ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন পদত্যাগ করেছেন
Published: 27th, May 2025 GMT
ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন।
ব্যাংকটির পরিচালনা পর্ষদের কাছে আজ তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং পর্ষদ তা গ্রহণও করেছে। এখন বাকি আছে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন।
২০১৫ সালের নভেম্বরে এমডি ও সিইও হিসেবে ব্র্যাক ব্যাংকের নেতৃত্বে আসেন সেলিম আর এফ হোসেন। বিভিন্ন দফায় মেয়াদ বৃদ্ধির পর আগামী বছরের মার্চ মাসে তাঁর চলে যাওয়ার কথা ছিল।
জানতে চাইলে সেলিম আর এফ হোসেন আজ দুপুরে প্রথম আলোকে বলেন, আজ তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করলেন, মেয়াদ কি শেষ হয়ে গিয়েছিল, এমন প্রশ্নের জবাবে সেলিম আর এফ হোসেন বলেন, পদত্যাগের কারণ সম্পূর্ণ ব্যক্তিগত। তবে মেয়াদ ছিল আরও ৯ মাসের মতো।
অন্য কোনো ব্যাংকে যোগ দিচ্ছেন কি না, তা জানতে চাইলে সেলিম আর এফ হোসেন বলেন, ‘আপাতত না। ছুটি কাটাব।’
ব্যাংকের কর্মীদের কাছে পাঠানো এক গ্রুপ ই–মেইলেও সেলিম আর এফ হোসেন বলেছেন, ব্যাংকে আজই তাঁর শেষ কর্মদিবস। জানা গেছে, ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের প্রধান তারেক রেফাত উল্লাহ খানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দিয়েছে।
সেলিম আর এফ হোসেন ২০২৪-২৫ মেয়াদে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান। এখন সেখানেও পরিবর্তন আসবে বলে জানা গেছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত