বিশ শতকের দ্বিতীয় দশকে লন্ডনে শ্রমিক আন্দোলন ও সোভিয়েত বিপ্লবের সমর্থনে প্রচার আন্দোলনে জড়িয়ে পড়েন এক বাঙালি বিপ্লবী। তারপর প্যারিস, বার্লিন, জেনেভা, মস্কো প্রভৃতি ইউরোপীয় শহর ঘুরে খুঁজে ফেরেন ভারতের মুক্তির দিশা। আরও দুই বিপ্লবীর সঙ্গে মিলে ‘ভারত ও বিশ্ববিপ্লব’ থিসিস লিখে পাঠান রুশ বিপ্লবের নায়ক লেনিনের কাছে। বিয়ে করেন এক ফরাসি ফ্যাশন ডিজাইনার ও মডেলকে, যাঁর পোর্ট্রেট এঁকেছিলেন প্রখ্যাত ইতালীয় শিল্পী আমেদেও মোদিলিয়ানি।

সবশেষে স্থায়ী হন মস্কোতে। গ্রহণ করেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সদস্যপদ এবং সোভিয়েত নাগরিকত্ব। পৃথিবীর কমিউনিস্ট আন্দোলনের কেন্দ্রবিন্দু কমিউনিস্ট ইন্টারন্যাশনালে (কমিন্টার্ন) নানামুখী কাজের সঙ্গে জড়িত হন।

স্তালিনের শাসনকালে ভিন্নমতের বিরুদ্ধে যখন দমন-পীড়ন চলছিল, তখন রুশ দেশে আরও অনেকের মতো তাঁকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেটি কার্যকর হয় ১৯৩৮ সালের ১৭ সেপ্টেম্বর। ভারতের স্বাধীনতার জন্য অক্লান্ত পরিশ্রম করা এই বাঙালি বিপ্লবী আর কোনো দিন ফিরতে পারেননি মাতৃভূমিতে। সিরাজগঞ্জের গোলাম আম্বিয়া খান লুহানী নামের এই বাঙালি বিপ্লবীর অজানা কাহিনির নানা দিক উঠে এসেছে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের এই বইয়ে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চতুর্থ দিনেই ৮ উইকেটের জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া

এবারের অ্যাশেজ সিরিজে যেন তাল পাচ্ছে না ইংল্যান্ড। প্রথম টেস্ট তারা হেরেছিল মাত্র দুইদিনে। দ্বিতীয় টেস্টে লড়াইটা নিতে পারল চতুর্থ দিনে। আজ রবিবার ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে তারা হার মেনেছে ৮ উইকেটে। আর এই জয়ে অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা।

ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমে জো রুটের সেঞ্চুরি প্রথম ইনিংসে ৩৩৪ রান করে। জবাবে ব্যাটসম্যানদের সমন্বিত পারফরম্যান্সে ৫১১ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। এরপর ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৭৫.২ ওভারে ২৪১ রানে আউট হলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৬৫ রান। সেই রান তাড়া করতে নেমে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৯ রান তুলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

আরো পড়ুন:

দলগত ব্যাটিংয়ে লিড নিল অস্ট্রেলিয়া

ফখর জামানকে শাস্তি দিল আইসিসি

৩৭ রানের মাথায় ট্র্যাভিস হেড (২২) ও ৪১ রানের মাথায় মার্নাস ল্যাবুশেন (৩) আউট হওয়ার পর ঝড় তোলেন স্টিভেন স্মিথ। তিনি মাত্র ৯ বলে ২ চার ও ২ ছক্কায় অপরাজিত ২৩ রানের ইনিংস খেলে জয় নিশ্চিত করে। তার সঙ্গে জ্যাক ওয়েদারাল্ড ১৭ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার দুটি উইকেটই নেন গাস অ্যাটকিনসন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ