক বাধাবিপত্তি ও আসবে। তাই দেশবাসী পাশে থাকলে আমরা সংগ্রাম চালিয়ে যেতে পারবো।

এসময় উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবাইরুল আলম মানিক, সংগঠক আরমান হোসাইন, আজিজুর রহমান রিজভী প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ত য় ন গর ক প র ট এনস প এনস প

এছাড়াও পড়ুন:

বিবৃতি দিয়ে আমাদের আটকাতে পারবেন না, ভয় পাই না: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘‘বিবৃতি দিয়ে আমাদের আটকাতে পারবেন না। আমরা বিবৃতিকে ভয় পাই না। আমরা মিডিয়ায় সংস্কার করেই ছাড়বো। নির্বাচন তারাই পিছিয়ে দিয়েছে, যারা সংস্কার পিছিয়ে দিয়েছে। আপনারা সংস্কার ছাড়া নির্বাচনের রব তুলে নির্বাচনবিরোধী গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’’

সোমবার (৭ জুলাই) রাতে পাবনার শহীদ চত্বরে জুলাই পদযাত্রার পথসভায় বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

পাবনাবাসী তরুণ প্রজন্মকে ভারত, আওয়ামী লীগ আর মিডিয়ার ষড়যন্ত্র থেকে সচেতন থাকতে হবে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, ‘‘একটি দল আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলছেন এই অভ্যুত্থানের আইনগত ভিত্তি নেই। তারা নতুন করে মুজিববাদের ঠিকাদারী শুরু করেছে। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা আমাদের দ্বিতীয় বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করবো। আগামী ৩ আগস্ট চলো চলো ঢাকা চলো কর্মসূচি দেবো।’’

আরো পড়ুন:

রাজনৈতিক দলগুলো চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে: নাহিদ ইসলাম

ভোটাররা ২০০ টাকা দিয়ে ভোট বিক্রি করেন: হাসনাত

মিডিয়াকর্মীদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘অনেক মিডিয়াকর্মী নিরলসভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের জন্য সকল সাংবাদিকের ইমেজ ক্ষুন্ন হচ্ছে। আপনারা বিবৃতি দিয়ে আমাদের আটকাতে পারবেন না। আমরা বিবৃতিকে ভয় পাই না। আমরা মিডিয়ায় সংস্কার করেই ছাড়বো। মিডিয়াকে মাফিয়া চক্র মুক্ত করেই ছাড়বো। এই হাসনাত আব্দুল্লাহ থামবে না।’’ 

‘‘প্রিয় তরুণ প্রজন্ম আপনাদের সচেতন থাকতে হবে। সত্যকে সত্য বলতে হবে। পাপের ইনকাম নিয়েও প্রশ্ন করতে হবে। দুর্নীতিবিরোধী অভিযান শুরু হোক নিজের ঘর থেকে,’’ বলেন দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক।

পথসভায় সংগঠনটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে বিকেল ৫টায় পাবনার পথসভা শুরু হওয়ার কথা থাকলেও এনসিপি নেতৃবৃন্দ পাবনায় পৌঁছান রাত দশটার পরে। গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত শহীদ চত্বরে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণীপেশার মানুষসহ শিক্ষার্থীরা।

সভা শেষে এনসিপি নেতারা কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন। সেখানে রাত্রিযাপন শেষে মঙ্গলবার কুষ্টিয়া ও আশপাশের জেলাগুলোতে পথসভা করার কথা রয়েছে।

শাহীন//

সম্পর্কিত নিবন্ধ

  • ঝিনাইদহে এনসিপির পথসভায় নেতারা বললেন, হাসিনার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়
  • এনসিপির জুলাই যাত্রা খুলনায় যাবে শুক্রবার, দুটি স্থানে হবে পথসভা
  • খুলনায় এনসিপির সমাবেশে ২০ হাজার লোক সমাগমের প্রস্তুতি
  • ভাত-কাপড়ের নিশ্চয়তা থাকবে, এমন রাষ্ট্রব্যবস্থা গড়তে হবে: আখতার হোসেন
  • বিচার, সংস্কার ছাড়া নির্বাচন মানব না
  • জনগণ পাশে থাকলে দিল্লি পালাতে হয় না, লন্ডন থাকতে হয় না: হাসনাত আবদুল্লাহ
  • হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যৎ নষ্ট করে নিজের ছেলের ভবিষ্যৎ গড়ে
  • আবরার ফাহাদের পথ ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছি: নাহিদ
  • আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি: নাহিদ
  • বিবৃতি দিয়ে আমাদের আটকাতে পারবেন না, ভয় পাই না: হাসনাত আব্দুল্লাহ