১৭ মে ছিলেন শারজায়। ১৮ মে দিল্লি। শারজায় বাংলাদেশ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি–টোয়েন্টি খেলেই রওনা হয়েছিলেন ভারতে। ২০ ঘণ্টার কম সময়ের মধ্যে দিল্লি ক্যাপিটালসের জার্সি পরে নেমে পড়েন গুজরাট টাইটানসের বিপক্ষে।
এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমানের শুরুটা ছিল এমনই ব্যস্ততায় ঘেরা। খেলা শেষ করে বিমানে, বিমান থেকে নেমে খেলায়। মোস্তাফিজ যোগ দেওয়ার পর দিল্লি ম্যাচ খেলেছে তিনটি। তিনটিতেই খেলেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
মোস্তাফিজকে দিল্লি নিয়েছিল বদলি খেলোয়াড় হিসেবে। এ মাসের শুরুর দিকে ভারত–পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে আইপিএল স্থগিত হয়ে গেলে বিদেশি ক্রিকেটাররা ভারত ছেড়ে যান। এক সপ্তাহ পর আবার খেলা শুরু হলেও বিদেশিদের কেউ কেউ আর ফেরেননি। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক ফিরবেন না বলে দেওয়ায় দিল্লি বদলি হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ায়।
দিল্লির হয়ে ডেথ ওভারের দায়িত্ব সামলেছেন মোস্তাফিজ।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ব্যবসায়িক দ্বন্দ্বে সোহাগকে হত্যা: ডিএমপি
ব্যবসায়িক দ্বন্দ্বে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন, চাঁদাবাজি নয়, ভাঙারি ব্যবসা এবং একটি দোকানে কারা ব্যবসা করবে তা নিয়ে দ্বন্দ্ব চলছিল। হত্যাকাণ্ডের শিকার সোহাগ এবং হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের একসঙ্গে ব্যবসাও ছিল।
বিস্তারিত আসছে...