হাতে আছে আর মাত্র এক দিন। চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল আগামীকালের মধ্যে ঘোষণা করতে হবে। দল ঘোষণার পর অদলবদল করার জন্য হাতে এক মাস সময় থাকবে। তবে প্রাথমিকভাবে খেলোয়াড় তালিকা জমা দেওয়ার জন্য ১২ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি।

ইংল্যান্ড অনেক আগেই প্রাথমিক দল ঘোষণা করেছে। আজ আর আগামীকালের মধ্যে বাকি দলগুলোও প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার কথা। কিন্তু এর মধ্যেই আজ ক্রিকেট–বিষয়ক খবরের ওয়েবসাইট ক্রিকবাজ খবর দিয়েছে, ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল ঘোষণা করতে দেরি হতে পারে। বিসিসিআইয়ের সূত্র জানিয়েছে, আইসিসির কাছে সময় বাড়ানোর আবেদন করতে পারে তারা।

ভারতের পেসার মোহাম্মদ শামি। তাঁকে চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখতে চায় নির্বাচকেরা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বরগুনায় বিএনপির ৪৬৬ ইউনিটের কমিটি বিলুপ্ত

বরগুনা জেলার সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। এ জেলার ৪৬৬ ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়েছে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন।

বরগুনা জেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বরগুনার ছয়টি উপজেলা, চারটি পৌরসভা ও ৪২টি ইউনিয়ন আছে। এর মধ্যে ৪২টি ইউনিয়নে ৪২টি কমিটি ও প্রত্যেক ইউনিয়নে নয়টি করে মোট ৩৭৮টি ওয়ার্ড কমিটি, ছয়টি উপজেলা কমিটি, ৪টি পৌর কমিটি, প্রতিটি পৌরসভায় ৯টি করে মোট ৩৬টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। 

২০২২ সালে মাহবুব আলম ফারুক মোল্লাকে আহ্বায়ক ও তারিকুজ্জামানকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির বিরুদ্ধে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি গঠনে আর্থিক লেনদেন এবং অসাংগঠনিক ও অরাজনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই বছর আগে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি। 

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন রাইজিংবিডিকে বলেছেন, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক কমিটি জেলার সকল পর্যায়ের কমিটি দিয়েছিল। এসব কমিটি নিয়ে বির্তক ছিল। নির্বাচনের পরে সব কমিটি গঠন করা হবে। এখন শুধু ওয়ার্ড পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।      

গত ২০ সেপ্টেম্বর বরগুনা জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।

ঢাকা/ইমরান/রফিক

সম্পর্কিত নিবন্ধ