নারায়ণগঞ্জের বন্দরে ঈদের দিন বিএনপি নেতা সাবেক ছাত্রদলের সভাপতি জাকির খানের নাম বিক্রি করে ২ শতাধিক পরিবারের ঘর থেকে কোরবানীর চামড়া লুট করার অভিযোগ পাওয়া গেছে।

বন্দরের আমিন আবাসিক, লেজারার্স আবাসিক ও রূপালী আবাসিক এলাকায় রাজু নামের সন্ত্রাসী দলবল নিয়ে জাকির খানের ভয় দেখিয়ে টাকা না দিয়ে ২ শতাধিক পরিবারর কাছ থেকে কোরবানীর চামড়া লুট করে নিয়ে যায়। 

তবে এ ব্যপারে জাকির থান বলেন, আমার নাম করে কেউ চাঁদা চাইলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।

স্থানীয়রা জানান, সন্ত্রাসী রাজু দীর্ঘ দিন ধরে এলাকায় জাকির খানের নাম ব্যবহার করে বন্দর খেয়াঘাট এলাকায় অফিস বানিয়ে চাঁদাবাজি করে বেড়াচ্ছে। অবশেষে কোরবানীর চামড়া লুট করে নিয়ে গেছে। 

আলীম নামে একজন বলেন, আমি রাজুকে বলেছি চামড়া নিয়ে যাচ্ছেন এটা গরীবের হক। তখন রাজু বলেন, এটা জাকির খানের নির্দেশ। কোন টাকা দেয়া যাবে না। আমরা দীর্ঘ দিন আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত।

এখন এ চামড়া বিক্রির কলে ছেলে ফেলেদের দিতে হবে টাকা চাইবেন না। এভাবে তারা বাড়ি বাড়ি গিয়ে কোরবানীর চামড়াগুলি টাকা না দিয়ে লুট করে নিয়ে যায়। 

এ বিষয়ে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ক রব ন ল ট কর

এছাড়াও পড়ুন:

সন্তানদের কেন আড়ালে রাখেন আনুশকা

ক্রিকেট নাকি হিন্দি সিনেমা—ভারতের কোনটি বেশি জনপ্রিয় বলা মুশকিল। তাই ক্রিকেট তারকা বিরাট কোহলি আর বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা যখন বিয়ে করেন, তখন অবধারিতভাবেই তাঁরা হয়ে ওঠেন দেশটির সবচেয়ে আলোচিত দম্পতির একজন। বিয়ের পর দুই সন্তানের মা হয়েছেন আনুশকা। চার বছরের কন্যা ভামিকা ও ১৫ মাসের পুত্র আকয়। দুই সন্তানকে এই তারকা দম্পতি যেভাবে বড় করছেন, সেটাও প্রশংসিত হচ্ছে।

ক্রিকেট মাঠে আনুশকা ও বিরাট। আনুশকার ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ