গোলাম আম্বিয়া খান লুহানী: এক অজানা বিপ্লবীর কাহিনি
Published: 6th, February 2025 GMT
বিশ শতকের দ্বিতীয় দশকে লন্ডনে শ্রমিক আন্দোলন ও সোভিয়েত বিপ্লবের সমর্থনে প্রচার আন্দোলনে জড়িয়ে পড়েন এক বাঙালি বিপ্লবী। তারপর প্যারিস, বার্লিন, জেনেভা, মস্কো প্রভৃতি ইউরোপীয় শহর ঘুরে খুঁজে ফেরেন ভারতের মুক্তির দিশা। আরও দুই বিপ্লবীর সঙ্গে মিলে ‘ভারত ও বিশ্ববিপ্লব’ থিসিস লিখে পাঠান রুশ বিপ্লবের নায়ক লেনিনের কাছে। বিয়ে করেন এক ফরাসি ফ্যাশন ডিজাইনার ও মডেলকে, যাঁর পোর্ট্রেট এঁকেছিলেন প্রখ্যাত ইতালীয় শিল্পী আমেদেও মোদিলিয়ানি।
সবশেষে স্থায়ী হন মস্কোতে। গ্রহণ করেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সদস্যপদ এবং সোভিয়েত নাগরিকত্ব। পৃথিবীর কমিউনিস্ট আন্দোলনের কেন্দ্রবিন্দু কমিউনিস্ট ইন্টারন্যাশনালে (কমিন্টার্ন) নানামুখী কাজের সঙ্গে জড়িত হন।
স্তালিনের শাসনকালে ভিন্নমতের বিরুদ্ধে যখন দমন-পীড়ন চলছিল, তখন রুশ দেশে আরও অনেকের মতো তাঁকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেটি কার্যকর হয় ১৯৩৮ সালের ১৭ সেপ্টেম্বর। ভারতের স্বাধীনতার জন্য অক্লান্ত পরিশ্রম করা এই বাঙালি বিপ্লবী আর কোনো দিন ফিরতে পারেননি মাতৃভূমিতে। সিরাজগঞ্জের গোলাম আম্বিয়া খান লুহানী নামের এই বাঙালি বিপ্লবীর অজানা কাহিনির নানা দিক উঠে এসেছে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের এই বইয়ে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কক্সবাজারে ইউএনওকে গ্রেপ্তারের হুমকি পর্যটকের
জাহাজের সূচি পরিবর্তনজনিত কারণে যাত্রা বিলম্ব হওয়ায় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমকে প্রকাশ্যে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন এক পর্যটক। এ সময় তিনি নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘প্রশাসনিক কর্মকর্তা’ পরিচয় দেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে এ ঘটনা ঘটে। মুহূর্তেই এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন পর্যটক কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন।
ইউএনও তানজিলা তাসনিম জানিয়েছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী, কোনোভাবেই দিনে ২ হাজারের বেশি পর্যটক পরিবহন করা যায় না। নিয়মিত তদারকির অংশ হিসেবে তিনি সেখানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় কয়েকজন পর্যটক অভিযোগ করেন, তাদের টিকেটে সকাল ৭টার সময় উল্লেখ থাকলেও জাহাজ নাকি আগেই ছেড়ে গেছে।
তিনি বলেন, “কারণ জানতে গেলে ইব্রাহীম নামের একজন হঠাৎ নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে উপস্থিত পুলিশ সদস্যকে আমাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। ঘটনাটি ভিডিওতে সংরক্ষিত আছে। তিনি হয়ত আমাকে চিনতে পারেননি। তবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হলেও কাউকে গ্রেপ্তার করার এমন এখতিয়ার তার নেই। তাদের বিষয়ে যাচাই করে তারা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত থাকেন, তবে বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তারা এখানে শুধু আমার সাথে নয়, অনেকের সঙ্গে বিশৃঙ্খলা করেছে।”
অভিযোগের পর ইব্রাহীম নামের ওই ব্যক্তি বলেন, “স্যারকে চিনতে পারিনি, এজন্য দুঃখিত। আমাদের টিকিটে ৭টার কথা ছিল; কিন্তু এসে শুনি, ৬টায় জাহাজ ছেড়ে গেছে।”
এ বিষয়ে সীক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, নদীর নাব্যতা ও জোয়ার-ভাটার কারণে জাহাজের সূচি পরিবর্তন হতে পারে। ‘বেক্রুজ’ নামের জাহাজটি নাব্যতা সংকটে ঘাট পরিবর্তন করে অন্য দিক দিয়ে গেছে। এতে পর্যটকরা ভুল বুঝেছেন। পরে একই যাত্রীর দল ‘কেয়ারি সিন্দাবাদ’জাহাজে সেন্টমার্টিনের পথে রওনা হন।
১ ডিসেম্বর কক্সবাজার–সেন্ট মার্টিন রুটে আনুষ্ঠানিকভাবে জাহাজ চলাচল শুরু হয়েছে। চলতি মৌসুমে ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকেরা সেন্ট মার্টিন দ্বীপে রাত যাপনের সুযোগ পাচ্ছেন।
ঢাকা/তারেকুর/রফিক