লক্ষ্মীপুরে চার আ. লীগ নেতার বাড়িতে ভাঙচুর, আগুন
Published: 6th, February 2025 GMT
লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নসহ জেলার চারজন আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে সংঘবদ্ধ একদল মানুষ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এই চারজনের বাড়িতে হামলা শুরু হয়। উত্তেজিত দুই-তিনশ লোক শহরের উত্তর তেমুহনী থেকে মিছিল নিয়ে এসে আলাদা আলাদা দলে ভাগ হয়ে হাতুড়ি ও হ্যামার দিয়ে তাদের বাড়িতে ভাঙচুর শুরু করে। রাতে এই প্রতিবেদন লেখার পর্যন্ত বাড়িগুলোতে ভাঙচুর চলছিল।
নুর উদ্দিন চৌধুরী নয়নসহ লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের বহুতল ভবনে ভাঙচুর চলছে। তাদের মধ্যে লোটাসের বাড়ি ছাড়া অন্য নেতাদের বাড়িতে ৪, ৫ ও ৬ আগস্ট দফায় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই সময় মালামাল লুটপাট করা হয়।
আরো পড়ুন:
নরসিংদীর টেক্সটাইল কারখানার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ভাঙচুরের ঘটনা দেখতে উৎসুক জনতা বাড়িগুলোর আশপাশে ভিড় জমিয়েছে। ভাঙচুরে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে। ‘শেখ হাসিনার আস্তানা/ ভেঙে দাও, গুড়িয়ে দাও, শেখ হাসিনার ঠিকানা/ এই বাংলায় হবে না’ ধরনের স্লোগান দিতে শোনা যাচ্ছে।
ঢাকা/লিটন/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
এলাকাভিত্তিক ভাড়া নির্ধারণে নির্দেশনা দেবে ডিএনসিসি: প্রশাসক
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর কোন এলাকায় কত ভাড়া হওয়া উচিত এর একটি নীতিগত নির্দেশনা দিতে যাচ্ছে। ডিসেম্বরে প্রকাশ পেতে পারে এই এলাকাভিত্তিক সম্ভাব্য ভাড়ার তালিকা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ডিএনসিসির নগর ভবনে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ তথ্য জানান সংস্থার প্রশাসক মোহাম্মদ এজাজ। বাড়িওয়ালা–ভাড়াটিয়ার ন্যায্যতা নিশ্চিত করতে এ বৈঠকের আয়োজন করে ডিএনসিসি।
আরো পড়ুন:
ধামরাইয়ে পার্ক করা বাসে গান পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন
এ উদ্যোগের পেছনে একটি পোর্টালে গত বুধবার প্রকাশিত বিশেষ প্রতিবেদন ‘ঢাকায় বছর ঘুরলেই বাড়ে বাসা ভাড়া’–এর ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
প্রশাসক এজাজ বলেন, “কোন এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন কত ভাড়া হতে পারে আমরা সেটির একটি নীতিগত গাইডলাইন দেব। স্থানীয় জমির বর্তমান দামসহ সব বিবেচনায় সম্ভাব্য ভাড়ার তালিকা প্রকাশ করা হবে। ডিসেম্বরের মধ্যেই কাজটি শেষ করার চেষ্টা করছি।”
তিনি আরো বলেন, “বাড়িভাড়া আইন রয়েছে, তবে অনেকেই জানেন না। আমরা আইনটির ব্যাখ্যা করে ক্যাম্পেইন চালাব, যাতে সবাই সচেতন হয়।”
চুক্তিনামার নমুনা আসছে অনলাইনে
মালিক-ভাড়াটিয়া বিরোধ কমাতে চুক্তিনামার নমুনা ডিএনসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রশাসক বলেন, “ওয়ার্ডভিত্তিক ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের সমিতি থাকতে হবে। সেখানে সমাধান না হলে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ে উভয় পক্ষই কথা বলতে পারবে।”
ঢাকা/এএএম/মাসুদ