কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে একটি নীলগাই মারা গেছে। গতকাল শনিবার ভোরের দিকে পার্কের বন্য প্রাণী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নীলগাইটি মারা যায়। বর্তমানে পার্কটিতে দুটি নীলগাই রয়েছে।

সাফারি পার্ক সূত্র জানায়, ১১ মে পঞ্চগড় থেকে আহত অবস্থায় প্রাপ্তবয়স্ক ওই স্ত্রী নীলগাইটি উদ্ধার করে স্থানীয় লোকজন। ১৫ মে নীলগাইটি ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়। তখন থেকে পার্কের হাসপাতালে চিকিৎসাধীন ছিল প্রাণীটি। গতকাল ভোরে নীলগাইটির মৃত্যু হয়। দুপুরে নীলগাইটির ময়নাতদন্ত সম্পন্ন করেন চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফ উদ্দিন ও সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন খাতেম জুলকারনাইন। এরপর পার্কের ভেতরে নীলগাইটির মরদেহ মাটিচাপা দেওয়া হয়।

ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন খাতেম জুলকারনাইন বলেন, যখন নীলগাইটি পার্কে হস্তান্তর করা হয়, তখনই প্রাণীটির চার পাসহ শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া যায়। এমনকি সামনের ডান পায়ের জয়েন্ট ভেঙে ক্ষত তৈরি হয়ে পুঁজ বের হচ্ছিল। ক্ষতস্থানে জীবাণু আক্রমণের ফলে নীলগাইটি রোগ প্রতিরোধের শারীরিক সক্ষমতাও হারিয়ে ফেলে। এ কারণে নীলগাইটির মৃত্যু হয়েছে।

নীলগাই বিলুপ্ত প্রজাতির একটি বন্য প্রাণী। গাই হিসেবে পরিচিত হলেও নীলগাই গরু শ্রেণির নয়। এটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হরিণ শ্রেণির প্রাণী। ২০১৫ সালের আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) বাংলাদেশের লাল তালিকায় বলা হয়েছে, বাংলাদেশ থেকে ৩১ প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। এর মধ্যে একটি নীলগাই।

চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূরজাহান বলেন, দেখতে ঘোড়ার মতো হলেও নীলগাই প্রকৃতপক্ষে অ্যান্টিলোপ জাতীয় প্রাণী। প্রাণীটি সাধারণত দল বেঁধে থাকতে পছন্দ করে। ১৯৪০ সালের আগে বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাট এলাকার বনে প্রাণীটির দেখা মিলত। বাসস্থান ও খাদ্যের অভাবসহ প্রতিকূল পরিবেশের কারণে প্রাণীটি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। তবে কয়েক বছর ধরে মাঝেমধ্যে যে কয়েকটি নীলগাই উদ্ধারের খবর পাওয়া যায়, সেগুলো মূলত ভারত থেকে আসা। বর্তমানে ভারত ছাড়াও পাকিস্তান ও নেপালে নীলগাইয়ের বসবাস রয়েছে। সীমান্ত পেরিয়ে আসা নীলগাইগুলো বেশির ভাগ ক্ষেত্রে স্থানীয় লোকজনের দ্বারা আক্রান্ত হচ্ছে, অথবা সীমান্তের কাঁটাতারের বেড়ায় লেগে আঘাতপ্রাপ্ত হচ্ছে।

অসুস্থ নীলগাইটি মারা যাওয়ার পর বর্তমানে পার্কে দুটি নীলগাই রয়েছে বলে জানান ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর আলম। প্রথম আলোকে তিনি বলেন, এর মধ্যে একটি স্ত্রী লিঙ্গের, অন্যটি পুরুষ। গত ১৪ এপ্রিল স্ত্রী নীলগাইটি পঞ্চগড় ও পুরুষ নীলগাইটি গাজীপুরের সাফারি পার্ক থেকে আনা হয়। ওই দুটি নীলগাই সুস্থ রয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বন য প র ণ

এছাড়াও পড়ুন:

তিউনেসিয়ায় প্রেসিডেন্টকে নিয়ে খবর না দেখায় কারাদণ্ড

টেলিভিশনে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদকে নিয়ে সম্প্রচারিত একটি খবর দেখতে অস্বীকৃতি জানানোয় একজন তিউনিসীয় বন্দীকে বাড়তি আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির একটি মানবাধিকার সংস্থা এবং ওই বন্দীর আইনজীবী গত শুক্রবার এ কথা জানিয়েছেন।

আইনজীবী আদেল সাগাইর বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে প্রথমে দণ্ডবিধির ৬৭ ধারায় অভিযোগ আনা হয়েছিল। এই ধারা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে অপরাধের সঙ্গে সম্পর্কিত। পরে মামলাটির রাজনৈতিক দিকটি আড়াল করতে ওই ধারা পরিবর্তন করে জনসমক্ষে অশোভন আচরণের অভিযোগ আনা হয়।

তিউনিসিয়া লিগ ফর হিউম্যান রাইটসের গাফসা শহর শাখা জানায়, ওই বন্দী তাঁর কারাকক্ষের টেলিভিশনে প্রেসিডেন্টকে নিয়ে সম্প্রচারিত একটি সংবাদ দেখতে অস্বীকৃতি জানিয়েছিলেন। 

সাইদ ২০১৯ সালের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন। ২০২১ সালে একচেটিয়াভাবে দেশটির সার্বিক ক্ষমতা দখল করেন। এর পর থেকে ডিক্রি দিয়ে শাসন করেছেন।

গত বছরের অক্টোবরে উত্তর আফ্রিকার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পান কাইস সাইদ। তবে নির্বাচনে ভোট পড়ার হার ছিল দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে কম।

সম্পর্কিত নিবন্ধ