ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের হুমকি যুক্তরাষ্ট্র সরকারের
Published: 27th, May 2025 GMT
যুক্তরাষ্ট্রে অভিবাসনসংক্রান্ত নিয়মকানুন কঠোর করার মধ্যেই মার্কিন সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সতর্ক করে বলা হয়েছে, তাঁরা যদি ‘ক্লাস না করেন বা কাউকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যান, তাহলে তাঁদের ভিসা বাতিল হতে পারে।
ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্র সরকারের ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে। শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া ওই ঘোষণায় লেখা হয়েছে, ‘আপনারা যদি কোর্স থেকে ঝরে পড়েন, ক্লাসে অনুপস্থিত থাকেন বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যান, তাহলে আপনাদের শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। আপনারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার অযোগ্য হয়ে পড়তে পারেন। যেকোনো সমস্যা এড়াতে আপনার ভিসার শর্তগুলো মেনে চলুন এবং শিক্ষার্থী পরিচয় বজায় রাখুন।’
যুক্তরাষ্ট্রজুড়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৈধতা বাতিল করার সিদ্ধান্ত থেকে ট্রাম্প প্রশাসনকে আদালত সাময়িকভাবে আটকে দেওয়ার প্রায় চার দিন পর এমন বিজ্ঞপ্তি এল। ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক বলেছেন, আগের সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে হওয়া একটি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৈধতা বাতিল করতে পারবে না।
গত বৃহস্পতিবার ওকল্যান্ডের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জেফ্রি এস হোয়াইট একটি নিষেধাজ্ঞা জারি করেন। মার্কিন বার্তা সংস্থা এপি বলেছে, এর মধ্য দিয়ে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকার শুধু ভিসার ভিত্তিতে শিক্ষার্থীদের গ্রেপ্তার, কারাগারে রাখা বা স্থানান্তর করতে পারবে না।
তবে অন্য কারণে এখনো শিক্ষার্থীদের গ্রেপ্তার করার সুযোগ থাকছে। যদি কোনো শিক্ষার্থী সহিংস অপরাধে দোষী সাব্যস্ত হন এবং এক বছরের বেশি মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে তাঁর ভিসা বা বৈধ অবস্থান বাতিল করা যেতে পারে।
আরও পড়ুনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করেছে ট্রাম্প প্রশাসন২২ মে ২০২৫এপির প্রতিবেদন অনুযায়ী, অভিবাসী ও বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিযানের অংশ হিসেবে এ বসন্তে যুক্তরাষ্ট্রে ৪ হাজার ৭০০-এর বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর পড়াশোনার অনুমতি বাতিল করা হয়েছে। সময় না দিয়ে হুট করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আরও অন্তত ২৯৫ জন ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
লোকসভার সদস্য রাজা রাম সিংয়ের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, যেসব ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হচ্ছে, তাঁদের ধর্মীয় বিশ্বাস বজায় রাখা ও পছন্দ অনুযায়ী খাবারদাবার নিশ্চিত করার জন্য ভারত সরকার যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়েছে।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কি বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল হচ্ছে২৩ মে ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।