সরকারি চাকরি অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করছেন। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর সমকালে বলেন, সরকারি চাকরি আইন, ২০১৮-তে সব আচরণবিধি ও অন্যান্য বিধান বিবৃত আছে। এখন অধ্যাদেশের মাধ্যমে নিবর্তনমূলক ধারা সংযোজন করা হচ্ছে। এটি কালাকানুন। তারা দ্রুত এটি প্রত্যাহার চান।

কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মো.

বাদিউল কবির ও কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেটের সামনে বিক্ষোভ করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঈদের সরকারি ছুটিতে ৩ দিন শিল্প এলাকায় ব্যাংক খোলা

ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের সরকারি ছুটি। এই সময়ের মধ্যে ৩ দিন শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (২৫ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং শিল্প কারখানায় কর্মরত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের বেতন বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার জন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ৫ জুন বৃহস্পতিবার সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সীমিত লোকবলের মাধ্যমে ব্যাংকিং লেনদেন পরিচালিত হবে।

আরো পড়ুন:

দি প্রিমিয়ার ব্যাংকের ব্যাংকাসুরেন্স কার্যক্রমের উদ্বোধন

সাবেক মেয়র খালেক ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

এছাড়া ওষুধ, শিল্প খাতসহ আমদানি ও রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান বা গ্রাহকদের গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেন সম্পাদনের লক্ষ্যে ১১ জুন (বুধবার) ও ১২ জুন (বৃহস্পতিবার) সরকারি ছুটির দিন ব্যাংকের স্বীয় বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখা সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হবে। সরকারি ছুটির আলোচ্য তিন দিন ব্যাংক খোলা থাকবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্দেশনায় আরো বলা হয়, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

ঢাকা/এনএফ/

সম্পর্কিত নিবন্ধ