ভারতের প্রয়াত রাষ্ট্রপতি, পরমাণুবিজ্ঞানী এ পি জে আবদুল কালামকে নিয়ে আবার সিনেমা হচ্ছে বলিউডে। তাঁর জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরমের শৈশবকাল থেকে রাস্ট্রপতি ভবনে পা রাখার নানা কথা আর গল্প থাকবে এই সিনেমায়।

আর এই সিনেমায় কালামের ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণি তারকা ধানুশ। গত বুধবার রাতে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে ধানুশ প্রথম ঘোষণা করেছিলেন তাঁর আগামী ছবি ‘কালাম: দ্য মিসাইল ম্যান অব ইন্ডিয়া’র কথা।

ভারতের তামিলনাড়ু রাজ্যের রামনাথস্বামী জেলার রামেশ্বরমে ১৯৩১ সালের ১৫ অক্টোবর জন্মেছিলেন এ পি জে আবদুল কালাম। ৮৩ বছর বয়সে মারা যান ২০১৫ সালের ২৭ জুলাইয়ে। মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মারা যান তিনি। এই পরমাণুবিজ্ঞানী ভারতের রাস্ট্রপতি ছিলেন ২০০২ সালের ২৫ জুলাই থেকে ২০০৭ সালের ২৫ জুলাই পর্যন্ত।

কালামের জীবনভিত্তিক এই সিনেমা পরিচালনা করছেন ওম রাউত। ওম রাউত এর আগে ২০২৩ সালে বিগ বাজেটের ছবি ‘আদিপুরুষ’ নির্মাণ করলেও সে ছবি সাফল্যের মুখ দেখেনি। সেই ছবিতে অভিনয় করেছিলেন সাইফ আলী খান, প্রভাস, কৃতি শ্যানন, সানি সিং প্রমুখ তারকারা।

আরও পড়ুননয়নতারা-ধানুশ দ্বন্দ্ব প্রকাশ্যে, অভিনেত্রীর তিন পৃষ্ঠার চিঠি১৬ নভেম্বর ২০২৪.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৭ থেকে ১০ জুলাই) কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসি।

শনিবার (১২ জুলাই) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ব্র্যাক ব্যাংক পিএলসির গড়ে ২৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৪৯ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

আরো পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ইয়াকিন পলিমার

ডিএসইতে সাপ্তা হিক দাম বাড়ার শীর্ষে রহিম টেক্সটাইল

তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের ১৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তা ছিল মোট লেনদেনের ২.৪৯ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির ১৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তা ছিল ডিএসইর লেনদেনের ২.২১ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল রিসোর্টের ১২ কোটি ৬২ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১২ কোটি ১০ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০ কোটি ৮৪ লাখ টাকা, বিএসসির ১০ কোটি ৬১ লাখ টাকা, অগ্নি সিস্টেমের ৯ কোটি ৩৫ লাখ টাকা, সিটি ব্যাংকের ৯ কোটি ১৩ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ