সিলেট নগরকে উত্তর ও দক্ষিণ—দুই ভাগে বিভক্ত করেছে সুরমা নদী। কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে নগরের বিভিন্ন অংশে নদীর দুই পারই ভাঙছে। এ ছাড়া ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পার উপচে পানি ঢুকে বন্যাও দেখা দিচ্ছে। এবার বর্ষা আসার আগেই শুরু হয়েছে নদীভাঙন। এ অবস্থায় শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবি উঠেছে।

ভাঙনকবলিত এলাকার লোকজন বলছেন, নগরের উত্তর অংশে কালীঘাট আমজাদ আলী রোড গাঙপার এবং দক্ষিণ অংশে খোজারখলা এলাকায় চলতি বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই নদীভাঙন শুরু হয়েছে। এতে উভয় অংশে বাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকিতে পড়েছে। এ ছাড়া নগরের কুশিঘাট এলাকায় নদীর উভয় পারই ক্রমাগত ভাঙছে। অন্যান্য বছর এ তিনটি এলাকায় নদীভাঙন থাকলেও চলতি বছর ভাঙনের তীব্রতা বেশি।

আমজাদ আলী রোড গাঙপার এলাকার পাশেই মাছিমপুর এলাকা। ওই এলাকার বাসিন্দা আবদুল্লাহ (২৪) সোবহানীঘাট সবজি বাজারে শ্রমিক হিসেবে কাজ করেন। গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে আমজাদ আলী রোড গাঙপারের নদীভাঙনকবলিত এলাকায় দাঁড়িয়ে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘১০ থেকে ১৫ দিন আগে ভাঙন শুরু হইছে। প্রথমে ফাটা দিছে। পরে লায় লায় (ধীরে ধীরে) পার ভাঙছে। এখন প্রতিদিন ভাঙতাছে।’

সিলেটে সুরমা নদীর এপার–ওপার দুপারই ভাঙছে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এল ক য়

এছাড়াও পড়ুন:

সুরমা নদীর এপার ভাঙছে, ওপারও ভাঙছে, যমুনা অয়েলের ডিপো ঝুঁকিতে

সিলেট নগরকে উত্তর ও দক্ষিণ—দুই ভাগে বিভক্ত করেছে সুরমা নদী। কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে নগরের বিভিন্ন অংশে নদীর দুই পারই ভাঙছে। এ ছাড়া ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পার উপচে পানি ঢুকে বন্যাও দেখা দিচ্ছে। এবার বর্ষা আসার আগেই শুরু হয়েছে নদীভাঙন। এ অবস্থায় শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবি উঠেছে।

ভাঙনকবলিত এলাকার লোকজন বলছেন, নগরের উত্তর অংশে কালীঘাট আমজাদ আলী রোড গাঙপার এবং দক্ষিণ অংশে খোজারখলা এলাকায় চলতি বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই নদীভাঙন শুরু হয়েছে। এতে উভয় অংশে বাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকিতে পড়েছে। এ ছাড়া নগরের কুশিঘাট এলাকায় নদীর উভয় পারই ক্রমাগত ভাঙছে। অন্যান্য বছর এ তিনটি এলাকায় নদীভাঙন থাকলেও চলতি বছর ভাঙনের তীব্রতা বেশি।

আমজাদ আলী রোড গাঙপার এলাকার পাশেই মাছিমপুর এলাকা। ওই এলাকার বাসিন্দা আবদুল্লাহ (২৪) সোবহানীঘাট সবজি বাজারে শ্রমিক হিসেবে কাজ করেন। গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে আমজাদ আলী রোড গাঙপারের নদীভাঙনকবলিত এলাকায় দাঁড়িয়ে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘১০ থেকে ১৫ দিন আগে ভাঙন শুরু হইছে। প্রথমে ফাটা দিছে। পরে লায় লায় (ধীরে ধীরে) পার ভাঙছে। এখন প্রতিদিন ভাঙতাছে।’

সিলেটে সুরমা নদীর এপার–ওপার দুপারই ভাঙছে

সম্পর্কিত নিবন্ধ