হার্ভার্ডে ভর্তির চিঠি হাতে নিয়েও খুশি হতে পারছেন না লিন
Published: 25th, May 2025 GMT
তাইওয়ানের শিক্ষার্থী ইউ-হুসুয়ান লিন। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার স্বপ্ন তাঁর। সুযোগও পেয়েছেন। হার্ভার্ডে ভর্তির চিঠি লিনের হাতে এসেছে। আসছে সেপ্টেম্বরে ক্লাস শুরু হওয়ার কথা। কিন্তু হঠাৎই সবকিছু যেন অনিশ্চয়তার মেঘে ঢেকে গেছে।
হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কারণে লিনের এই অনিশ্চয়তা। তাইওয়ানের রাজধানী তাইপেতে নিজের অ্যাপার্টমেন্টে বসে রয়টার্সকে সেই গল্প বলেন লিন। তিনি বলেন, ‘স্বপ্ন পূরণে আমার যাত্রা যতটা কঠিন হবে ভেবেছিলাম, তার চেয়েও বেশি কঠিন হয়েছে। এখনো বেশ কিছু অনিশ্চয়তা রয়ে গেছে।’
লিন আরও বলেন, ‘বছরের অর্ধেকজুড়ে যেসব পরিবর্তন এসেছে, ভেবেছিলাম তা মেনে নেওয়া সম্ভব হবে। কিন্তু এ নিয়ম বিশেষভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু বানিয়ে তৈরি করা হয়েছে। তাই মনে হচ্ছে, এতে আমি সত্যি ভুক্তভোগী হয়েছি। এ জন্য আমি কিছু্টা উদ্বিগ্ন।’
এই উদ্যোগকে কেমব্রিজসহ যুক্তরাষ্ট্রের অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান প্রচারের অংশ হিসেবে দেখা হচ্ছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এ নিয়ম মার্কিন সংবিধান ও অন্যান্য কেন্দ্রীয় আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’।
আরও পড়ুনহার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্পের পরিকল্পনা সাময়িক স্থগিত করলেন আদালত২৩ মে ২০২৫যদিও গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের একটি আদালত ট্রাম্প প্রশাসনের এ আদেশ আটকে দিয়েছেন। এরপরও যুক্তরাষ্ট্রের ভিসার অপেক্ষায় থাকা লিনের মন থেকে অনিশ্চয়তার মেঘ কাটছে না।
পরিবর্তিত পরিস্থিতিতে সামনে এখন দুটি বিকল্প। হার্ভার্ডে পড়াশোনার স্বপ্ন আপাতত স্থগিত রাখা। কিংবা যুক্তরাজ্য বা ইউরোপের অন্য কোনো দেশে মাস্টার্সের জন্য আবেদন করা, এমনটাই বলেন লিন।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কি বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল হচ্ছে২৩ মে ২০২৫ট্রাম্প প্রশাসনের নতুন এ সিদ্ধান্তের কারণে তাইওয়ানের ৫২ জন শিক্ষার্থী ভুক্তভোগী হতে পারেন। তাইওয়ানের শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে দ্বীপটির সরকারি কেন্দ্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
তাইওয়ানের আরেক শিক্ষার্থী ভিন্স এ বছর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জনস্বাস্থ্য নিয়ে পড়াশোনা শুরু করার পরিকল্পনা করছিলেন। তিনি বলেন, ‘আমরা অবশ্যই বেশ বিচলিত বোধ করছি। তাইওয়ানের একটি ছোট শহর থেকে হার্ভার্ড অবধি আসাটা আমার জন্য একটি স্বপ্নের মতো।’
আরও পড়ুনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করেছে ট্রাম্প প্রশাসন২২ মে ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জিমেইলে পাসকি ব্যবহার করবেন যেভাবে
পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে অনেকেই জিমেইলে প্রবেশ করতে পারেন না। এ কারণে নিয়মিত কাজে ব্যাঘাত ঘটার পাশাপাশি বিভিন্ন ধরনের জটিলতার মুখোমুখি হন অনেকে। তবে চাইলেই জিমেইলের ‘পাসকি’ সুবিধা কাজে লাগিয়ে এ সমস্যার সমাধান করা সম্ভব।
পাসকি ব্যবহার করলে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন নেই। আর তাই ব্যবহারকারীরা আঙুলের ছাপ, মুখের ছবি বা স্মার্টফোনের স্ক্রিন লক ব্যবহার করে সহজে ও নিরাপদে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন। পাসকি হলো একধরনের ডিজিটাল অথেনটিকেশন ব্যবস্থা, যা পাসওয়ার্ডের তুলনায় অনেক বেশি সুরক্ষিত। পাসওয়ার্ডের মতো এটি লেখা বা শেয়ার করা যায় না, ফিশিং আক্রমণে চুরি করা সম্ভব নয় এবং তথ্য ফাঁসের ঝুঁকিও থাকে না। ফলে ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকে। জিমেইলে পাসকি সুবিধা চালুর পদ্ধতি জেনে নেওয়া যাক।
জিমেইলে পাসকি সুবিধা চালুর জন্য গুগল অ্যাকাউন্টে সাইন ইন থাকা অবস্থায় অ্যাকাউন্টের পাসকি সাইন ইন পেজে প্রবেশ করতে হবে। এরপর নিরাপত্তা যাচাইয়ের জন্য বর্তমান পাসওয়ার্ড লিখে ‘ক্রিয়েট আ পাসকি’ অপশনে আঙুলের ছাপ বা মুখের ছবি যুক্ত করতে হবে। এবার প্রদর্শিত উইন্ডোতে ‘কনটিনিউ’ ক্লিক করার পর ব্রাউজার পাসকি ব্যবহারের অনুমতি চাইলে ‘অ্যালাউ’ নির্বাচন করতে হবে। পাসকি চালু হলে গুগলের যেকোনো সাইন ইন পেজে ই–মেইল ঠিকানা লেখার পর পাসওয়ার্ড টাইপ করার পরিবর্তে আঙুলের ছাপ বা মুখের ছবি দিলেই কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।
আরও পড়ুনজিমেইলের এই পাঁচ সুবিধার কথা জানেন তো০২ জুলাই ২০২৪প্রসঙ্গত, পাসকিতে ‘পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি’ নামের প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে হ্যাকারদের পক্ষে ব্যবহারকারীদের কোনো তথ্য চুরি করা সম্ভব হয় না।